২০২৩ সালের একুশে ফেব্রুয়ারি উদযাপন এর স্মৃতি

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ২০২৩ সালের ২১ শে ফেব্রুয়ারি উদযাপনের আলোক চিত্র নিয়ে। আশা করব এই পোষ্টের মধ্য দিয়ে বেশ অনেক কিছু জানতে পারবেন।

IMG_20230221_083900_0.jpg


ফটোগ্রাফি সমূহ:


আমরা স্বাধীন মুসলিম বাঙালি জাতি। বিশ্বের বুকে আমাদের একটি পতাকা রয়েছে। দীর্ঘ যুদ্ধের পর দেশ স্বাধীন এবং এই পতাকা অর্জন। তবে তার পূর্বে মুখের ভাষাকে স্বাধীন রূপ দিতে 1952 সালে একুশে ফেব্রুয়ারি দেশের হাজার হাজার ছাত্র রাজপথে নেমেছিল। অনেক ছাত্ররা প্রাণ বিলিয়ে দিয়েছিল ভাষা রক্ষার্থে। তাই সেই সমস্ত ভাষা শহীদদের সম্মানার্থে এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সারা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালির আয়োজন করা হয়। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় রফিক রফিক জব্বার এর মত নাম না জানা আরো ভাষা শহীদদের। আর ওই ১৯৫২ সালের ইতিহাস যেন সকল ছাত্র-ছাত্রীরা জানতে পারে দেশের প্রতি শ্রদ্ধাবোধ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারে তাদের বিবেকে তাই ঐ দিনকে কেন্দ্র করে বক্তব্যের আয়োজন করা হয়। আর এভাবেই সারাদেশে এমনকি বিশ্বের অনেক রাষ্ট্রেই ভাষা দিবস পালন করা হয় শ্রদ্ধার সাথে। আমার শিক্ষাগত জীবনে ২০২৩ সালে ছাত্রছাত্রীদের নিয়ে এই দিনটি উদযাপন করেছিলাম। আর তারে কিছু চিত্র এখনো রয়ে গেছে আমার মোবাইলে ও ল্যাপটপে।

IMG_20230221_083705_6.jpg

IMG_20230221_083708_5.jpg

IMG_20230221_083717_8.jpg

IMG_20230221_083722_6.jpg


আজকে হঠাৎ মোবাইলের দিকে তাকিয়ে ভাবলাম অনেকদিন ভিন্ন জাতীয় পোস্ট শেয়ার করা হয় না। এমনকি পোস্ট বা ছবি আমার মোবাইলে বা ল্যাপটপে রয়েছে একটু দেখি এবং ভিন্নতা নিয়ে আসি। এমন ভাবতে ভাবতে হঠাৎ শিক্ষকতা জীবনের এই ছবিগুলো চোখের সামনে আসলো। লক্ষ্য করে দেখলাম আমার সেই স্নেহের ছাত্র ছাত্রী এবং যাদের সাথে শিক্ষকতা করতাম তাদের সাথে থাকা অনেক ছবি রয়েছে আমার মোবাইলে ও ল্যাপটপে। তাই ভাবলাম একুশে ফেব্রুয়ারি উদযাপনের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে। ২০২৩ সালে একুশে ফেব্রুয়ারি উদযাপনের মুহূর্তে আমরা বেশ সুন্দর কর্মসূচির আয়োজন করেছিলাম। যেখানে সকলে সকল ছাত্র-ছাত্রী স্কুলে উপস্থিত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে একটি রেলি বের করব পাশের গ্রাম এর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। তাই দিনটা উদযাপনের জন্য সুন্দর একটি ব্যানার তৈরি করে নিয়ে আসা হয়। এই ব্যানারের মাধ্যমে যেন ছাত্রছাত্রীরা বুঝতে পারে এই দিনের মূল্য। তারা যেন আরো বুঝতে পারে ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই মাতৃভাষা।

