গুরুত্বপূর্ণ পোস্ট: গোপন ভিডিও হতে সাবধান

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেখানে এমন কিছু অ্যাপস রয়েছে, কোন প্রতারক চক্র তা ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে। যেই সম্পর্কে আপনার আমার ধারণা কম, সে বিষয়ে আলোচনা করব।


Picsart_24-06-01_10-00-49-486.jpg

Photo Editing by PicsArt app

photography device:
Infinix Hot 11s


ফটো ও ভিডিওগ্রাফি:



বর্তমান বিজ্ঞান প্রযুক্তি এমন একটা পর্যায়ে এসে গেছে, ভালো কাজ করা যেমন খুব সহজ। খারাপ কাজ করাও খুব সহজ। আরো সুন্দর করে বলতে গেলে বর্তমান সময়ের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত, এক মিনিটের মধ্যে দূরবর্তী স্থানের সন্ধান যেমন নেওয়া যায়। ঠিক তেমনি চোখের সামনে যে কোন জিনিস খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে ফটো ভিডিও ধারণ করে দূরে পাঠিয়ে দেওয়া যায়। তবে এই সমস্ত কাজ কিছু কিছু জায়গায় ওপেনে করলে কোন বিষয় নয়। আবার কিছু বিষয় রয়েছে যেগুলো ওপেনের ফটো ভিডিও ধারণ করা যায় না। যেখানে পাবলিকের গণধোলাইয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন গোপন ভিডিও ধারণের কথা বলছিলাম। আমরা সচরাচর মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে পছন্দ করি। তবে এর মানে এই নয় যে কারোর মানহানি অথবা কারোর হয়রানির স্বীকার করতে হবে। কারো ক্ষতি হবে এমন ভিডিও ধারণ করা আমাদের বৈধ নয়। তবে বর্তমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে এমন কিছু অ্যাপস তৈরি হয়েছে যেগুলো বিশেষ প্রয়োজনে দরকার হয়ে থাকে, আবার অনেকেই গোপনে খারাপ কাজের ব্যবহার করে থাকে। তাই সেই সমস্ত বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে।


Screenshot_20240601-092830.jpg

Screenshot by Play store



আমি একদিন হঠাৎ ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এমন একটি অ্যাপসের সন্ধান পেলাম। পূর্বে অবগত ছিলাম গোপনে ভিডিও ধারণ করা যায়, এমন একটি অ্যাপস রয়েছে। যেটা শুধুমাত্র ওপেন করে মোবাইলটা জামা টি-শার্টের পকেটে রেখে দিলেই ভিডিও ধারণ হতে থাকে। এখানে গ্লাস অফ থাকলে কোন যায় আসে না। তবে এই বিষয় নিয়ে কোন মাথা ব্যথা করতাম না, হঠাৎ ভিডিওটা সামনে আশায় একটু জানার চেষ্টা করেছিলাম। তখন বিস্তারিত জানতে পারলাম। এরপর Google Play store থেকে background video recorder অ্যাপসটি ইন্সটল করে পরীক্ষা করলাম। দেখলাম হ্যাঁ সত্য কথা। আমি প্রায় লক্ষ্য করেছি অনেকেই বেশ কিছু গোপন ভিডিও ধারণ করে ইউটিউবে ছাড়েন সাংবাদিকতার খাতিরে, বাহ বিশেষ কোন কিছু মানুষের সম্মুখে আনার জন্য। তবে অনেকেই এমন অ্যাপস গুলো ব্যবহার করে খারাপ কিছু করে থাকে। যা আপনার অজান্তে, আপনার যে কোন মুহূর্তে ভিডিও ভাইরাল হতে পারে দুর্বলতার সুযোগ নিয়ে। যদি এমন অ্যাপস গুলো কোন ব্যক্তি ব্যবহার করে আপনার বিশেষ কোন মুহূর্তে ভিডিও ধারণ করে ফেলে। কারণ এটা খুবই সহজ ভিডিও ধারণ ব্যবস্থা। এরপর আমি বাড়িতে পরীক্ষা করে দেখলাম হ্যাঁ ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে। তারপর কুষ্টিয়া শহরে এমনিতেই পরীক্ষামূলক ভিডিও ধারণ করেছিলাম। তারপর একদম বামুন্দিবাজারে তো ওপেনলি ভিডিও ধারণ করি বাজার করতে গেলে, তাই একদিন পরীক্ষা করলাম যে টি-শার্টের পকেটে রেখে ভিডিও ধারণ করার কতটুকু সম্ভব কতক্ষন হয় দেখি। এটা মূলত সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। একদিন ভুলক্রমে অ্যাপস এর উপর টাচ লেগে প্রায় তিন ঘন্টা ভিডিও ধারণ হয়েছিল।



