নাটক রিভিউ || হাড় কিপটে || ৩৭ তম পর্ব

in আমার বাংলা ব্লগlast month


আজ - সোমবার

০২ আষাঢ়,১৪৩১ বঙ্গাব্দ
১৭ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



ঈদ মোবারক! হাই বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি ঈদের দিন আপনাদের বেশ দারুন কেটেছে। সবাই একসাথে আনন্দে ঈদ উদযাপন করুন এটাই কামনা করি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৩৭ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমরা আগে রিভিউ পড়ি, তারপর নাটকের এই পর্বটা দেখার চেষ্টা করি।


Screenshot_20240610-001437.jpg

স্ক্রিনশট: ইউটিউব


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ৩৭ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

গোল্লা তার মায়ের অংশ পাওয়ার জন্য মামার জমি জায়গা মাপা শুরু করেছে। এজন্য মামাতো ভাই বহর আলী তার প্রতি বেশ ক্ষিপ্ত। সে জমি জায়গা মাপছে এমন কথা বলে তার বাবাকে ডেকে এনেছিল বহর কিন্তু সেই জায়গায় নজর আলী এসে গোল্লাকে পায় নাই। তাই নজর আলী বহরকে আচ্ছা বকা দিয়েছে। এখন বহর গোল্লাকে খুঁজে বেড়াচ্ছে পথে পথে হঠাৎ পথে তার দেখা সেখানে সে গোল্লাকে জমির বিষয়ে কথা বলতে গোল্লা মোড় ঘুরিয়ে দিয়েছে। সে উল্টা বহরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় হারাধন মামা পাগল হয়ে গেছে মুসলমান কাউকে দেখলে দাউ দিয়ে কুপাতে যাচ্ছে। বহর জেনো সাবধানে থাকে। এতে বহর আলী বিশ্বাস করে ফেলল। সে কথা তার বাবাকে যে বলল। তার বাবা যেন সাবধানে থাকে আর দোয়া করে হারাধনের জন্য।


Screenshot_20240617_153819.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে শিবানির বিয়ে দেয়ার জন্য তার দুই মামা বেশি উঠে পড়ে লেগেছে। শিবানির বাবাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। মানুষের মাঝে তাকে পাগল সাব্যস্ত করেছে। শিবানী কেউ বেশ এটা সেটা আশ্বাস ও মিথ্যা কথা বলে মুখ দেখানোর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দুই মামা। এদিকে অলরেডি তাদের বাড়িতে ছেলের পক্ষের লোকজন এসে উপস্থিত। তাই রান্নাঘরে ভালো-মন্দ রান্না করার জন্য মামারা মাছ সহ আরো বেশ কিছু জিনিস এনে দিয়েছে।


Screenshot_20240617_153840.jpg

স্ক্রিনশট: ইউটিউব


বহর হারাধন কাকার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়গুলো গোপন করে দেখার চেষ্টা এবং তার বাবাকে পরবর্তীতে জানাবে, এমনই কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তাই তার বাবাকে সাবধান করেছে যেন হারাধন এর ধারে কাছেও না যায়। ওদিকে চুমকির দেওয়া টাকায় যেন গোঁফ দাড়ি কাটতে না যায়। নজর আলী বেশ টেনশনের মধ্যে পড়ে গেল, একদিকে গোল্লার জমি মাপা, আরেকদিকে বন্ধুর পাগল হয়ে যাওয়া। এদিকে ছেলেদের প্রেমিকারা যখন তখন আব্বা বলে ডাকা, বাড়ি এসে বসা এমনটাই চলতে রয়েছে।


Screenshot_20240617_153910.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে ঘরের মধ্যে হারাধন দত্ত আটকা রয়েছে। সে মুখে যা আসছে তাই বলে গালিগালাজ করছে এবং শিবানীর মামা দুইটাকে বধ করবে এ কথা বলছে। কিন্তু শিবাজীর মামারা খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যেন তারা তার পাগলামিতে কোন কিছু মনে না করে কারণ তাদের দিদি মারা যাওয়ার কারণে দুলাভাইয়ের এই অবস্থা। হয়তো যে কোন মুহূর্তে ঠিক হয়ে যাবে এখন কিছুটা উদমদ হয়ে উঠেছে। তবে মেয়ে দেখতে আশা লোকেরা কোন কিছুতেই কোন মনে করছে না শুধু তাদের ইচ্ছে মেয়েটা কখন দেখতে পারবে। এদিকে শিবানীর মামারা তাদের বোঝাচ্ছে খুব শীঘ্রই সীমানাকে সাজিয়ে গুছিয়ে তাদের কাছে আনবে।


