আজকের সকালটা ছিল বেশ বিরক্তিকর

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু ফটো ধারণের অনুভূতি নিয়ে। এ পোস্ট পড়লে অনেক কিছু জানবেন ইনশাল্লাহ।


IMG_20240517_133743_552.jpg


ফটোগ্রাফি সমূহ:



বেশ কিছুদিন ধরে আমাদের মাঠের কারেন্টের লাইনে অনেক অনেক সমস্যা করছে। বুঝতে পারছেন এখন প্রচন্ড গরমের সময় পুকুরে পানি দেওয়া লাগবে প্রচুর। এ সময় যদি কারেন্টের লাইনে সমস্যা করে তাহলে কতটা ঝামেলা। দীর্ঘদিন আকাশের পানে তাকিয়ে রয়েছি,হয়তো ২-৩ দিন ধরে বৃষ্টি হবে আর এই ঝামেলা পোয়াতে হবে না। কিন্তু বৃষ্টির দেখা নেই তেমন ভাবে।গতকাল কারেন্টের লাইনে সমস্যা সমাধানের জন্য বেশ কিছু তার খোলা হয়েছে। লাইনটা সাব লাইন। বাড়ি থেকে একদম পুকুরপাড় বুঝতে পারছেন দীর্ঘ ৩ কয়েল তারের ব্যবধান। কাল সন্ধ্যা বেলায় বামুন্দি বাজারে তার কিনতে যাওয়ার উদ্দেশ্যে বের হব এই মুহূর্তে হঠাৎ ঝড় মেঘ শুরু হল। আশা করেছিলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু এক ফোটাও বৃষ্টি হলো না। মাঝখানে আমার তার কিনতে যাওয়া হলো না। সিদ্ধান্ত নিলাম রাত পোহালে সকাল আটটার দিকে বের হব বামুন্দি বাজারের দিকে। কারণ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল চালাতে হচ্ছে। চারিদিকে বাজারগুলোতে শুধু মোটরসাইকেল ধরার কাজ চলছে। এদিকে আমার গাড়ির কোনো লাইসেন্স নাই। তাই সকালে উঠে, ঠিক এমন ভাবে এক কাপ চা তৈরি করে পান করা পর বের হয়ে পড়লাম বামুন্দি বাজারের দিকে।


IMG_20240516_214705_992.jpg

IMG_20240517_080605_412.jpg



কিন্তু বামুন্দি বাজারে এসে দেখি কোন দোকান খোলা নেই। অপেক্ষা করলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা। কারণ সকাল আটটার মধ্যে পৌঁছে গেছি, দোকানগুলো খোলা শুরু করল নয়টার পরে। এদিকে ভয়, নয় টার পরে পুলিশ পথে নামে তাদের ডিউটিতে। গতকাল কোনরকমে হার্ট বোয়ালিয়া বাজারে বেঁচে গেছি। ২১ টা মোটরসাইকেল ধরা পড়েছে। আমি বিকাশের ঘরে টাকা উঠাবো বলে আনমনে তাকাতে তাকাতে যাচ্ছি হঠাৎ দেখি আমার সামনে একটা গাড়ি তেড়ে ধরছে। পুলিশ আর আমার মাঝা মাঝি ছিল একটা বাস আর দুইটা ভ্যান গাড়ি। আমি উল্টা পথে টান দিয়ে বের হয়ে চলে এসেছি, আমাকে তারা ধরতে পারেনি।


