টার্গেট কে সামনে রেখে পাওয়ার বৃদ্ধি

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম


Picsart_24-04-19_09-15-52-456.jpg

Photo editing by
PicsArt app

photography device
Infinix Hot 11s



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাওয়ার বৃদ্ধি নিয়ে। আমরা সকলে জানি পাওয়ার বৃদ্ধি বলতে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করাকে বোঝায়। তাই যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করতে পারবে তার আইডির সক্ষমতা তত বৃদ্ধি হবে। আর সেই লক্ষ্যে টার্গেট কে সামনে রেখে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই পাওয়ার বৃদ্ধি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং নিজেদের আইডি সক্ষমতা বৃদ্ধিতে অংশগ্রহণ করবেন।


পাওয়ার বৃদ্ধির স্কিনশট সমূহ:



আমরা যারা এবিবি স্কুলে ক্লাস করেছি, সবাই লেভেল টুর ক্লাসে পাওয়ার বৃদ্ধি সম্পর্কে ধারণা পেয়েছিলাম এবং কিভাবে পাওয়ার বৃদ্ধি করতে হয় সেটা জেনেছিলাম। পাশাপাশি খুব ভালোভাবেই জেনেছি পাওয়ার বৃদ্ধির মূল্য, কারণ এই প্লাটফর্মে পাওয়ার বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। তাই আমাদের প্রতিনিয়ত কম বেশি পাওয়ার বৃদ্ধি করা প্রয়োজন। ঠিক একই প্রসেসে প্রথমে ওয়ালেট অ্যাকটিভ কী দিয়ে লগইন করে নিলাম। এরপর লিকুইড স্টিমের পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। তবে লিকুইড স্টেম লক্ষ্য করছি ৩২৬ প্লাস এবং এদিকে স্টিম পাওয়ার ১৬০৬ প্লাস। লিকুইড স্টিমের ড্রপডাউন মেনুতে ক্লিক করে বেশ কিছু অপশন আসলো। সেখানে আমরা পাওয়ার বৃদ্ধির জন্য পাওয়ার আপ বাটনে ক্লিক করব।


Screenshot_20240419-003308.jpgScreenshot_20240419-003334.jpg



পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি লিস্ট ওপেন হলো। এটা কনভার্ট টু স্টেম পাওয়ার অপশন। সেখানে এমাউন্টের ঘরে অ্যামাউন্ট বসাতে হবে, কত পরিমাণ স্টিম পাওয়ার করব। আমি যেহেতু ওয়ালেটে থাকা সকল লিকুইড স্টিম পাওয়ার বৃদ্ধি করব,তাই ৩২৬ লিখে দিলাম। এরপর নিচের পাওয়ার আপ অপশনে ক্লিক করলাম।


Screenshot_20240419-003426.jpg



আমরা রীতিমতো জানি, পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর আবারও নিশ্চিত হওয়ার জন্য কনফার্ম অপশন আসে। সেখানে আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, সব ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখার পর ওকে বাটনে ক্লিক করব।


Screenshot_20240419-003451.jpg



যেহেতু পূর্বেই ওয়ালেট অ্যাক্টিভ কী দিয়ে লগইন করা হয়েছে। সেক্ষেত্রে আর একটিভ কী এর প্রয়োজন নেই। ওকে বাটনা ক্লিক করার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কনভার্ট টু স্টিম পাওয়ার হয়ে যাবে। তাই ক্লিক করা মাত্র কাজ সম্পন্ন হল।


Screenshot_20240419-003513.jpg



পূর্বেই দেখেছি স্টিম পাওয়ার ১৬০৬ প্লাস ছিল। ৩২৬ লিকুইড স্টিম পাওয়ার আপ করে, তা উন্নতি হয়ে দাঁড়িয়েছে ১৯৩২ প্লাস। আর পাওয়ার বৃদ্ধি সম্পন্ন হয়েছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারব ওয়ালেটের একদম নিচে হিস্টরি তে গিয়ে। সেখানে দেখতে পাচ্ছেন ৩২৬ স্টিম পাওয়ার সম্পূর্ণ হয়েছে। আর এভাবেই আমার পাওয়ার বৃদ্ধির কাজ সম্পন্ন হল।


Screenshot_20240419-003750.jpgScreenshot_20240419-085954.jpg


পাওয়ার বৃদ্ধির তালিকা


পূর্ব এসপি১৬০৬.৩৬৮
পাওয়ার বৃদ্ধি৩২৬
পরবর্তী এসপি১৯৩২.৩৬৮


পোস্ট বিবরণ


বিষয়পাওয়ার আপ
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ৩২৬ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আসলে স্টিমেট এই প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। মামা আপনি আপনার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

হ্যাঁ পাওয়ার আপ এর কোন বিকল্প নেই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আজকে তোমার ৩২৬ স্টিম পাওয়ার বৃদ্ধি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি তুমি এভাবেই নিয়মিত স্টিম পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যটি নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণ করতে সক্ষম হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 months ago 

দোয়া করবেন যেন আরো পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হই

পাওয়ার আপ মানে নিজের ওয়ালেট এর সক্ষমতাকে বৃদ্ধি আর আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে পাওয়ার আপ করে চলেছেন। এভাবে এগিয়ে যান আপনি ৩২০ স্টিম পাওয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ভাইয়া ধন্যবাদ।

 3 months ago 

একদম ঠিক কথা

 3 months ago 

টার্গেটকে সামনে রেখে আপনি প্রতিনিয়ত নিজের সক্ষমতা বৃদ্ধি করছেন এটা দেখে খুবই ভালো লাগলো। অনেক বড় একটা সংখ্যাকে আজকে আপনি পাওয়ারে রুপান্তরিত করেছেন। এরই মধ্য দিয়ে আপনি ১৯৩২ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 3 months ago 

চেষ্টা অব্যাহত রেখেছি

 3 months ago 

আজকে আপনি ৩২৬ স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার আমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এভাবে যদি পাওয়ার বৃদ্ধি করে যান তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন বলে আশাবাদী আমি। ধন্যবাদ ভাই আপনাকে আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

সেই আশায় পথ চলায়

 3 months ago 

খুবই বড় এমাউন্ট পাওয়ার আপ করেছেন। দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি ৩২৬ স্টিম পাওয়ার আপ করে নিজের অবস্থানকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন। এভাবে পাওয়ার আপ করে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

হ্যাঁ এভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা

Amake vote koren

 3 months ago 

নিজের একাউন্টের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনি আজকে বেশ বড় একটি পাওয়ার আপ করেছেন। এই পাওয়ার আপের মধ্যে দিয়ে আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। এই পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখলে যেকোনো টার্গেট পূর্ণ করতে পারবেন।

 3 months ago 

ঠিক বলেছেন আপনি

 3 months ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই প্লাটফর্মে স্থায়ী ভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি বেশ সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন।আপনি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন দোয়া করি। আজকে ভীষণ ভালো লাগতেছে আপনি আস্তে আস্তে নিজের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারেন দোয়া করি। আমরা পাওয়ার আপকে ভালবাসি।

 3 months ago 

সুন্দরবন মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66338.04
ETH 3306.77
USDT 1.00
SBD 2.69