পুকুরে কাজ করার মুহূর্তের ভিডিও

in আমার বাংলা ব্লগ7 days ago


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম এক পুকুর থেকে আরেক পুকুরে পানি দেওয়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছিল, তার ভিডিও নিয়ে। পাশাপাশি আমাদের পুকুর পাড়ের বেশ কিছু দৃশ্য লক্ষ্য করবেন এই ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

IMG_20240123_165520_2.jpg


ফটো ও ভিডিওগ্রাফি:


শীতের সময় আসলে পুকুর সংস্কারের কাজ বেড়ে যায়। এজন্য পুকুরের আশেপাশে যত বন জঙ্গল সব দূর করতে হয়, এক পুকুর থেকে আরেক পুকুরের মাধ্যমে অথবা পাইপযোগে পুকুরে দেওয়া হয়। কিছু কিছু পুকুর রয়েছে যেগুলোতে পাঙ্গাস চাষে ফেলতে হবে ফাল্গুন চৈত্র মাসে, তার পূর্বেই সেই পুকুরগুলো খুব সুন্দর ভাবে মেরামত করে নিতে হয়। আর ঠিক এভাবেই আমাদের অঞ্চলে পুকুর গুলোর কার্যক্রম শুরু হয়ে যায়। ঠিক তেমনি আমাদেরও পুকুরগুলো মেরামত করতে হয়। সকল দিক থেকে একদিকে চারিপাশের আগাছা দমন মাঝেমধ্যে কিছু পুকুর খনন আবার কিছু পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা। আর এভাবেই দীর্ঘদিন একটানা কাজ চলতে থাকে পুকুরগুলোতে। ঠিক তেমনি আমাদের বড় পুকুরটাতে এবার পাঙ্গাস মাছ ছিল। যার জন্য পুকুরের পানি দূর করতে পারিনি, মেরামত করতে পারিনি, বরঞ্চ শীতের সময় পুকুর গুলো শুকিয়ে যায় অনেক। তাই পানি দেওয়ার ব্যবস্থা করার জন্য লেবার নেয়া হয়েছিল। মাটি খনন করে এক পুকুর থেকে আরেক পুকুরে পাইপ যোগে পানি দেওয়ার জন্য। আর সে কাজের মুহূর্তে পুকুরপাড়ের কিছুটা দৃশ্য ভিডিও ধারণ করেছিলাম এভাবে।

IMG_20240306_181618_5.jpg

Photography device: Infinix hot 11s
location



ভিডিওটি ওপেন করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই একজন চাচা মাটি খনন করে পাইপ সেট করছেন। আমাদের মোটরের পাইপ থেকে পানি উত্তোলন করে প্রথম পুকুরে দেওয়া হয়। আর সেই পানি এক পুকুর লোড করে আরেক পুকুর, আরেক পুকুর থেকে আরেক পুকুরে এভাবেই পানি নামানো হয়। উপরের বাউরি দিয়ে প্লাস্টিক পাইপে পানি দেওয়া যায় কিন্তু সেটা বেশ ব্যয়বহুল এবং প্লাস্টিক পাইপগুলো বেশিদিন টেকে না। তাই এটা সহজ মাধ্যম। পুকুর ভাটিয়ে আরেক পুকুরে পানি দেওয়া। আর এভাবে ভাটানো টা নিচে পাইপ বসিয়ে দিলে খুব সহজে সম্ভব। পাশাপাশি পুকুরগুলো এক লেভেলে পানি রাখা যায়। এতে দেখা যায় কোন পুকুরের পানি কমছে না। নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে এভাবে মাটির নিচ দিয়ে পুকুর থেকে আরেক পুকুর পাইপ সংযোগ রাখতে হয়। একদিকে আমরা মোটর চালিয়ে সামনের পুকুর গুলো লোড করছিলাম এদিকে আঙ্কেল মাটি খনন করছিলেন। প্রায় দুই রাত দুই দিন উপরে পুকুরগুলো পানি লোড করা হয়ে গেছে। এরপরে এই জায়গা খনন করে পানি দ্রুত নামিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে নিজেদের পরিমাণ মতো পানি বজায় রাখবো যেন মাছের উপযুক্ত ও পর্যাপ্ত পরিমাণে পানি রাখা যায়।

