আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে দেখে আসি সুন্দর এই রেনডম ফটোগ্রাফি গুলো।



ফটোগ্রাফি সমূহ:



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বেশ সুন্দর একটি চিত্র। ঢাকা শহরে প্রায় জ্যাম লেগে থাকে জায়গায় জায়গায়। এই চিত্রটা আমি ধারণ করেছিলাম জাহাঙ্গীরনগরের নিকট থেকে। এখানে ফ্লাইওভার থেকে আমি লক্ষ্য করে দেখেছি রাস্তার এক লাইনে একেবারে ফাঁকা অবস্থা। আবার আরেক দিকে দেখা যায় জ্যাম লেগে গেছে পাঁচ দশ মিনিটে জ্যাম কমছে না। তবে মাঝেমধ্যে বিশেষ প্রয়োজনে বাজারে আসতে হয় ঔষধ কিনতে,ফল কিনতে বা নিজের কেনাকাটা। এছাড়াও প্রশান্তির জন্য কিছুটা সময়ে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থেকে ঠান্ডা আবহাওয়া গ্রহণ করে।


IMG_20240604_121713.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সাভার সেনানিবাসের পাশ দিয়ে বেশ অনেকগুলো ফুলের গাছ লাগানো রয়েছে সে ফুলের সুন্দর একটি ফটো ধারণ। বাইরের পরিবেশে আসলে ঠিক এমন অচেনা অনেক ফুলের গাছ সম্পর্কে ধারণা পাওয়া যায় যেগুলো গ্রামে দেখা যায় না। আমি মূলত এই ফুলের গাছ এখানেই দেখেছি এর আগে কখনো আমাদের এলাকায় দেখেছি বলে মনে হয় না। তবে আইডিয়া করতে পারে গোলাপি কালারের এই ফুলের গাছ দেখেছি তবে এই গাছের সাথে মিল হবে কিনা জানিনা। তবে এই প্রথম কিন্তু দেখলাম ঢাকা শহরে এসে এই ফুলগাছ।


IMG_20240604_125407.jpg



প্রতিনিয়ত একটি জানালার দিকে চেয়ে থাকা প্রায় একমাস। কারণ মায়ের অসুস্থতার জন্য ঢাকায় খালাম্মাদের বাসায় উপস্থিত হয়েছি। আমি যেই রুমে থাকি সেই রুমের জানালা দিয়ে তাকালেই এই কয়টা কাঁঠাল চোখে বাদে সবসময়। তাই প্রত্যেকটা দিন যেন জানালা দিয়ে তাকাতেই কাঁঠালগুলো দেখতে থাকি। হয়তো আগামী বছরে এই কাঁঠালগুলো এই জায়গায় এভাবে থাকবে না বা এই গাছে এমন কাঁঠাল ধরলেউ এমন দৃশ্য হবে না। তবু স্মৃতি হয়ে থাকবে এই সুন্দর দৃশ্য।


IMG_20240527_122112.jpg



গ্রামে থাকতে বেশ অনেকদিন তরমুজ কিনে খেয়েছি কিন্তু কোন তরমুজে এমন সুন্দর কালার আর স্বাদ হীন লক্ষ্য করি নাই। তবে ঢাকা শহরে এসে তরমুজ কিনে খেতে গিয়ে যেন ফেঁসে গেছি। তরমুজ দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এতে কোন স্বাদ নেই। জানিনা এটা কোন ফরমালিন দিয়ে পাকানো নাকি এমনিতেই তরমুজের দোষ। তবে তরমুজের কালার দেখে মনে হচ্ছে যেন কত সুস্বাদু হবে।


IMG_20240524_203411.jpg



এটা ঢাকা সাভার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সুন্দর একটি ফটোগ্রাফি। বেশ কিছুদিন এখানে সিটি ল্যাব হসপিটালে উপস্থিত হয়েছি মায়ের জন্য। আমি যে জায়গায় অবস্থান করছি এখানে তেমন কোন ভাল ফার্মেসি নেই যেসব ওষুধ পাওয়া যায় তাই মাঝেমধ্যে ২০ মাইল থেকে ঢাকা সাভারে এসে মায়ের ঔষধ নিতে হয় আর ঠিক এই জায়গা থেকেই বেশিরভাগ নেয়ার চেষ্টা করি কারণ সব ওষুধগুলো পেয়ে যায়।


IMG_20240523_155019.jpg



এখানে দেখতে পাছার খুব সুন্দর একটি ভাটা চিত্র। এটা আমাদের এলাকায় বাদিয়াপাড়া নামক স্থানে অবস্থিত। এখান থেকে বেশ অনেকবার ইট কেনা হয়েছে বাড়িতে আলাদা ঘর নির্মাণ করতে। তবে এই রাস্তা দিয়ে আমাদের প্রতিনিয়ত চলাচল বামুন্দি বাজারে যাওয়ার।


