স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || যন্ত্রণার পাহাড়

in আমার বাংলা ব্লগ4 days ago


০৪ আষাঢ়,১৪৩১ বঙ্গাব্দ
১৯ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ


Picsart_24-06-19_15-25-10-214.jpg

Selfie device: Huawei P30 Pro-40mp
What3words location, Dhaka jahangirnagar

Photo editing by picsart app

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম


হ্যালো বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকের পোষ্টের বিষয় স্বরচিত কবিতা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি বিরহের কবিতা নিয়ে। আশা করি আমার লেখা এই বিরহ মূলক কবিতাটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে কিছুটা আবেগি মন নিয়ে কবিতাটি আবৃত্তি করি।


কবিতা:

যন্ত্রণার পাহাড়

মোঃ নাজিদুল ইসলাম (সুমন)

যে বুকে তোর ঠাই দিয়ে দেখি

মিথ্যে ভাগ্য রেখা
সে বুকে আজ যন্ত্রণার পাহাড়
আর হবেনা দেখা।

দেখেছি স্বপ্ন দীর্ঘ দিন ধরে
বেসেছি কত ভালো
উঠেছিল ঝড় মনের গগণে
নিভিয়ে গেছে আলো।

নেই তুমি আজ হৃদয় জুড়ে
হারিয়েছি স্বপ্ন আশা
কত নিঠুর ভাগ্য নিয়তি
কেড়েছে ভালোবাসা।

তোমারই জন্য হৃদয় কাঁদে
মানব অগো চরে
তিলে তিলে যন্ত্রণার পাহাড়
কেঁদে কেঁদে শুধু মরে।

কষ্ট হয়না পাথর হৃদয় আজ
শুধু তোমায় মনে পড়ে
তুই ছিলে আমার আত্মার আত্মা
ছোট্ট এ অন্তরে।

বলতে পারি না কারোর কাছে
আমার অনুভূতি
তুমি ছিলে মনের চিরসাথী
হৃদয় আঙ্গিনার বাতি।

এক যন্ত্রণার পাহাড় নিয়ে ঘুরি
কান্দি অগোচরে
যখন তোর মধুর স্মৃতিগুলো
আর্তনাদে মরে।

হতাশ জীবনে নিরাশ মন
তোমায় খুজে সারা জীবন।
সবখানে শুধু তোমায় দেখে
দৃষ্টি মিলে দুই নয়ন।

হয়তো নতুন জীবনে পদার্পণ
তবুও এ পোড়ামন।
ভুলতে পারেনা মিছে আশায় স্বপ্ন
তিলে তিলে মরে এখন।


সমা
প্ত


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

অনুভূতি প্রকাশ:



মিথ্যে ভালোবাসার এই দুনিয়ায়,দীর্ঘদিনের ভালবাসা এক নিমিসেই নষ্ট হয়ে যায়। হারিয়ে যায় স্বপ্ন ঘুম ভাঙ্গা জাগরণের মতো। মনে হয়ে যায় হতাশ যখনই দেখে কালবৈশাখের ঝড়ে ভেঙে যাওয়া লন্ডভন্ড হৃদয় অরণ্য। ঠিক তেমনি এক অনুভূতি মনের বারান্দায় বিরাজমান। যে মনের ঘরে কেউ নিয়ে ছিল ঠাই। দীর্ঘদিন হয়ে গেল তার দেখা এখন আর নাই। তবুও স্মৃতিগুলো যে কোন মুহূর্তে মনে এসে যায় আর নীরবে কাঁদায়। আর সেই কান্নার অনুভূতি থেকে সৃষ্টি আজকের কবিতা।


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আমার কবিতাটি কেমন লেগেছে? কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

বর্তমান সময়ে প্রকৃত ভালোবাসা খুবই কম খুঁজে পাওয়া যায়। বর্তমান সময়ে সব মিথ্যে ভালোবাসায় ডুবে গিয়েছে। আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি ধারাবাহিকভাবে কবিতার প্রতিটি লাইন সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।

 3 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপনি অনেক সুন্দর বিরহের কবিতা লেখেন। আজকের লেখা কবিতাটি চমৎকার হয়েছে। প্রকৃত ভালোবাসার মধ্যে হাজারো ঝগড়া দুঃখ কষ্ট আসলেও ভালোবাসাটা টিকে থাকে। কিন্তু মিথ্যা ভালোবাসা হালকা বাতাসেই মনে হয় শেষ হয়ে যায়। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 days ago 

বেশি দারুন মন্তব্য করেছেন

 4 days ago 

বাহ! অসাধারণ একটি ছন্দময় কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। প্রতিটা লাইন খুবই চমৎকার ছন্দময় ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার মন্তব্য পড়ে খুশি হলাম

 4 days ago 

যন্ত্রণার পাহাড় নামক কবিতাটি আপনি এত সুন্দর করে সাজিয়ে লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার লিখা কবিতা অসাধারণ হয়েছে ভাইয়া। এই কবিতার লাইনগুলো যেমন দারুন ছিল তেমনি আপনার কথাগুলো অসাধারণ ছিল।

 3 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।

 4 days ago 

আপনার স্বরচিত বিরহ কবিতা যন্ত্রণার পাহাড় পড়ে খুব ভালো লাগলো। সত্যি আপনার কবিতা বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে এই লাইনগুলো খুবই অসাধারণ হয়েছে।

নেই তুমি আজ হৃদয় জুড়ে
হারিয়েছি স্বপ্ন আশা
কত নিঠুর ভাগ্য নিয়তি
কেড়েছে ভালোবাসা।

তোমারই জন্য হৃদয় কাঁদে
মানব অগো চরে
তিলে তিলে যন্ত্রণার পাহাড়
কেঁদে কেঁদে শুধু মরে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 days ago 

আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো কবিতা লেখায় উৎসাহ দিল।

 3 days ago 

দারুন বিরোহ মূলক কবিতা লিখেছেন ভাইয়া।এই বুকে ঠাঁই দিয়ে দেখি ভাগ্য রেখা মিথ্যে এখন বুকে শুধু যন্ত্রণার পাহাড় দারুন লেগেছে কবিতার লাইনে গুলো।খুবই চমৎকার ভাবে গুছিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50