You are viewing a single comment's thread from:

RE: ঘুরে এলাম সোহরাওয়ার্দী উদ্যানের কালি মন্দির থেকে।@shy-fox ১০%বেনিফিশিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি হয়তো ঠিকমতো জানেন না বাংলাদেশ সরকার
যুদ্ধ পরবর্তী সময়ে সংস্কার করেছিলো। আর ৫০ বছরে
সংস্কার হয়নি সেটা কিভাবে ভাবলেন? এই ধরনের মন্তব্য
দুই দেশের যে সুন্দর সম্পর্ক তার বিপরীতে যায়।

Sort:  
 3 years ago 

দিদি আপনি হয়তো আমার মন্তব্য কে একটু নেগেটিভ ভাবে নিয়েছেন, আমি কোনো দেশের বিরোধিতা করিনি, আমার মত প্রকাশ করেছি। আর দুই দেশের সুস্থ অবস্থার বিপরীতে কথা বলার মত মানসিকতা নেই আমার, কারণ ইন্ডিয়া যেমন আমার নিজের দেশ, বাংলাদেশ ও আমার নিজের , আমার ভালবাসার মানুষ টা যে ওখানে থাকে , সেটা এই কমিউনিটির বেশির ভাগ মানুষ জানে।
তাই আমার মন্তব্য টি কে পজিটিভ ভাবে গ্রহণ করুন। আমি কোনো অ্যাব নরমাল অবস্থার সৃষ্টি করতে চাইনা, আশা করি আপনিও চাইছেন না।

তবুও আমার কথার ভাঁজ যদি আপনার খারাপ লাগে, আমি দুঃখিত।

আসলে যে কোন দেশের রাষ্ট্র প্রধান যেখানে যান, সেই বিষয়টি নিয়ে সেই দেশের সংবাদমাধ্যম এবং খবরের কাগজ গুলো খুব ভালো ভাবে খুঁটিনাটি তুলে ধরে খবর প্রকাশ করে। আর সেই ভাবেই বিষয়টি নিয়ে আমিও জানতে পারি।

আমি অনেক ভাবেই তথ্য টা পেয়েছিলাম, তাই নিজের মত প্রকাশ করেছি। প্রয়োজনে আপনিও
লিংকটি থেকে ঘুরে আসতে পারেন।

 3 years ago 

আমি গণমাধ্যম কর্মী তাই জানি যুদ্ধ পরবর্তী সময়ে মন্দিরটি সংস্কার হয়েছে। তবে হ্যা নতুন করে এবারের সংস্কারে ভারত সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64721.74
ETH 2633.86
USDT 1.00
SBD 2.82