ক্লান্তির মাঝে প্রশান্তি দেখা ঢাকা সাভার জাহাঙ্গীরনগর পানধোয়া বাজার এরিয়ায়

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢাকা সাভার বিশমাইল, জাহাঙ্গীরনগর, পানধোয়া বাজারের কিছুটা অনুভূতি নিয়ে। আশা করি, আমার এই অনুভূতি পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন।


IMG_20240611_105208.jpg

What3words location, Dhaka jahangirnagar

Photography device: Huawei P30 Pro-40mp


ফটোগ্রাফি সমূহ:



পান ধোয়া গ্রামটা অনেক সুন্দর। বর্ষার সময় হাওয়ায় রাস্তাঘাটে চারিপাশে বেশ বোন জঙ্গল গাছড়া। তবে জায়গায় জায়গায় সর্ব স্তরের ঘরবাড়ি লক্ষণীয়। যেমন মাটি দিয়ে তৈরি ঘর থেকে শুরু করে দুই তিন পাঁচতলা ঘরবাড়ি লক্ষ্য করেছি। যেহেতু গ্রামটায় বেশ অনেকদিন আমি অবস্থান করছি। তাই প্রত্যেকদিন কম-বেশি বাজারের দিকে উপস্থিত হয় এটা সেটা কিনতে অথবা এমনিতেই বিকেল মুহূর্তে ব্যায়াম করার জন্য। তবে বাড়ি থেকে আমার একটা অভ্যাস সকাল অথবা বিকাল যে কোন টাইমে আমি হাঁটাহাঁটি করতে পছন্দ করি শরীর ভালো রাখতে। তাই নতুন এই জায়গাটা ঘুরে ঘুরে দেখার জন্য আমি এদিকে ওদিকে পায়ে হেঁটে ব্যায়াম করার পাশাপাশি দেখার চেষ্টা করেছি। শুধু লক্ষ্য করেছি এখানে মানুষের কথাবার্তা আমাদের মানুষের কথাবার্তা থেকে কিছুটা পার্থক্য রয়েছে। কেমন জানি একটু টেনে কথা বলে। আর বাজারের উপস্থিতি এটা সেটা কেনাকাটার জন্য যত চলাচল করেছি, অনেক মানুষের সাথে কম বেশি কথা হয়েছে। লক্ষ্য করে দেখেছি কেমন জানি একটু কথাবাত্রা মধ্যে মাধুর্য বা অনুগত্য মনোভাব নাই। খুব অল্প সংখ্যক মানুষের অনুগত্যশীল কথাবার্তা লক্ষ্য করেছি সুন্দর ব্যবহার লক্ষ্য করেছি। বিশেষ করে আমি একটা বিকাশের ঘরে প্রায় টাকা উঠানোর জন্য সিম উঠানোর জন্য এটা সেটার জন্য উপস্থিত হয়েছি সে মানুষটার ব্যবহার খুব ভালো লেগেছে আমার। এদিকে ফার্মেসিতে দুইটা ফার্মেসিট মানুষের সাথে ভালো কথাবার্তা হয়েছে তাদের আচরণ টা ভালো লেগেছে। এছাড়া ফল বলুন অন্যান্য দোকানগুলো বলুন মানুষের ব্যবহার গুলো যেন একটু কেমন কেমন। এদিকে গাড়ি চালানো মানুষগুলোর ব্যবহারটাও তেমন সহনশীলতা মনে হয়নি। তবে যাই হোক সমাজে ভালো-মন্দ সর্ব শ্রেণীর মানুষ থাকবে এটাই স্বাভাবিক তার মধ্যে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে। আর সেভাবেই চলাচল করেছি সুন্দর এই গ্রামটার মধ্যে।