Video device: Infinix hot 11s
location



আর এভাবে আঙ্কেলের কার্যক্রম দেখার মুহূর্ত এবং আমাদের পুকুরের কিছু দৃশ্য একই ভিডিওর মধ্যে সংযুক্ত করেছি। তবে এই ভিডিওটা ছিল শীতের পরের সময়ের যখন পুকুর সংস্কারের কার্যক্রম চলে। আশা করব আমার এই ভিডিওটা দেখে মোটামুটি কিছুটা হলেও ধারণা পেয়েছেন আমাদের অঞ্চলে কিভাবে পুকুরগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং পুকুর সংস্কার করা হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকের সুযোগ সুবিধা সৃষ্টি হবে ধারণা পাওয়ার। কারণ অনেকেই রয়েছে মাছ আবাদ করে থাকেন কিন্তু যথার্থ পানির ব্যবস্থা না থাকায় মাছ চাষে খুব ঝামেলার শিকার হতে হয়। তবে এই ভিডিওটা দেখে কিছুটা ধারণা পেয়েও হয়তো নিজের সুবিধামতো ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

IMG_20240301_105151_3.jpg
Photography device: Infinix hot 11s
location



গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়পুকুরে পানি দেয়ার ব্যবস্থা
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আসলেই এই ভিডিও গুলো দেখে মাছ চাষ করার ক্ষেত্রে অনেকেই ধারণা পাবে। আপনি পুকুরের কাজ করার মুহূর্তে ভিডিওগ্রাফি ধারণ করেছেন দেখে ভালো লাগলো। পুকুরটা তো দেখছি অনেক বড়। ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি টা দেখে। ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

হ্যাঁ আমিও মাঝেমধ্যে শেয়ার করব।

 7 days ago 

খুব সুন্দর হয়েছে পুকুরে পানি দেওয়া মুহূর্তের ভিডিওগ্রাফিটি। পুকুর আসলে কমবেশি সবার ভালো লাগে। এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুকুরে মাছ চাষাবাদের আর কোন সমস্যা হয় না চাষীদের। ভিডিওগ্রাফি টি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন

 7 days ago 

পুকুরের ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া আসলে অনেকদিন পুকুরে যাওয়া হয়নি পুকুরের সৌন্দর্য যেন অনেক বৃদ্ধি পেয়েছে বর্ষাকালে। আপনার এ পোষ্টের মাধ্যমে আমাদের পুকুরটা আবার দেখা হয়ে গেল ধন্যবাদ আপনাকে আমাদের পুকুরের সৌন্দর্য সবার মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

ভাইয়া আপনার পুকুরে কাজ করার একটি ভিডিওগ্রাফি দেখে আমি মুগ্ধ। আমি গ্রাম পুকুর ও প্রকৃতির অপরূপ দেখতে অনেক ভালোবাসি।আজ আপনার ভিডিওগ্রাফিটির মাধ্যমে পুকুর ও আপনাদের গ্রামের কিছু অংশ দেখতে পেলাম। দেখে বুঝতে পারলাম আপনাদের গ্রাম ও তার আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর। মনে হচ্ছিল যেন এখনি চলে যাই সেই প্রকৃতির মাঝে।

 4 days ago 

আশা করব এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন

 6 days ago 

আপনার পোস্টগুলো থেকে মাঝে মাঝেই পুকুরের দৃশ্য দেখতে পাই।তবে ভাইয়া, পুকুরটিতো বেশ বড় তাও শুকিয়ে যায়।আসলে এখন তো বর্ষাকাল তাই বৃষ্টির পানিতে পুকুর ভরে যাবে।মনে হয় পুকুরের গভীরতা কম তাইনা!পুকুরের চারিপাশ বেশ সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন, দেখে ভালো লাগলো।ভিডিওটি ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

হ্যাঁ আপু আমাদের এখানে পানি থাকে কম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44