Screenshot_20240617_154012.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে গোল্লা হঠাৎ এসে দেখতে পারে পাত্রপক্ষের লোকজন এখনো নাস্তা মুখে তোলেন। তাই সে তাদেরকে নিশ্চিত করে দিয়ে বলল তারা যেন নাস্তা খায় এবং শিবানির বাবাকে বুঝিয়ে বললে তিনি শুনবেন। গোল্লা পাত্রপক্ষের মানুষদের নিশ্চিত করে দিল। গোল্লার কথা বলার কৌশল এবং বুঝানোর কৌশলটা বেশ দারুন তাই সবাই তার কথা খুব সহজেই বুঝে যায়। সে কখন মিথ্যা বলে কখন চিটারি করে কেউ বুঝে উঠতে পারে না।


Screenshot_20240617_154034.jpg

স্ক্রিনশট: ইউটিউব


গোল্লা হারাধন দত্তের জানালার পাশে গেল। হারাধন দত্ত তার কাছে বেশ সহায়তা প্রদান চাইলো। প্রথমত তার কথা ছিল তাতে যেন ঘর থেকে উদ্ধার করা হয়। শিবানির মামারা তাকে আটকে রেখেছে। গোল্লা যদি তাকে ঘর থেকে বের করে দেয় তাহলে সে প্রথমেই তার মামা দুইটাকে বধ করবে। তবে গোল্লা কথাবার্তা সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে বুঝিয়ে দিল, হারাধন মামা যেন এটা নিশ্চিত থাকে পাগলের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এমন কথা শুনে হারাধন নিশ্চিত হলো তাই সে নিরবে শুয়ে থাকলো।


Screenshot_20240617_154051.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে নজর আলী কৃপণের বড় ছেলে আর চুমকি প্রেম করছিল গাছ তলায় বসে। গোল্লা আর শিবানির ভাই ভূপেন চুমকিকে খুঁজতে আসছিল। কারণ শিবানীকে তো সাজিয়ে দিতে হবে এমন মেয়ে লোক নেই। তুমি কি জানো সাজিয়ে দেয় সে আশায় আসতে পথে দেখল এরা দুইজন প্রেম করছে। তাই গোল্লা ওপেন কে পাঠিয়ে দিল হাজার হলেও চুমকির ভাসুর হচ্ছে গোল্লা তারা প্রেম করছে সে জায়গায় কি করে যায়। এরপর ভূপেন বিস্তারিত চুমকিকে বলল, চুমকি আনন্দের সাথে শিবানীকে সাজানোর জন্য চলে আসলো।


Screenshot_20240617_154146.jpg

স্ক্রিনশট: ইউটিউব


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটা নাটকের ৩৭ তম পর্বে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে, যেখানে শিবানী বিয়ে করতে চায় না কিন্তু তার মামারা সুন্দর কৌশলে এনে তাকে মুখ দেখানোর চেষ্টা পর্যন্ত সফল হয়েছে। এদিকে পাত্রপক্ষ তাদের বাসায় এসে উপস্থিত। শিবানীর মামারা কৌশল করে শিবানির বাবাকে পাগল সাব্যস্ত করেছে এবং ঘরের মধ্যে বন্দী করেছে। এই জায়গায় বেশ সুন্দর হাস্যরস সৃষ্টি হয়েছে নাটকে। হয়তো আগামী পর্বে আমার আর নতুন কিছু দেখতে পারব এবং আনন্দদায়ক অভিনয় খুঁজে পাবো। তবে এ নাটকের সবচেয়ে হাস্যরস ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে গোল্লা এসে। গোল্লা নাটকের নতুন মোড় সৃষ্টি করেছে পাশাপাশি শিবানীর দুই মামা তার সাথে যুক্ত হয়ে কাহিনী শুরু করেছে। এইজন্য নাটকের নতুন নতুন অভিনয় ও নতুন কিছু হবে সম্ভাবনা যেন দর্শক শ্রেনীকে উৎসাহিত করেছে নাটক দেখার প্রতি। আর নাটকের প্রত্যেকটা পর্যায়ে ঠিক এভাবেই সাজানো তাই সকলের কাছে বেশ জনপ্রিয় নাটকটা। আমি তো অনেক অনেকবার দেখেছি এই নাটক এখনো যেন দেখলে নতুন লাগে। তাই সুন্দর এই অভিনয় গুলো শেয়ার করতে আপনাদের মাঝে রিভিউ শুরু করেছি। আশা করব সুযোগ করে আপনারা এই পর্ব দেখবেন।


ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ভাইয়া আপনার হারকিপটে নাটক রিভিউ টা আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে এ নাটকটা রিভিউ করে আমাদের মাঝে উপস্থাপন করেন। কে বেশ দারুন ভাবে ৩৭ তম পর্ব শেয়ার করেছেন আপনি। আপনার এ নাটক রিভিউ দেখে অনেক ভালো লাগলো। বেশ আনন্দদায়ক একটি অভিনয় ছিল এই পর্বে।

 last month 

বেশি দারুন মন্তব্য করেছেন।

 last month 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকটার ৩৭ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। এই নাটকটার বেশিরভাগ পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। নাটকটির কাহিনী কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। এই নাটকটার মধ্যে হাস্যকর ব্যাপারও রয়েছে। সেই সাথে শিক্ষনীয় বিষয়ও রয়েছে। সব মিলিয়ে নাটকটা অনেক সুন্দর। গোল্লা দেখছি এই নাটকের মধ্যে নতুন মোড় সৃষ্টি করেছে। এখন দেখা যাক এরপরে কি হয়। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।

 last month 

আপনার মন্তব্য বেশ সন্তোষজনক ছিল।

 last month 

এখানে শিবানির ছেলে দেখার মূহূর্ত টা এবং হারাধন দওকে পাগল সাজানোর মূহূর্তটা বেশ হাস‍্যকর ছিল হা হা। তবে শেষমেশ পাএপক্ষ শিবানীকে ঠিকই দেখে যায় গোল্লার বুদ্ধিতে। আর অন‍্যদিকে গোল্লা রীতিমতো নিজের মায়ের ভাগের জমি মাপা শুরু করেছে। বেশ দারুণ করেছেন নাটকের রিভিউ টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

একদম ঠিক বলেছেন ভাইয়া।

 last month 

গ্রামীণ এরকম নাটকগুলো আমি আগে বেশি দেখে থাকতাম তবে এখন খুব একটা দেখা হয় না। কিন্তু আমার কাছে রিভিউ পোস্ট এর মাধ্যমে ভালোই লাগে রিভিউ পড়তে। অনেক সুন্দর একটি নাটক এটি। যে নাটকটার অনেকগুলো পর্বের রিভিউ আমি পড়েছি। কয়েকটা পর্ব হয়তো বাদ গিয়েছে কিন্তু বেশিরভাগ পর্বের রিভিউ পড়া হয়েছে আমার। তেমনি আজকে শেয়ার করা এই পর্বটার রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। সবার এত সুন্দর অভিনয় দেখে খুব ভালো লেগেছে। এই নাটকটার মধ্যে হাস্যকর বিষয়ও রয়েছে।

 last month 

হ্যাঁ ভাই এ যত নাটক গুলো আমার ভালো লাগে।

 last month 

বেশ দুর্দান্ত নাটক রিভিউ করেছেন আপনি। হাড় কিপটে নাটকটি বেশ অসাধারণ। এই নাটকটি অনেক গুলো পর্ব আমি দেখেছি। নাটকের পর্বগুলো বেশ ভালো লেগেছে আমার। আজকের পর্ব বেশ দারুণ। আজকের পর্বে সমাজের বাস্তবতার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এত চমৎকার নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67383.45
ETH 3525.45
USDT 1.00
SBD 2.70