বাস্তব ঘটনা: আগুন থেকে সাবধান

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা!

আমার গল্পের রাজ্যে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পূর্বসপ্তার ন্যায় আজকে উপস্থিত হয়ে গেলাম গুরুত্বপূর্ণ সত্য এক অতীত ঘটনা নিয়ে। যে গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার জীবনে কোন একটা লুকিয়ে থাকা ঘটনা। একজনের জানা ঘটনা অন্য জনের মাঝে ব্যক্ত করার মধ্য দিয়ে প্রকাশিত হয় অজানা তথ্য। ঠিক তেমনি জনসচেতন মূলক একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আজ। আশা করি স্মৃতিচারণ মূলক এই গল্প আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আগুন বিষয়ে সজাগ থাকার সহায়তা করবে। তাই চলুন আর দেরি না করে গল্পটা পড়ি এবং গল্প পড়ার আনন্দ উপভোগ করি।

IMG-20240421-WA0001.jpg
Photography device: Huawei P30 Pro-40mp


প্রচন্ড গরমে রান্নাঘরে আগুন লাগার গল্প:



গ্রামের মানুষ রান্না কাজে বেশিভাগ গাছের পাতা ও খড়ি ব্যবহার করে থাকেন। আর তাই রান্নাঘরে অনেক সময় পাতা ও খড়ি পালা দিয়ে রাখে। এদিকে রান্নার জন্য মাটির চুলা অথবা মাটিতে গর্ত করে আঁকা তৈরি করা হয়। ঠিক এমনই একটা ঘটনা। আমি তখন বেশ ছোট ছিলাম। আমার এক আঙ্কেলের বাড়িতে রান্না ঘরে রান্না শেষ করে রাতে কিছু গাছের মোটা খড়ি আকার উপর সাজিয়ে রেখেছে। এদিকের পাশেই রয়েছে বিভিন্ন গাছের পাতা, চিকন ডালপালা,পাটের খড়ি, এবং গরুর বিষ্ঠা দিয়ে তৈরি লাঠি। আর এক পাশে রয়েছে রান্নার বিভিন্ন উপকরণ আর উপাদান। রান্নাঘরের পাশে গরুর গোয়ালঘর। যাইহোক তারা রান্নাবান্না শেষে তাদের মত রান্নাঘর আটকে বের হয়ে এসেছেন। রান্নাঘরের মধ্যে এই সমস্ত খড়ি গুলো পালা দেওয়া রয়েছে। তারা তাদের যথেষ্ট সাবধানতা বজায় রেখেই প্রতিনিয়ত চলেন। তখন দিন ছিল ঠিক এমনই প্রচন্ড রোদ গরম এর দিন।


IMG-20240421-WA0000.jpg
Photography device: Huawei P30 Pro-40mp



প্রচন্ড রোদ গরমে রান্নাবান্না করতে অলসতা লাগে, তাই সেই দিন তাদের রান্নাবান্না শেষ করতে প্রায় এশার আজান হয়ে গেছিল। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে প্রচণ্ড গরমে কখনো লোডশেডিং আবার কখনো কারেন্টের ফ্যানের বাতাস এভাবেই ঘুমাতে দেরি হয়ে যায় প্রায় রাত এগারোটা। সারাদিনের প্রচন্ড খাটাখাটনির শরীর। একটু কারেন্ট আসাতে ফ্যানের বাতাসে সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে চুলার উপর যে খড়ি শুকানোর জন্য সাজিয়ে রেখে দেয়া হয়েছিল। আগুনের তাপে শুকিয়ে গেছে এবং তার মধ্যে হয়তো শুকনো ছিল বেশি এমন খড়িতে আগুন লেগে ধীরে ধীরে সে আগুন উপরে উঠে আসে। এরপর রান্নাঘরের মধ্যে চুলার পাশে যে পাতা ছিল সেই পাতা বেয়ে পাসের পাঠ খড়ি এবং গাছের ডালপালার খড়ি তে আগুন লাগতে থাকে। ঠিক এমনই মুহূর্তে লোডশেডিং হয়ে যায়।