IMG_20240611_175451.jpg

IMG_20240611_175601.jpg

IMG_20240614_121727.jpg

What3words location, Dhaka jahangirnagar

Photography device: Huawei P30 Pro-40mp



খালাম্মাদের বাসা থেকে বের হয়ে পান ধোয়া বাজার পর্যন্ত যেতে লক্ষ্য করে দেখলাম গ্রামের ছেলেরা খেলা করেছে। বিভিন্ন বিক্রেতা তাদের প্রয়োজনীয় ব্যবসার জিনিস বিক্রয় করতে এসেছেন। যাতায়াত ব্যবস্থা গ্রামের যেমন হয় ঠিক তেমনি রয়েছে,বেশ পাশ দিয়ে অটো গাড়িগুলো চলাচল করছে। গ্রামে যেমন জায়গায় জায়গায় ফুলের গাছ দেখতে পাওয়া যায় এখানেও বেশ লক্ষ্যণীয়। বাজারের উপরে ভ্রাম্যমাণ গাড়িগুলো যেমন ফুচকা ঝালমুড়ি আচার বিক্রয় করে এখানেও ঠিক তেমনি লক্ষ্য করেছি। বেশ কিছুদিন চলাচল করে রাস্তাঘাট আমার কাছে অনেক পরিচিত হয়ে গেছেন। আর এভাবেই চলতে চলতে বাজার অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের গেট। বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে বিশ মাইল ফ্লাইওভার। ভেতরে আসতে বাইরে যেতে সব সময় যেন অন্যরকম ভালো লাগা কাজ করে। এদিকে দীর্ঘদিন মায়ের অসুস্থতার কারণে মনটা যেন একঘেয়েমি হয়ে ওঠে তাই মন ফ্রেশ রাখতেই বিকেলের এক্সারসাইজ বজায় রাখতে হাটাহাটি আর ফ্লাই ওভারের পাশে এসে কিছুটা সময় ঠান্ডা হওয়ার সন্ধান। খালা আম্মুর বাসায় ফেরার মুহূর্তে বাজার থেকে দুইটা বা একটা আইসক্রিম। আর এভাবেই যেন নিজেকে পরিবেশের সাথে ব্যালেন্স করে রাখার চেষ্টা।


IMG_20240611_175335.jpg

IMG_20240611_175825.jpg

IMG_20240611_180149.jpg

IMG_20240612_122459.jpg

IMG_20240611_105656.jpg

What3words location, Dhaka jahangirnagar

Photography device: Huawei P30 Pro-40mp



এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়া। এজন্য ঘোরাঘুরি করা হাটাহাটি করার পরিবেশটা যেন অনেক সুন্দর এখানে। ইচ্ছে হলে সারাটা দিন প্রাকৃতিক পরিবেশের মাঝে কাটানো যায়। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশাল বড় এরিয়া যার জন্য যখন ইচ্ছা তখনই এখানে এসে পরিবেশের সাথে গা ভাসানো যায়। আম্মার অসুস্থতা দীর্ঘ এক ঘেয়েমিতা আমাকে কিছুটা হলেও দূর করার সুন্দর ভূমিকা পালন করেছিল এই স্থানগুলো। মনের অতিরিক্ত ক্লান্তি দূর করতে আমি ছুটে চলেছি এই পান ধোয়া বাজার দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর। আর তাই দীর্ঘ একটা মাস বেশ মানিয়ে চলতে পেরেছি এখানে। লক্ষ্য মাত্র একটাই, মহান সৃষ্টিকর্তার সহযোগিতায় আম্মুকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাব। তবে আসার পর থেকে বেশ অনেক হয়রানি শিকার হতে হয়েছিল হসপিটাল ফার্মেসি জাহাঙ্গীরনগর থেকে ধানমন্ডি 32 পান্থপথ এরিয়া দৌড়াদৌড়ি। আর সকল ক্লান্তি দূর করার বিশেষ অবদান রেখেছে এই পান ধোয়া বাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দর এরিয়া গুলো। কারণ কিছু কিছু সময় থাকে মন ফ্রেশ করার জন্য বন্ধু প্রিয় মানুষ প্রয়োজন হয়। কিন্তু আমার এই কঠিন মুহূর্তে আপনজন রয়েছে কিন্তু সেভাবে প্রতিদিনে সাথে চলা তেমন কেউ নেই। তবুও মন মানসিকতা ফ্রেশ রাখার, মনে প্রশান্তি পাওয়ার সুন্দর সুযোগ আমার এখানে ছিল। একদিকে বিশ মাইল ফ্লাইওভার আর এর দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এদিকে পান ধোয়া বাজার। আর এই সবকিছুর মাঝে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভালো ছিলাম, ইনশাল্লাহ ভালই ভালই বাড়ি পৌঁছে যাব। এমনই প্রত্যাশা মনের মধ্যে।


IMG_20240611_105207.jpg

IMG_20240604_125406.jpg

IMG_20240614_123031.jpg

What3words location, Dhaka jahangirnagar

Photography device: Huawei P30 Pro-40mp


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়মনের স্বস্তি
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67144.34
ETH 3517.40
USDT 1.00
SBD 2.69