নাটক রিভিউ || হাড় কিপটে || ৩৬ তম পর্ব

in আমার বাংলা ব্লগlast month


আজ - সোমবার

২৭ জ্যৈষ্ঠ,১৪৩১ বঙ্গাব্দ
১০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৩৬ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন নাটক রিভিউ শুরু করি এবং নাটকটা দেখে হাস্যরস অভিনয় উপভোগ করি।


Screenshot_20240610-001437.jpg

স্ক্রিনশট: ইউটিউব


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ৩৬ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

গোল্লা শিবানীদের ঘরের দাওয়ায় বসে শিবানীর বাপ অর্থাৎ হারাধন দত্তের নামে কেস করার জন্য উস্কানি দিয়েছিল শিবানীর দুই মামার কাছে। সেই থেকে গোল্লা শিবানীর চোখের বিষ। তাই বিভিন্ন কৌশল মাথায় রেখে গোল্লা তার বাড়িতে আসে। সে শিবানীকে বোঝাতে চাই তাদের হারাধন মামা নাকি পাগল হয়ে গেছে, মাথায় সমস্যা হয়েছে, তাই সে দেখতে চাই। কিন্তু গোল্লার এমন কৌশল করে হারাধানের বাড়ির সীমানায় প্রবেশ করার মধ্যে অবশ্যই রয়েছে কোন এক মতলব, এটা অবশ্যই শিবানী বুঝে ফেলল। আর এই জন্য শিবানী ঘরের আঙিনা থেকে ঝাঁটা বের করে গোল্লাতে তাড়া করলো। গোল্লা দৌড়ে পালিয়ে গেল আবার ঝাঁটাটা ফেরত দিতেও বাড়ির ভিতরে প্রবেশ করল, এতে বেশ সুন্দর একটি হাস্যরস অভিনয় সৃষ্টি হয়েছে।


Screenshot_20240610-000824.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে বহর আলী বেশ আতঙ্কে রয়েছে গোল্লা তাদের বাড়ির সীমানা নড়ি দিয়ে মাপ ছিল দেখে। কারন সে তার মামার কাছে মুখ ফুটে কোন কিছু না বললেও বহরকে বেশ ভয় দেখিয়ে থাকে মায়ের জমির ভাগ নিয়ে। তাই পথের মধ্যে বহর আলী তার আব্বাকে পিছু ডাকলো। এদিকে নজর আলী কৃপণ বড় ছেলের প্রেমিকা চুমকির কাছ থেকে ১০ টাকা পাওয়ায় আনন্দে গফ দাড়ি কাটতে চলেছে চাকমোহন বাজারে। কিন্তু মেজো ছেলের মুখে এমন কথা শুনেছে বাড়ি ফিরে আসলো কিন্তু এসে দেখে গোল্লার কোন খবর নেই। তাই সে গোল্লার উপর বেশ চড়াও হয়ে গেল আবার মেজো বেটার উপর অনেক রাগ করলো। দিনে দিনে তার মেজ ছেলে জেনো চোখের বিষ হতে শুরু করেছে।


Screenshot_20240610-000932.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে ছোট ছেলের প্রেমিকা রেশমা হঠাৎ করে নজর আলী কৃপণের বাড়িতে এসে উপস্থিত। নজর আলী কৃপণের পরিবারের সাথে বেশ গল্প গুজবে মেতে উঠেছে। এমন অবস্থায় হঠাৎ ঘরের মধ্যে থেকে বের হয়ে নজর আলী তাদের সামনে উপস্থিত এবং বেশ অপমানজনক কথাবার্তা বলা শুরু করল মেয়েটাকে। তবে একটা বিষয় জানতে চাইলো মেয়েটার কাছে তা হচ্ছে তার বাবা কি জমি কেনার বিষয়ে তার কাছে কোন কিছু বলেছে কিনা। অর্থাৎ রেশমার বাবা নজর আলী কৃপণ এর কাছে জমি বিক্রয় করে এবং সেই টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া শিখায় ডাক্তারের পড়া শেখায়। তাই নজর আলীর মনের মধ্যে একটাই চিন্তা খেলছিল যে হয়তো মেয়েটাকে পাঠিয়েছে জমি কেনার টাকার জন্য। কিন্তু তেমন কোন বিষয় না থাকাই বেশ রাগ হলো নজর আলীর। রেশমা মূলত এসেছিল প্রেমিকের মায়ের সাথে দেখা করতে এবং তাদের বাড়িতে যাওয়ার কথা বলতে।