IMG_20231121_065409_0.jpg
Photography device: Infinix Hot 11s


বুঝতে পারছেন প্রচণ্ড গরমের মুহূর্তে রাতে ঘুমানোর সময় হঠাৎ লোডশেডিং হলে ঘুম ভেঙ্গে যায়। ঠিক তেমনি হল আমার সেই আঙ্কেলের। হঠাৎ কানে শুনতে পারলেন বাইরে কি জানি চটপট শব্দ হচ্ছে। কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে দুই চোখ এটে রয়েছে। এরপরের যেহেতু গরমে গা ঘেমে যাচ্ছে পাখা খোঁজার জন্য উঠে বসলেন খাট থেকে। এরপর টর্চ জ্বালিয়ে পাখা হাতে নিলেন গায়ে বাতাস করতে থাকলেন। কিন্তু তার কানে বারবার শব্দ আসতে থাকলো মনে হচ্ছে কোথায় কি যেন ভাঙছে। দুর্ভাগ্যের বিষয় ছিল ঘরে জানালা দুইটা খোলা ছিল কিন্তু জানালাগুলো বাড়ির বাইরের দিকে আর রান্না ঘর বাড়ির ভেতরে দিকে, এজন্য চোখে দেখতে পাচ্ছে না বিষয়টা। হঠাৎ উনার মাথায় আসলো গরুর গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল, একটু দেখে আসি তো গরু গুলা কষ্ট পাচ্ছে কি না কয়েল নিভে যেয়ে। এরপর রুম খুলে বাইরে এসে দেখেন রান্না ঘরের মধ্যে বেশ আগুন ছড়িয়ে পড়েছে এবং উপর দিয়ে ধোঁয়া বয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাড়াহুড়া করে বাড়ির মানুষ জাগ্রত করে টিউবয়েল চেপে পানি দিতে থাকে। একদিকে অন্ধকার রাত, কারেন্ট নেই। সেই সময় এখনকার মতো বাড়ি বাড়ি টিউবয়েলে এত মটর ছিল না, লোডশেডিং এর মুহূর্ত টিউবয়েলে মোটর থেকেও লাভ নেই। তাই যে যেখান থেকে পেরেছিল পানি সংরক্ষণ করে সেই আগুন নিভানোর চেষ্টা করেছিলেন। যদিও কারেন্ট ছিল না, এর মধ্যে অনেকে কারেন্টের লাইনে আগুন লাগার ভয়ে, কারেন্টের মেন সুইচ অফ করাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কারণ রুম থেকে গোয়াল ঘর ও রান্নাঘরে কারেন্টের লাইন ছিল। ততক্ষণে রান্নাঘরের দুই ভাগের এক ভাগ প্রায় পুড়ে গেছে। তবে কপাল ভালো ছিল রান্না ঘরের আর এক পাশে গরুর গোয়ালঘর সেটা অপজিটে থাকায় গরুগুলার ক্ষতি হয়নি। আঙ্কেল যদি জাগ্রত না হতেন আর লোডশেডিং যদি না হতো তাহলে তাদের শুধু রান্নাঘর নয় আশেপাশের বেশ পাঁচ দশটা ঘরবাড়ি পুড়ে যেত এবং কেউ জানতেই পারতো না কোথা থেকে আগুনের সৃষ্টি। ইতোমধ্যে পাড়াগাঁয়ের প্রায় বাড়ির মানুষ জাগ্রত হয়ে গেছে এবং অনেকেই এসে আগুন নিভাতে সহায়তা প্রদান করছিলেন। আর এভাবেই তারা আগুন নিভাতে সক্ষম হয়েছিলেন।


IMG_20231121_065410_1.jpg
Photography device: Infinix Hot 11s



এখন প্রচন্ড গরমের দিন, তাই আমাদের সবাইকে এই বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে। প্রায় মাঝেমধ্যে পাড়া-প্রতিবেশীদের সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে, যেন সবাই কম বেশি আগুন বিষয়ে সজাগ থাকে। কারণ এমন দুর্ঘটনা গরমের সময় দেশের বিভিন্ন স্থানে ঘটে থাকে। তাই আমরা যতটা সজাগ ও সচেতন থাকবো তত আমাদের মঙ্গল।



গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

গুরুত্বপূর্ণ তথ্য


বিষয়অতীত ঘটনা
ঘটনারান্নাঘরে আগুন
ফটোগ্রাফিজ্বলন্ত আগুন
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp & Infinix Hot 11s
লোকেশনজুগীরগোফা
ঠিকানাগাংনী-মেহেরপুর, বাংলাদেশ


পুনরায় ফিরে আসবো নতুন কোন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65702.61
ETH 3485.24
USDT 1.00
SBD 2.51