বামুন্দি তামিম ফার্মেসি থেকে ওষুধ কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ঔষধ কেনার অনুভূতি নিয়ে। বামুন্দি বাজারে পরিবারের সবার জন্য কম-বেশি ওষুধ কিনতে উপস্থিত হয়েছিলাম তামিম ফার্মেসিতে। আর সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব এখন।

IMG_20240714_171517_208.jpg


ফটোগ্রাফি সমূহ:


বেশ কিছুদিন ধরে পরিবারের কমবেশি সবার সর্দি কাশি জ্বর লেগে রয়েছে। আর এছাড়াও আপনারা অনেকেই জানেন আমার আম্মা দীর্ঘদিন অসুস্থ, আমার আব্বু অসুস্থ একজন মানুষ। তাই পরিবারের কমবেশি সবার জন্য ওষুধ কিনতে তামিম ফার্মেসিতে উপস্থিত হলাম আমরা দুই ভাই। যেদিন তামিম ফার্মেসিতে উপস্থিত হয়েছিলাম সেদিন হার্টের দিন ছিল না। বামুন্দী বাজারে হাটের দিন হয়ে থাকে সোমবার ও শুক্রবার। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হার্টের দিন ছিল না তাই বেশি একটা বাজারে ভিড় লক্ষ্য করা যায়নি। তবে লক্ষ্য করে দেখেছি তামিম ফার্মেসিতে বেশ মানুষের ভিড় ছিল। বেশ অনেকদিন থেকে এখানে ঔষধ নেওয়া হয় ১০% ছাড়ে, যার জন্য প্রেসক্রিপশনটা দেওয়া মাত্র অন্যান্যদের তুলনায় আগেই ঔষধ গুলো পাওয়া সম্ভাবনা থেকে যায়।

IMG_20240714_171516_088.jpg

IMG_20240714_171521_586.jpg


বাড়ি থেকে যে সব প্রেসক্রিপশন নিয়ে যেতে হয় তা কিন্তু নয়। মোবাইলে ফটো মেরে অথবা কিপ নোট এ লিখে রাখি। এরপর মোবাইলটা তাদের হাতে ধরিয়ে দেই তারা মোবাইলে দেখে দেখে ঔষধ দিতে থাকে। তবে এই দিন ব্যতিক্রম ছিল উনাদের ভেতর একজন বলল ভাইয়া আপনি একটা একটা করে ওষুধের নাম বলুন আর বের করে এনে আপনার সামনে রাখি। বেশ সুবিধা হয়ে গেল অন্যান্যদের তুলনায়। আমিও একটু একটি করে ওষুধের নাম বলতে থাকলাম আর ফার্মেসির একজন ব্যক্তি আমার সামনে ওষুধ এনে রাখতে থাকলেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাল্টিভিটামিন এটা আমার আম্মার জন্য প্রায় নেয়া হয়ে থাকে, স্যালাইনের সাথে এটা দেওয়া হয়।

IMG_20240714_171519_340.jpg

IMG_20240714_172654_289.jpg

IMG_20240714_172702_302.jpg


আর এভাবেই একের পর এক ঔষধের নাম বলতে থাকলাম ফার্মেসির এক ব্যক্তি ঔষধ দিতে দিতে সামনের জায়গাটা পুরা করে ফেলল। যেখানে আমার ঔষধ রয়েছে আমার বড় ভাইয়ের রয়েছে আমার আব্বুর রয়েছে আমার আম্মুর রয়েছে এছাড়া আরো ছোটদের রয়েছে। আমার বিশেষ কোন প্রবলেম ইনশাল্লাহ নেই, তবে শারীরিক দুর্বলতার জন্য সিনকারা আর এরিস্টো গোল্ড খাওয়া হয়। এদিকে বড় ভাইয়ের সর্দি জ্বরের জন্য জ্বরের ঔষধ ও গ্যাসের ঔষধ। পাশাপাশি আম্মার বিভিন্ন প্রকার ঔষধ রয়েছে এখানে। এছাড়াও আব্বার পায়ের সমস্যার জন্য ঔষধ ছিল। আর এভাবেই সম্পন্ন ঔষধ গুলো আমাদের সামনে এনে তারপর হিসাব করে বললেন ১০% ছাড়ে ১৭০০ টাকা প্লাস। এর আগে একটা ঔষধ আমি নিয়ে গিয়েছিলাম ১১০ টাকার পাতা নিউরোবিন। সেটা আমার আম্মার জন্য ছিল কিন্তু আম্মু ওটা একেবারে খেতে পারে না, যার জন্য ব্যাক দেওয়া হল সেটা। তাই ১৬০০ টাকায় দেয়া হলো ওষুধের মূল্য।

IMG_20240714_172046_591.jpg

IMG_20240714_172651_689.jpg

IMG_20240714_172044_776.jpg

IMG_20240714_171534436_BURST0001_COVER.jpg


এরপর বামুন্দি বাজার থেকে বাড়ি ফিরে আসা হল‌ তারপর যার যার যে ঔষধ সেগুলো আলাদা আলাদা ভাগ করলাম আমার রুমে বসে। নির্দিষ্টভাবে সবার ঔষধ গুলো আলাদা আলাদা প্যাকেটে করে সবার হাতে ধরিয়ে দিলাম। আর আমার ঔষধ আমার রুমে রাখলাম। আর এভাবেই গত দিন পরিবারের সবার জন্য ঔষধ কিনে আনা হল বামুন্দি বাজারের তামিম ফার্মেসি হতে।

IMG_20240714_183353_209.jpg

IMG_20240714_183718_148.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়ঔষধ
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75969.36
ETH 2843.76
USDT 1.00
SBD 2.56