প্রচন্ড গরমের দিন প্রশান্তির খোঁজে ধান ক্ষেতে কিছুটা সময়

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রচন্ড গরমের দিনে কিছুটা স্বস্তি পেতে বিকেল মুহূর্তে ফসলের মাঠে ঘুরাঘুরি করতে বের হয়েছিলাম। সেই সময়ের ফসলের মাঠের সুন্দর চিত্র আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার এই ফটোগুলো আপনাদের অনেক ভালো লাগবে পাশাপাশি বর্ণনা পড়ে অনেক কিছু জানবেন।


IMG_20240414_181830_932.jpg


ফটোগ্রাফি সমূহ:



সবুজ ফসলের মাঠে ঘুরতে কার না ভালো লাগে। যেখানে শীতল বাতাস, সবুজের সমারোহ, দূরে পাখির ডাক, ধানের জমিতে ঝিঝি পোকা সহ বিভিন্ন পোকামাকড়ের শব্দ। যেন মন ছুঁয়ে যায় এক অন্যরকম অনুভূতিতে। আর তাই কিছুটা প্রশান্তির প্রযোজন হয়, ঠিক এভাবেই ছুটে চলি ফসলের মাঠের দিকে। আমাদের এই জায়গাটাতে তেমন বেশি ফসলের জমি নেই। এজন্য আমার কাজের ফাঁকে ফাঁকে ছুটে যেতে হয় প্রশান্তির খোঁজে বা ফটো ধারণ করতে পাশে মাঠে। আর পুকুর পাড়ের পাশে যে ফসলের মাঠটুকু রয়েছে সেখানে যেন সেভাবে বেড়ানো যায় না অল্প পরিসরে ফসল। তবুও যে সময়টা দেওয়ার সুযোগ করি সেখান থেকে অনেক শান্তি লাগে।


IMG_20240414_181747_173.jpg

IMG_20240414_181733_639.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক ফসলের জমি ছিল। এখন দিন দিন সেগুলো সব পুকুরে পরিণত হয়ে গেছে। তবে সেই ছোটবেলার সুন্দর স্মৃতিগুলো এখনো মনে আসে। বেশি মনে পড়ে অনেক ফসলের মাঠে আমি প্রবেশ করেছি এবং ছোটবেলায় বন্ধুদের সাথে ফসলের মাঠ অতিক্রম করে মাছ ধরতে গিয়েছি বিলের মাঠে। দীর্ঘ বছর ফসলের মাঠে চলাচল,তাই যে কোন মুহূর্তে মন চায় এমন সবুজ প্রকৃতির ফসলের মাঠে ঘুরে আসি। তবে বিভিন্ন ব্যস্ততার ফলে দূরের মাঠে যাওয়া হয়ে ওঠে না। তবুও নিজেদের নিকটে যে সমস্ত ফসলের মাঠ রয়েছে সেই জায়গাটা একটু উপস্থিত হয়ে নিজের মনের শান্তি খোঁজার চেষ্টা করি।


IMG_20240414_181641_087.jpg

IMG_20240414_181704464_BURST0002.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



তবে আমার ধানের মাঠের সবচেয়ে বেশি ভালো লাগে ধানের শীষ বের হওয়ার পূর্ব মুহূর্তে ঘন সবুজ ধান গাছ গুলো দেখতে। দীর্ঘ ধানের মাঠ যদি এমন সুন্দর দৃশ্য দেখা যায় বেশ ভালো লাগে আর সে মুহূর্তে যদি ধীরে ধীরে গান শোনা যায় মোবাইল ফোনে প্রিয় কোন শিল্পীর কন্ঠে এদিকে ফটো ধারণ ঝিরি ঝিরি শীতল বাতাস। সব মিলে বেশ দারুণ উপভোগ করা যায় ফসলের মাঠে। আর ধানের শীষ যখন বের হয় তখন একটা অন্যরকম সুন্দর গন্ধ সারা মাঠ জুড়ে থাকে। এমন মনোরম পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মাঝেমধ্যে মনে হয় আমরা টাকা পয়সা হোক আর যা কিছু হোক না কেন, সবকিছু অতিক্রম করে একটু প্রশান্তির খোঁজে কৃষক ভাইদের ফসলের মাঠের দিকে ছুটে আসি যেন নাড়ীর টানে। আর এখানে যেন জীবনের সবচেয়ে বড় সুখ খুঁজে পাওয়া যায়।