Screenshot_20240610-001039.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে গোল্লা আর ভূপেন দুইজন মিলে বেশ আলোচনা করছিল নতুন ফাদ পাতার। এর আগে ভূপেন চাকমোহন বাজারে গেছিল ছেলের সন্ধানে কারণ শিবানী এর বিয়ের পাত্র খুঁজতে হবে। আর সেই বিষয়টাকে কেন্দ্র করে গোল্লা নতুন ষড়যন্ত্র সৃষ্টি করেছে ভূপেনের দুই মামা কে কাজে লাগিয়ে। এরা গোপনে পাত্রপক্ষকে আসতে বলেছে শিবানীর মুখ দেখার জন্য। কিন্তু ভুল করে ভূপেন তার বাবাকে বলেনি। আর এই বিষয়টা কেমন দৃষ্টিতে ভূপেনের বাবা নিবে সেটা ভেবেই ভয় পাচ্ছিল ভুপেন। তবে গোল্লা তাকে বেশ সুন্দর সান্ত্বনা দিয়েছিল। সে বলেছিল তাদের দুই মামা বিষয়টা ম্যানেজ করে নিতে পারবে।


Screenshot_20240610-001105.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে দেখা যায় পাত্রপক্ষ ঠিকই এসে উপস্থিত হয়ে গেছে হারাধন দত্তের বাড়িতে। কিন্তু হারাধন দত্ত তাদের বলছিল গ্রামে অন্য কোন হারাধনের ছেলেমেয়ে রয়েছে বিয়ের উপযুক্ত, তার কোন ছেলেমেয়ে বিয়ের উপযুক্ত নেই। তারা যেন বাড়ি ছেড়ে চলে যায়। এমন মুহূর্তে হারাধনের দুই কুটুম এসে উপস্থিত। তারা বলেছিল এটাই হারাধন দত্তের বাড়ি। বেশ কিছুদিন হারাধন দত্ত পাগল হয়ে গেছে বউ মরার কারণে। তারা আরও সুন্দর করে অতিথিদের বুঝিয়ে বলল যেন হারাধন দত্তের কথায় কোন কিছু মনে না করে। আর এভাবেই তারা সুন্দর একটি ফাঁদ সৃষ্টি করেছে যেন শিবানীকে বিয়ে দেওয়া হয়। হারাধন দত্তে যখন প্রতিবাদ করতে গেল তখন দুই কুটুমের মধ্য থেকে একজন তাকে কোলে তুলে নিয়ে ঘরের মধ্যে আটকে দিল। তাহলে বোঝাই যাচ্ছে কত সুন্দর ভাবে গোল্লা নতুন ফাদ সৃষ্টি করেছে। অর্থাৎ গোল্লা আসার পর একের পর এক সুন্দর সুন্দর অভিনয়ের সৃষ্টি করেছে।


Screenshot_20240610-001137.jpg

স্ক্রিনশট: ইউটিউব


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটে নাটকের এই পর্বে অভিনয়ের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। কারণ দেখা যায় গোল্লা খুব সুন্দর কৌশল চেলেছে। আর এই কৌশলের জালে ধরা পড়েছে হারাধন দত্ত। যেখানে শিবানীর বিয়ে দেয়ার কোন নামগন্ধই নেই। গোল্লা আজ শিবানীর দুই মামাকে হাতে করে বিয়ের বিষয়টা পাকা করে তুলেছে। শিবানীকেউ কৌশল করে মুখ দেখানোর রাজি করতে সম্ভব হয়েছে। এদিকে গোল্লা লেগে পড়েছে মামার অংশে ভাগ বসানোর জন্য। ওদিকে নহর বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে, দেখা যাচ্ছে তার প্রেমিকা চুমকি নজর আলীর বাড়িতে এসে উপস্থিত। আর এভাবেই শুরু হয়েছে হারাধন দত্ত ও নজর আলী কৃপণের নতুন সমস্যা। তবে এই সমস্ত হাস্যরস ও কৃপণদের মানসিক উত্তেজনার মধ্যে রয়েছে অন্যরকম নাটকের শ্রেষ্ঠ অভিনয়। যেখানে আমাদের মত দর্শকদের জন্য রয়েছে প্রাণ খুলে হাসির এক সুকৌশলী অভিনয়। এই নাটকের সবার অভিনয় নিজ নিজ স্থান থেকে বেশ দারুন ছিল। আমার কাছে তো অন্যান্য পর্বের তুলনায় এই পর্বটা অনেক ভালো লেগেছে।


