বৌছি

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খেলাধুলার কিছু মুহুর্ত।

আমার ছোট বেলা টা কেটেছে দূরন্তপনায়। এখন হয়ত একটু শান্তশিষ্ট আছি,কিন্তু ছোটবেলায় মারাত্মক দূরন্ত ছিলাম।খাটি বাংলায় বলতে গেলে দুষ্ট। গ্রামে বেড়ে ওঠার দৌলতে সকাল বিকাল মেতে থাকতাম নানা খেলার মাঝে। গোল্লাছুট,দাড়িয়াবান্ধা,বৌছি আরো কত খেলা। শুধু ছোটবেলা না হাইস্কুল লাইফেও প্রচুর খেলাধুলা করেছি। তবে ক্রিকেট টাই বেশি খেলেছি।

এরপর কলেজে ওঠার পর থেকে খেলাধুলায় ভাটা পড়তে থাকে। দলের সদস্যরা এক এক জায়গায় চলে যাওয়া, পড়ার চাপ,এসবের চিন্তায় খেলাধুলা বাদ হয়ে গেছিল। এখন তো আর খেলাধুলাই চোখে পড়ে না। আর মাঠ গুলোই হারিয়ে গেছে খেলাধুলা হবেই বা কোথায়।

তবে শৈশব টা যেন বহমান নদীর মত। ঠিক নিজের রাস্তা বের করব নিজ গতিতে চলতে থাকে। আজ টিউশনে গিয়েছিলাম,কিন্তু রোজা রেখে স্টুডেন্ট এর পড়ায় মন নেই।তার মাঝে পরীক্ষা শেষ।ফলে আরো মন নেই। বলল ভাইয়া সবাই খেলবে,আজকের দিন টা ফাকি মারলে কিছু হবে না।

আমি বললাম প্রথম কথা খেলবা কোথায়।মাঠ তো নেই। বলল আরে মাঠ না থাক,ছাদ তো আছে।আমি ভাবতেছি ছাদে কিভাবে খেলা যায়। বিষয়টা ওকে বলতেই বলল,চলেন আপনিও খেলবেন আমাদের সাথে। আমি ভাবলাম উত্তম প্রস্তাব। দেখি যদি খেলতে পারি।

গেলাম ছাদে, দেখলাম বেশ খানিকটা ফাকা জায়গা সেখানেই খেলার আয়োজন। পুরা বিল্ডিং এর বাচ্চারা হাজির ইফতারের আগে আগে। প্লেয়ার হাজির কিন্তু কি খেলা হবে তা ঠিক করা নিয়ে লাগল গোলমাল। কারন নানা মুনির নানা মত। অবশেষ ঠিক হল বৌছি খেলা হবে। আমি এক কথায় রাজি। অনেকদিন পর শৈশব কে ফিরে পাওয়ার সুযোগ কি হাতছাড়া করা যায়?

বাচ্চাদের মাঝে দুই দলে ভাগ হয়ে খেলা শুরু হল।দুই দলই বেশ ভাল টক্কর দিচ্ছিল। তবে আমি অতটুকু জায়গার মাঝে দৌড়াতে পারছিলাম না।তাই খেলায় বিশেষ উপকারে আসতে পারছিলাম মা। তবে পিচ্চিরা বেশ ভাল করছিল। তবে শেষ পর্যন্ত দুই দলই সমান পয়েন্টে ড্র করি। হারা জেতা টা বড় কথা না। বড় কথা হল এই ছোট বাচ্চাদের মাঝে দিয়ে আবার নিজের ছোট বেলায় ফেরৎ যেতে পারা। এদের মাঝে নিজের সেই খেলার সঙ্গীদের ফেরৎ পাওয়া। কে বলে টাইম ট্রাভেল করতে টাইম মেশিন লাগে? আমি কিন্তু আজ মেশিন ছাড়াই টাইম ট্রাভেল করেছি।

আজকের পর্ব এপর্যন্তই। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়। কেমন লাগল অবশ্যই জানাবেন