IMG_20240517_080915_253.jpg

IMG_20240517_081944_912.jpg



তবে যাই হোক সকালে বেশ কিছুক্ষণ বাজারে অপেক্ষা করলাম অনেকগুলো ঘরে যাওয়া আসা করলাম কিন্তু কোন ঘরে অ্যালুমিনিয়ামের ৭/৩৬,৪.৫ সাইজের তার খুঁজে পেলাম না। অর্থাৎ সকাল থেকে বামুন্দি বাজারে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কাঙ্খিত তার না পাওয়ায় মেজাজটা বেশ খারাপ হয়ে গেল। এরপর প্রিয় কাফিরুল ভাই এর ঘরে যখন বললাম উনি বলল ১৬৬২ টাকা লাগবে অর্ডার করে দেবো কালকে এসে পেয়ে যাবেন। কথাটা আরো খারাপ লাগলো কারণ আমাদের পাশের রায়পুর বাজারে সাড়ে ১৬৫০ টাকায় এক কয়েল তার দিতে চেয়েছিল একদিন আমি নেইনি। কারণ এ তারগুলো এক বছর আগে বারোশো করেছিল। অবশেষে তার নেওয়া হলো না যে তার রয়েছে সেই তার সম্পূর্ণ খুলে চেকআপ করে কেটে কেটে টেপ লাগাবো এমন সিদ্ধান্ত নিলাম। তাই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম কাফিরুল ভাইয়ের দোকান থেকে। সাথে একটা টর্চ লাইট নিলাম আম্মার জন্য। কিছুদিন আগে আম্মার লাইটটা পানির মধ্যে পড়ে গেছিল। তাই দেখলাম অসুস্থ আম্মার জন্য রাতে লাইটগুলো একান্ত প্রয়োজন।


IMG_20240517_133750_749.jpg



এরপর বাড়ি আসতে পথে তেলপাম থেকে গাড়ির জন্য তেল নেওয়া। প্রায় প্রত্যেক সপ্তাহে ১-২ বার এখান থেকে তেল নেওয়া হয়। যেন দীর্ঘদিনের চলাচল আমাদের এই পথে। আর এই তেল পাম্পে বেশ কিছু সুন্দর ফুলের গাছ রয়েছে, তার মধ্যে কাঠ গোলাপ অন্যতম। সুন্দর একটি ফটো ধারণ করলাম ফুল গাছের।


IMG_20240517_083111828_BURST0008.jpg

IMG_20240517_093447_5.jpg



এরপর পথে আসতে বেশ কিছু কাঁঠালের ফটো ধারণ ও ভিডিওগ্রাফি করলাম। এবার আমাদের এলাকায় কাঁঠাল গাছগুলোতে লক্ষ্য করে দেখছি এত কাঁঠাল ধরেছে তা বলে পারার নেই। কালকে হার্ট বোয়ালিয়াতে কিছু গাছে এমন দেখেছিলাম কিন্তু সেই সৌভাগ্য হয়নি পুলিশের তাড়া খেয়ে, যে ফটো ধারণ করে আপনাদের দেখাবো। এরপরে বামুন্দি বাজারে যেতে এই লাইনে অনেকগুলো গাছে এমন কাঁঠাল ধরেছে লক্ষ্য করেছি। আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে ফটো ও ভিডিও গুলো শেয়ার করব।


IMG_20240517_094319_8.jpg

IMG_20240517_094351_6.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়আজকের সকাল
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আসলছ ভাইয়া সত্যিই আমরা আমাদের প্রয়োজন মেটাতে বিভিন্ন সময় ব্যস্ত সময় পার করে থাকি। আর আমি বলব আজকে সকাল থেকে আবহাওয়া টা খুবই গরম। আর এই গরমের মধ্যে কোথাও কোন কিছু কেনাকাটা করার জন্য যাওয়ার একটা অন্যরকম বিরক্তিকর। কিন্তু আপনার একটা বিষয় খুবই ভালো লাগলো যে বৃষ্টি শুরু হলে লোডশেডিং এর খুব সমস্যা হয় তাতে চার্জার লাইটের খুবই প্রয়োজন। তাই সকালবেলা এক কাপ কফি খেয়ে নিলেন আর আপনি যে কাপে কফি খেয়েছেন এটা হচ্ছে আমাদের সুবর্ণজয়ন্তীর কাপ এটিতে কফি খেয়েছেন বিষয়টা খুব ভালো লাগলো। আমারটা এখনো খুব সুন্দর যত্ন করে তুলে রাখা হয়েছে। যাই হোক কফি খেয়ে বেরিয়ে পড়লেন বামুন্দি বাজারে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

তা অবশ্য ঠিক বলেছ তুমি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63974.07
ETH 3426.40
USDT 1.00
SBD 2.54