ব্যক্তিগত রেটিং:

৮.৫/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দেখতে দেখতে নাটকটির ৩৬টি পর্ব শেয়ার করেছেন। এই নাটকটি আমি দেখেছিলাম ইউটিউবে। দারুন একটি নাটক। আর আপনি কিন্তু পর্ব ভিত্তিক দারুন রিভিউ শেয়ার করছেন। আজকের পর্বটিও বেশ মজার ছিল। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে নাটকটির রিভিউ করার জন্য।

 last month 

হাড়কিপটে নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে হাড়কিপটে চমৎকার একটি হাসির নাটক। আর এরকম নাটক গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। এবং মাঝেমধ্যে হাড়কিপটে নাটকের বিভিন্ন পর্বগুলো আমি দেখে থাকি। হাড়কিপটে নাটকের ৩৬ তম পর্বের চমৎকার একটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

হার কিপটে বাংলা নাটকের এক অন্যতম নাটক যা এখনো সবার পছন্দের প্রথমে রয়েছে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে প্রতিটি পয়েন্ট উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month (edited)

অনেক জনপ্রিয় একটি নাটকের রিভিউ দিয়েছেন ভাইয়া। হারকিপটে নাটক আমি সবগুলো পর্বই অনেক আগে দেখেছিলাম। আজ ৩৬ তম পর্বের রিভিউ দিয়েছেন যা পড়ে বেশ মজা পেলাম।

 last month 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে

 last month 

আজকে আপনি এত সুন্দর করে হাড় কিপটে নাটকটার ৩৬ তম পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে, আমার কাছে পুরো রিভিউটা পড়তে অনেক বেশি ভালো লেগেছে। এখানে গোল্লা নতুন কৌশল চেলেছে বলে নতুন কিছু হবে এটা বুঝতে পারলাম। এখন এই নাটকের পরবর্তী পর্বে কি হবে এটা দেখার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব তাড়াতাড়ি আপনি এই নাটকের ৩৬ তম পর্বের রিভিউ শেয়ার করবেন। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে এই হাড় কিপটে নাটক আমি অনেক আগে দেখেছিলাম তবে এই নাটকে মোশারফ করিমের অভিনয়ে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আশা করছি আপনি প্রত্যেকটি পর্ব পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ মোশারফ এর অভিনয় সবারই ভালো লাগে

 last month 

দেখতে দেখতে আপনি হাড় কিপটে নাটকের ৩৬ তম পর্ব শেয়ার করে ফেললেন। এই পর্বে শিবানীর জন্য পাত্র দেখতে আসে কিন্তু সেটা শিবানী এবং ওর বাবা জানে না। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে শিবানির মামাদের কাহিনী গুলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 last month 

হ্যাঁ মাঝখানে এক সপ্তা কিন্তু বাদ গেছে।

 last month 

অনেক ছোটবেলায় আমি হাড় কিপটে নাটকটি দেখেছিলাম। নাটকের সব গুলা পর্ব আমার দেখা হয়নি তবে যেগুলা পর্ব দেখেছি সবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকটি অনেক হাস্যকর মজার নাটক। নাটকের চরিত্রে যারা অভিনয় করছে তাদের অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আপনি হাড় কিপটা নাটকের ৩৬ তম পর্ব রিভিউ করে ফেললেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য।

 last month 

আশা করি সুযোগ করে দেখার চেষ্টা করবে।

 last month 

জ্বি ভাই চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52