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 
 2 months ago 

প্রথমেই মেশিন ছাড়াই টাইম ট্রাভেল করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। 😄
আসলে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে ছেলেবেলায় হারিয়ে যায় এবং এই চমৎকার খেলা গুলো একবার হলেও খেলে আসি। কিন্তু এখন আর সত্যিই হয়ে ওঠে না। তবে আপনার আজকের পোস্টটা দেখে আমি ভীষণ আনন্দ পেলাম এবং আপনাকে বাহবা দিতে ইচ্ছে করছে।
আসলে এখনকার সময়ে বাচ্চারা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে খেলাধুলা করবার মতো সময় পায় না। আর আপনি আপনার স্টুডেন্টদের নিয়ে আজকে অত্যন্ত চমৎকার আনন্দ আয়োজনে মেতে উঠেছিলেন, যা সত্যিই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সবার জন্য অনেক দোয়া রইল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বাহ একটি দারুন পোষ্ট দেখলাম দাদা ৷ তবে এখনও গ্রামে এসব খেলা প্রতিনিয়ত চলছে ৷ আসলে শৈশবের জীবনটা শুধুই দুরন্তপনা ৷ আর এসব খেলা যেমন ইনজয় তেমনি আমাদের শারীরিক ও মানসিক বিকসিত করে ৷ প্রাইভেট ফাকি দিয়ে ছাদে খেলার আয়োজন দেখে অনেক ভালো লাগলো ৷ আপনিও কিছুক্ষনের জন্য শৈশবে চলে গিয়েছেন ৷ হিহিহিিহ!!!

 2 months ago 

শৈশবের খেলা বৌছি,কানা মাছি,লুকোচুরি আরো কতো কি খুব মিস করি খেলা গুলো।আগে ধান কাটার পর যে বড়ো মাঠ হতো সেখানে সবাই মিলে এই বৌছি খেলতাম,দাড়ি কোট খেলতাম।রোজা থেকে পড়তে মন চাইছে না কিন্তুু লাফালাফি করতে বেশ মন চাচ্ছে হাহা এটাই কৈশোর। যাই হোক খেলার মাঠ নেই তাতে কি ছাদ আছে তো।আসলে বাচ্চাদের ছাদেই সুন্দর খেলা হয় কিন্তুু তোমার সমস্যা হচ্ছে। জেনে ভালো লাগলো যে দুই দলেই ড্র করেছো।নইলে তো এক দলের মন খারাপ হয়ে যেত।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে যারা গ্ৰামে বেড়ে উঠেছে তারাই এই বৌছি খেলার সাথে সম্পৃক্ত। আপনি আপনার টিউশন স্টুডেন্টের সাথে বাড়ির ছাদের উপর বৌছূ খেলেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে বহুদিন পর এরকম পুরাতন খেলা খেলতে পারলে অনেক বেশি ভালো লাগে। আপনি আপনার স্টুডেন্টের সাথে বেশ ভালোই খেলা উপভোগ করেছেন। আসলে মাঝে মাঝে এরকম খেলা খেললে মন ভালো থাকে।

 2 months ago 

আসলেই তো দেখছি টাইম মেশিন ছাড়াই টাইম ট্রাভেল করলেন। এরকম সুযোগ পেলে হাতছাড়া করা আসলেই উচিত না। বৌছি আমি লাস্ট কবে খেলেছি নিজেরও মনে নেই। আপনাদের খেলার মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো। ছাদে মোটামুটি ভালই জায়গা রয়েছে দেখছি।

 2 months ago 

প্রাইমারিতে থাকতে গোল্লাছুট, বৌছি এই দেশীয় খেলাগুলো বেশি খেলতাম। এরপর মাধ‍্যমিক বিদ‍্যালয়ে উঠে ফুটবল ক্রিকেট বেশি খেলতাম প্রায় প্রতিদিন খেলতাম। কিন্তু কলেজে উঠে সেই খেলায় আমারও ভাটা পড়ে। একেবারে আপনার মতোই। এখন দিনগুলো আমি নিজেও অনেক মিস করি। যেসব এলাকায় কোন মাঠ নেই সেখানে বাচ্চাদের খেলার জায়গা ঐ বাড়ির ছাদ। সবাই মিলে খেলে সময় টা বেশ দারুণ কাটিয়েছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

টাইম ট্রাভেল করতে আসলেই টাইম মেশিন দরকার নেই, এরকম ছোট ছোট বাচ্চারাই যথেষ্ট। হা হা হা...🤭🤭 আসলে শৈশবে আমরা কত খেলাধুলা করেছি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেগুলো কেন জানি না বিলুপ্ত হয়ে গেছে আমাদের জীবন থেকে। তবে আপনি অনেক ভাগ্যবান কারণ এইরকম ছোট ছোট কিছু বাচ্চাকাচ্চা পেয়েছেন , যাদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। সত্যিই ভালো লাগলো, আপনার আজকের পোস্টটা পড়ে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 70272.86
ETH 3773.70
USDT 1.00
SBD 3.82