IMG_20240517_095915.jpg


এখানে দেখতে পাচ্ছেন সবুজ ফসলের মাঠ। এটা আমাদের পুকুরপাড়ে অবস্থিত সামান্য একটু ধানের জায়গা। কারন সেখানে তেমন বেশি ধানের জমি নেই। যতটুক রয়েছে সেটা দেখতে হবে শান্তি লাগে। তাই ধানের সময় সুন্দর সুন্দর ফটো ধারণ করার চেষ্টা করি ওখান থেকে।


IMG_20240419_132030.jpg



জানিনা আমার এই বেগুন গাছ গুলো এখন কেমন রয়েছে। হয়তো বেঁচে রয়েছে না হয় মরে গেছে। কারণ দীর্ঘ এক মাস বাড়িতে নেই। মায়ের অপারেশনের জন্য যেহেতু ঢাকায় অবস্থান করছি। আমার গাছগুলো দেখার কেউ নাই। জানিনা কবে বাড়ি ফিরব কবে আবার সুন্দর করে আমার সবজি বাগান সাজিয়ে তুলব।


IMG_20240415_183327.jpg



কঠিন বিপদের মুহূর্তে বাড়িতে সিদ্ধান্ত হয়েছে আমি যদি ঈদে বাড়ি পৌঁছাতে পারি তাহলে কোরবানি দেওয়া হবে আর যদি না পৌঁছাতে পারি তাহলে সম্ভব হবে না। যদি ঈদের পরে দেরি করে পৌছায় তাহলে হয়তো এই ছাগলটাকে খাওয়ার জন্য জীবন যাবে। আর যদি ঈদের পরের দিন পৌছাতে পারি তাহলে যেটা কোরবানির জন্য রাখা হয়েছিল সেটা কোরবানি হবে। আসলে হায়াত বলতে একমাত্র আল্লাহই জানেন কার কতদিন দুনিয়ার বুকে টিকে থাকার সৌভাগ্য রয়েছে। এখন এই ছাগলটা কতদিন বাঁচবে কিছুটা হলেও নির্ভর করছে আমাদের বাড়ি যাওয়ার উপর।


IMG_20240229_155836.jpg



আমাদের এ তাল গাছে এবার অনেক তাল ধরেছিল। কিন্তু তালের শাঁস খাওয়ার সৌভাগ্য হলো না এবার। শুনেছি সব শক্ত হয়ে গেছে। কারন আমি বাড়ি থাকলে তিন-চার দিন ধরে গাছ থেকে পাড়ি এবং তাল শাঁস খাওয়ার চেষ্টা করি ও বাড়ির মানুষের খাওয়ায়। পাশাপাশি রয়েছে আমাদের সেই খেজুর গাছটা, এবার অনেক খেজুর ধরেছিল। আমি এখনো দেশি খেজুর খেতে খুবই পছন্দ করি। কিন্তু ঢাকা শহরে আসার পর দেশি খেজুরগুলো যেন আর চোখে দেখা যায় না।


IMG_20240414_113335.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ফটোগ্রাফি পোস্ট আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি আজকে আপনি আমাদের মধ্য কিছু বাস্তবিক চিত্র এবং কিছু প্রাকৃতিক উপস্থাপন করেছেন যেগুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ সুমন ভাই আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আমিও ফটোগ্রাফি পোস্ট পছন্দ করি অনেক।

 2 months ago 

আপনার তোলা ফটোগ্রাফিগুলো বেশ ভালো হয়েছে। বেশ চমৎকারভাবে ফটোগ্রাফিগুলো করার চেষ্টা করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। শহর, গ্রাম সব মিলিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনি। শহরেউ জ্যাম ব্যস্তময় শহর,আর গ্রাম বাংলার প্রকৃতি দুটো চিত্রই আপনার ফটোগ্রাফিরের মধ্য দেখিয়েছেন। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

দারুন মন্তব্য করেছেন আপনি

 2 months ago 

মাঝে মাঝে রেনডম ফটোগ্রাফি করতে আসলেই অনেক বেশি ভালো লাগে। যখনই মন চায় তখনই ফোন বের করে প্রকৃতির রেনডম ফটোগ্রাফি থেকে শুরু করে আশেপাশের পরিবেশ এর ফটোগ্রাফি করার মাঝে রয়েছে এক অন্যরকম আনন্দ। দারুন একটা ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো দেখে আসলেই রীতিমত মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করার জন্য।

 2 months ago 

এত সুন্দর মন্তব্য করে পাসে থাকার জন্য ধন্যবাদ

 2 months ago 

ভাইয়া আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ দারুন লেগেছে এবং কিছুটা ভিন্ন রকমের ও মনে হয়েছে। আপনি বেশ সুন্দর করে আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এমন ‍সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক

 2 months ago 

ভাইয়া আজ দেখছি আপনি খুব সুন্দর করে কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ভাইয়া। আপনি প্রতিটা ফটোগ্রাফির সাথে ফটোগ্রাফি গুলোর বিবরণও খুব সুন্দর ভাবে লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। সবকিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45