স্বরচিত অনুভূতিমূলক কবিতা || বৃষ্টির অপেক্ষায়
আজ - সোমবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের কবিতা বৃষ্টি কে নিয়ে। প্রচন্ড রোদ গরম থেকে মুক্তি পেতে আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা। তবে কারো জানা নেই কবে এমন রহমতের বৃষ্টি আসবে। আর সেই আশায় লিখে ফেললাম একটি কবিতা। আশা করি আপনাদের আবৃত্তি করতে ভালো লাগবে। |
---|
কবিতা
ঘুরছি আমি একা।
অপলোকে চেয়ে থেকেও
পাইনা বৃষ্টির দেখা।
খুঁজছি তাকে চেয়ে চেয়ে
দূর দিগন্তের পানে।
কবে আসবে অঝোর বৃষ্টি
তার আগমনকে জানে?
তবু আমি চেয়ে আছি
হয়তো পাবো তার দেখা।
নীল আকাশে বেদনা আমার
হারাই সীমারেখা।
তবুও আমি চেয়ে থাকি
দূর আকাশের দিকে।
পাখিগুলো উড়ে চলে যায়
বৃষ্টির খোঁজ নিতে।
চেয়ে থাকি সকাল থেকে
রাতের আকাশে দিকে।
মেঘ কেটে যায় অসীম আকাশে
চাঁদ তারা জেগে ওঠে।
এমন ভাবে যাচ্ছে যে দিন
আমার প্রতি নিয়ত।
দুচোখ মিলে তাকিয়ে রয়েছে
মানব শত শত।
তবুও পেলাম না বৃষ্টির দেখা
আমরা কোনখানে।
কেউ বলে যে বৃষ্টি হয়েছে
এমন কথা আশে কানে।
এই কথা শুনলে হয় আমি হতাশ।
তাকায় আকাশের পানে।
কবে নামবে অঝরে বৃষ্টি
আমাদের ছোট্ট উঠানে?
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
তোমার লেখা বৃষ্টির অপেক্ষায় শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতার ভাষাগুলো অত্যন্ত সহজ ও সাবলীল হয়েছে। যাহোক তোমরা সকলেই সেই প্রতীক্ষিত বৃষ্টির অপেক্ষায় রয়েছি। হয়তো কয়েকদিনের মধ্যে বৃষ্টির ধারা ধরণীতে চলে আসবে।
ভালো লাগলো আপনার কমেন্ট দেখে
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই সময় দেখা যেত এই সময় বৃষ্টির পরিমাণ এতটাই বেশি থাকতো মানুষ চাইতো কখন বৃষ্টির পরিমাণ কমবে। আর এখন বৃষ্টির অপেক্ষায় মানুষ দিন পার করছে । কখন স্বস্তির বৃষ্টি হবে এই তো সেদিনকার কথা এত অল্প সময়ে সব কিছুর এতটাই পরিবর্তন যেটা অবাক করে। সেই অনুভূতি থেকে দারুন কবিতা লিখেছেন । সবাই বৃষ্টি চায় যেটা পরিবেশ শীতল করে। ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে।
বেশ ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।
ঠিক বলেছেন ভাইয়া বেশ কিছুদিন ধরে যে গরম পড়ছিল সবার একটাই চাওয়া ছিল বৃষ্টির। আমাদের অবশ্য গতকাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। এখন পরিবেশ মোটামুটি ঠান্ডা। যাই হোক এ বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এরকম সহজ ভাষায় লেখা কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে।
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি
অপেক্ষা সবসময় কঠিন। তবে বৃষ্টির অপেক্ষাটা মনে হচ্ছে মানুষের জীবনে এখন আরও বেশি কঠিন হয়ে পড়েছে। আপনি আজকে বৃষ্টির অপেক্ষা নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের অনুভূতি দিয়ে যেন এই কবিতাটি সাজিয়েছেন। বৃষ্টির অপেক্ষায় আসলে আমাদের মনের ভিতর এই বৃষ্টি নিয়ে অনেক চাওয়া পাওয়া রয়েছে। সেই অনুভূতিগুলো এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, অসাধারণ ছিল।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো বেশ সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতা পড়ে তো মুগ্ধ হলাম। আসলে আমরা সবাই এখন বৃষ্টির অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত। আর এমন সময় আপনি বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
অসাধারণ কমেন্ট করেছেন।
অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছো দেখছি। তোমার লেখা কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। তবে বিরহের গুলো ভালো হলে তেমন ভালো লাগেনা। এমন কবিতা লিখবে। এমন কবিতাগুলো খুব ভালো লাগে আমার। বৃষ্টি হওয়া নিয়ে অনেক সুন্দর কবিতা।
চেষ্টা করি সকল বিষয় সুন্দর করে কবিতা লিখতে।
ইতোমধ্যেই অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তবে আমাদের এদিকে এখনো সেভাবে বৃষ্টি হয়নি। আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে। যাই হোক ভাইয়া আপনি সত্যি দারুন কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।
প্রচন্ড মেঘ হয়েছিল মেঘ ডাকলো কিন্তু বৃষ্টি হলো না। দেখা যাক রাত পোহালে বৃষ্টি হয় কি।
গ্রীষ্মের এই দাবদাহের হাত থেকে বাঁচতে আসলেই সবাই বৃষ্টির অপেক্ষায় আছে। আমিও শুনেছি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে, তবে মেহেরপুর এলাকায় বৃষ্টি হয়নি এটা খুবই দুঃখের। আমাদের এখানেও আজকে বিকেল থেকে ভারী বৃষ্টি হয়েছে যার কারণে আবহাওয়া এখন অনেকটা ঠান্ডা হয়েছে। যাইহোক আপনার লেখা বৃষ্টির অপেক্ষায়, কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
আমাদের এখানে এখনো হয়নি আপু।