IMG_20230221_083731_1.jpg

IMG_20230221_083755_2.jpg

IMG_20230221_083856_9.jpg

IMG_20230221_083903_8.jpg

IMG_20230221_083349_8.jpg


ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা যখন রাস্তায় উপর র‍্যালি সাজালাম। তখন বাজারের লোকজন আমাদের পানে তাকিয়ে। বেশ অবাক হয়েছিল অনেক মানুষ। বিদ্যালয়ের প্রথম একুশে ফেব্রুয়ারি উদযাপন র‍্যালি মাধ্যমে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা এই দিন সম্পর্কে তেমন কিছু জানতো না, আমাদের এই কর্মসূচির মাধ্যমে বেশ ধারণা পেয়েছিল। তাদেরকে পূর্ব অবগত করা হয়েছিল এই দিনের আগে পরে দেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে। অনেক ছাত্র ছাত্রীর এই দিন সম্পর্কে তেমন কিছু জানা ছিল না। তবে সুন্দরভাবে দিনটা উদযাপন করার মধ্য দিয়ে তারা বেশ ধারণা পেয়েছিল। এদিকে আমাদের ছাত্র-ছাত্রীরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বেশ অনেক ছোট ছোট কার্ড তৈরি করে এনেছিল। সবাইকে বলে দেয়া হয়েছিল যে যার মত বাড়িতে দিনটা উদযাপন সম্পর্কে বলবা যেন তোমাদের এমন কিছু ব্যানার বা কার্ড তৈরি করে দেয়। ছাত্র-ছাত্রীরা সেই সমস্ত কার্ডগুলো এনেছিল এবং তা হাতে করে এই র‍্যালিতে অংশগ্রহণ করে। যখন আমাদের এই কর্মসূচি চলছিল পাশের গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করেছিলাম এই দেখে গ্রামবাসী বেশ অবাক হয়েছিল। তারা ভেবেছিল এত সুন্দর কার্যক্রম সহজে করা যায় না। আমরা এত সুন্দর ভাবে সবাইকে বুঝিয়ে শিখিয়ে রাস্তায় নিয়ে এসেছি। হয়তো এভাবেই এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুশিক্ষা গ্রহণ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।

IMG_20230221_083538_6.jpg

IMG_20230221_083549_6.jpg

IMG_20230221_083552_3.jpg

IMG_20230221_083606_0.jpg


দিনটি উদযাপনের জন্য শুধু ছাত্রছাত্রীরা না তাদের অভিভাবকরাও বেশ উৎসাহিত ছিলেন। কারণ এখানে অনেক সচেতন অভিভাবক রয়েছে যারা লেখাপড়া করেছেন এবং জানেন। তাই তারা এমন সুন্দর আয়োজনকে বেশি প্রত্যাশা করেন। নিজের সন্তানদের পাশাপাশি তারাও বেশ অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন আমাদের মাঝে। একুশে ফেব্রুয়ারীর ব্যানার ধরে তারাও ফটো সেলফি ওঠার চেষ্টা করেছিলেন নিজেদের ফেসবুকে শেয়ার করার জন্য। আর এভাবেই আমরা দিনটা খুব সুন্দর ভাবে উদযাপন করেছিলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। পরবর্তীতে এদিনের বিশেষ বিশেষ কার্যক্রম সম্পর্কে আরো শেয়ার করা হবে।

IMG_20230221_092027_142.jpg

IMG_20230221_091758_768.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়কেনাকাটা
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

মাতৃভাষা দিবস উদযাপনের সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই পোস্ট দেখার মধ্য দিয়ে জানতে পারলাম ২০২৩ সালে কিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছিলেন স্কুল থেকে। বড়দের কার্যক্রমের মধ্য দিয়ে ছোটরা জানতে পারে এবং শিখতে পারে। হয়তো আপনাদের জন্যই ছাত্রছাত্রীরা অনেক কিছু বুঝতে পেরেছিল এই দেশ সম্পর্কে এবং এই দিনের গুরুত্ব সম্পর্কে।

 yesterday 

আসলে দিনটা অনেক সুন্দর ছিল। ওই দিনে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমরা প্রভাত ফেরীতে গিয়েছিলাম যার কারণে ছাত্র-ছাত্রীরা অনেক বেশি মজা পেয়েছিল। একই সাথে যেহেতু আমরা অনেক শিক্ষক সেই প্রবাদ ফেলিতে অংশগ্রহণ করেছিলাম তাই সেটা আরও বেশি সুন্দর হয়েছিল।

 19 hours ago 

আমাদের জীবনের মাঝ থেকে যেই দিনটা পার হয়ে যায় সেটাই অতীত হয়ে দাড়াই। গতবছরের একুশে ফেব্রুয়ারি উদযাপনের স্মৃতি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাই। ছোট ছোট বাচ্চারা একই রকম ড্রেস পরে রাস্তা দুই দিকে হেঁটে যাওয়ার বিষয়টা খুবই সুন্দর লাগছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64261.31
ETH 2787.80
USDT 1.00
SBD 2.66