Video device: Infinix hot 11s
বামুন্দি বাজার, গাংনী-মেহেরপুর




পরিশেষে একটা কথাই সবাইকে বলতে চাই। এই সমস্ত অ্যাপসগুলোর কারণে মা-বোনের ইজ্জত নিয়ে হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে দেখুন একটি অ্যাপসে লেখা রয়েছে "ওয়ান ক্লিক" অর্থাৎ আপনার ক্যামেরার মধ্যে প্রবেশ করা লাগবে না। শুধু অ্যাপসটার গায়ে টাচ করা মাত্রই ভিডিও ধারণ শুরু হয়ে যাবে। আমি পরীক্ষা করে দেখেছি পরিপূর্ণ সত্য। আমরা আমাদের সাবধানতা অবলম্বন করে পথে চলবো। কখনো কোন তর্কবিতর্ক খারাপ কিছুর মাঝে জড়িত হবো না। দেখা যাচ্ছে বিশেষ এমন কোন সমস্যার সম্মুখীন হয়েছি বা ভালোলাগার মুহূর্তে মাতাল হয়ে রয়েছি, ঠিক সেই মুহূর্তে কেউ ভিডিও ধারণ করে ফেলল। যেখানে মোবাইল ফোন হাতে নেয়ায় লাগছে না। আর যে ভিডিওগুলো অনলাইনে চলে গিয়ে জীবনে হুমকিস সম্মুখীন হতে হচ্ছে। তাই নিজেকে যতটা সংযুক্ত রেখে চলাচল করা যায় ততটাই নিজেদের জন্য ভালো। কারণ দিনে দিনে কত রকমের অ্যাপস বের হচ্ছে আর কত রকমের সুযোগ সুবিধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি গোপন সমস্যা সৃষ্টি হচ্ছে। মনে করুন মোবাইল ফোনের কথা,কেউ ভালো কাজে ব্যবহার করছে, কেউ খারাপ কাজে ব্যবহার করছে। ঠিক এমনই বিশেষ বিশেষ অ্যাপস গুলোর ভালো দিক যেমন রয়েছে, খারাপ দিক তেমন রয়েছে। না জানি কখন আপনি আমি প্রতারক চক্রের হাতে পড়ে যায়। তাই অবশ্যই এই সমস্ত বিষয়ের সজাগ থাকতে হবে।


Screenshot_20240601-093614.jpg

Screenshot by Play store


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
বিষয়গোপন ভিডিও
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
লোকেশনগাংনী-মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বর্তমানে এমন অনেক অ্যাপস আছে যা আমাদের জন্য খুবই ভয়ংকর। আমরা ভাল কাজে ব্যবহার করে থাকলো বেশিরভাগ মানুষ এগুলো খারাপ কাজে ব্যবহার করে থাকে ও আপনি আমাদের মাঝে একটা সতর্কবার্তা দিয়েছেন ও নিজে পরীক্ষার মাধ্যমে বামুন্দি বাজারের ভিডিওগ্রাফিটা তুলে ধরেছেন। বেশ উপকারী একটা পোস্ট।বর্তমান সময়ে বেশিরভাগ সময়ে মানুষের লিংক ভাইরাল হচ্ছে এগুলো আমাদের মতই সাধারণ মানুষজন ভাইরাল করছে। আমাদের মা-বোনদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এসব খারাপ ব্যক্তিদের শনাক্ত করে সামনে আনতে হবে। অনেক সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো ভিডিওগ্রাফি টা।

 2 months ago 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন, এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

 2 months ago 

দারুণ একটি সচেতনতা মূলক পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলেই এখন এমন একটা সময়ে আমরা বাস করছি যেখানে ভালো কাজ ও খুব সহজে করা যায় আবার মন্দ কাজ ও খুবই সহজে করা যায়! এপটায় টাচ লেগে টানা ৩ ঘন্টাও ভিডিও হয়েছিল জেনে অবাক না হয়ে পারলাম না!! কত কত প্রযুক্তি যে বের হয়েছে এখন!!

 2 months ago 

হ্যাঁ আপু তাইতো আমাদের এই বিষয়ে যথেষ্ট সজাগ হতে হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66049.89
ETH 3374.89
USDT 1.00
SBD 2.63