IMG_20240414_181819_537.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



তবে আমার বেশি ভালো লাগে ধানের জমির আইল দিয়ে হাঁটাহাঁটি করতে। কারণ এখানে অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমি ছোটবেলায় একদিন মাঠে ঠিক এমনই জমির আইন দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছিলাম‌,পরবর্তীতে পিছনে তাকিয়ে দেখেছিলাম আমি আমাদের ফসলের মাঠ থেকে পার্শ্ববর্তী 16 টাকা গ্রামের ধানের মাঠে চলে গেছি। ঠিক তখনই বুঝতে পেরেছি কতটা ভালোলাগা এই ফসলের মাঠ। এখন সেই সমস্ত জমিগুলো শুধু পুকুর আর পুকুর যেন মনের স্বস্তি পেতে ছুটে যেতে হলে অন্য কোথাও।


IMG_20240414_181805_166.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

এখন গ্রামের বিভিন্ন স্থানে ধান মাড়াই এর কাজ চলছে। কৃষকের এমন সুন্দর ফসল ঘরে উঠলে বেশ মুখে হাসি দেখা যায়। বেশ কিছুদিন শুনেছিলাম এবার প্রচন্ড গরমের জন্য নাকি ধান ভালো হচ্ছে না বা হবেনা। এরপরে অনেক জায়গায় ফসল বানানো হয়ে গেছে দেখলাম। বেশ কয়েক জায়গায় তথ্য নিয়েছি সবাই বলেছে ধান ভালো হয়েছে। আসলে মহান সৃষ্টিকর্তা চাইলে দুঃখের মাঝেও সুখ এনে দিতে পারে আবার সুখের মাঝে দুঃখ এনে দিতে পারে। প্রচন্ড রোদ গরমের কারণে মানুষ আতঙ্কিত ছিল হয়তো ফসল নষ্ট হয়ে যাবে কারণ অনেক শাকসবজি অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তবে তার মধ্যে আমাদের এলাকায় যে ধান খুব সুন্দর হয়েছে, এটা জেনে দেখে এবং ফটোগ্রাফি করে বেশ ভালো লেগেছিল আমার। আর নতুন ধান মাঠ থেকে ঘরে আসলেই বুঝতে পারছেন মা খালাদের শুরু হয়ে যায় বিভিন্ন পিঠা তৈরির উৎসব। তাই বলতে পারি শুধু মনের প্রশান্তি নয়, ফসলের মাঠ মানুষের মুখে হাসি ফোটায়, সুস্থ সবল ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়।


IMG_20240504_184114_409.jpg

IMG_20240504_184119_309.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়প্রশান্তি খোঁজে ফসলের মাঠে
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

সত্যিই এই গরমের মধ্যে খোলা মাঠে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি এই গরমের মধ্যে ধান ক্ষেতে গিয়ে কিছুটা সময় কাটিয়েছেন শুনে সত্যিই খুশি হলাম। আর এই গরমের যে অবস্থা। কোনো ভাবেই ঠিক থাকা যাচ্ছে না।

 5 months ago 

হ্যাঁ আপু ফসলের মাঠে ঘুরাঘুরি করলে মনটা ফ্রেশ হয়ে যায়।

 5 months ago 

দিন দিন তাপমাত্রা বেড়ে তুলেছে তাপমাত্রা কমার বিন্দু মাত্র কোন নাম গন্ধ নেই। মানুষ একটু শান্তির জন্য এদিক ওদিক সৃষ্টি করছে কিন্তু কোথাও একটু শান্তি দেখা মিলছে না। এর প্রধান কারণ হলো আমাদের পরিবেশ থেকে গাছ গাছালি হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে মানুষ বড় বড় গাছের নিচে বসে বিশ্রাম করতো কিন্তু এখন আর সেটা দেখা যায় না কারণ সেই রকম গাছপালা আর নেই আপনি প্রচন্ড গরমের দিনে একটু শান্তির খোঁজে ধান ক্ষেতে কিছুটা সময় অতিবাহিত করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 5 months ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 months ago 

ধন্যবাদ ভাই।

 5 months ago 

এই গরমে বিকেল বেলায় গ্রামীন পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। আর এত সুন্দর পরিবেশ হলে এমনিতেই শরীর ঠান্ডা হয়ে যায়। ভাইয়া আপনি বিকেল বেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 5 months ago 

একদম ঠিক বলেছেন আপনি।

 5 months ago 

গত কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পরছে। আপনি কিছুটা প্রশান্তির খোঁজে ফসলের মাঠে ঘুরাঘুরি করেছেন। এই ধরনের ফসলের মাঠগুলো দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাই। শহরে থাকার কারণে এরকম দৃশ্য আমাদের দেখা হয় না। আপনাদের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দেখতে পেলে সত্যিই খুব ভালো লাগে। আপনি দারুন মুহূর্ত কাটিয়েছেন ধানক্ষেতে। সবুজ ধান ক্ষেতের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।

 5 months ago 

হ্যাঁ সুযোগ পেলে আমাদের এমন পরিবেশে ঘোরাঘুরি করার দরকার আছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69187.87
ETH 2486.25
USDT 1.00
SBD 2.53