রমজান লীগের উদ্বোধন
গতকালের পোস্টে আপনাদের বলেছি যে আমাদের হাইস্কুল থেকে প্রতিবছর রোজায় দুইটি লীগ ছাড়া হয়।একটি ক্রিকেট অপরটি ফুটবলের। আর লটারি তে আমরা দুটোরই উদ্বোধনী ম্যাচ পেয়েছি। আজ আমাদের ক্রিকেট ম্যাচ ছিলো। সেটা নিয়েই কথা বলব।
লীগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যেহেতু উদ্বোধনী ম্যাচ তাই অনেক ফর্মালিটি থাকে। আমরা যেনো সকাল সকাল যাই।।খেলা শুরু হবে ১০.৩০ থেকে। তাই ৯.৩০ এর মাঝেই যেন আমরা উপস্থিত হই। আমরা ছোট থেকেই বেশ সমায়নুবর্তী।তাই সবাই ৯.৩০ এর মাঝেই মাঠে গিয়ে হাজির হই।
আমারের আজকের খেলা ছিল ২০২৩ এর ব্যাচের সাথে। গিয়ে দেখি ওরাও উপস্থিত হয়েছে।কিন্তু যাদের উপস্থিতি একান্ত কাম্য সেই কমিটি অর্থাৎ পরিচালনাকারীরাই অনুপস্থিত। ভাবলাম চলে আসবে কিছুক্ষণের মাঝে, কিন্তু ঘন্টা খানেক অপেক্ষা করার পরেও তাদের কোন দেখা নেই। আমরা অবশ্য এর মাঝেই টিমপ্ল্যান এবং জার্সি বিতরণ সম্পূর্ণ করে নিয়েছি।
অবশেষে ঘন্টাখানে পর কমিটি উপস্থিত হল।এবার আশা করলাম খেলা শুরু হবে,কিন্তু সে গুড়ে বালি। উদ্ভোধনী অনুষ্ঠান আছে।সেটা করার পর খেলা শুরু হবে। আবার অপেক্ষার পালা শুরু। অতিথিদের সবাই প্রায় চলে এসেছেন,কিন্তু প্রধান অতিথির আসার নাম নেই।যে খেলা শুরু হবার কথা ১০.৩০, ১২.৩০ এও তা শুরুর নাম নেই।
অবশেষ ১টায় প্রধান অতিথি কে কয়েকবার কল করার পর জানালেন উনি আসতে পারবেন না। এজন্য আমি পার্সোনালি রাজনীতীবিদদের কম পছন্দ করি। এদের সময়ানুবর্তিতা থাকে না বললেই চলে৷ কোন জায়গায় সময় মত গেলে নাকি এদের সম্মান কমে যায়৷ এই একজনের জন্য কত গুলো লোকের সময় নষ্ট।
যাই হোক এরপর আমাদের হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ক্রীড়াশিক্ষক লীগের উদ্বোধন করেন৷প্রথমেই দুজন আমাদের সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,তারপর একজন ব্যাট করে অপর জন্য বল করে খেলার অফিসিয়াল উদ্বোধন করেন৷ এরপর টস করার মাধ্যমে আমাদের খেলা শুরু হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
আপনারা সময়মতো মাঠে পৌঁছে গিয়েছেন কিন্তু পরিচালনা কমিটি এক ঘন্টা পর মাঠে এসেছে, এটা তো ঠিক হলো না ভাই। হা হা হা... 🤭 তবে রাজনীতিবিদদের সময়ানুবর্তিতা থাকে কিনা এটা আমার জানা নেই। কিন্তু তারা যে বিভিন্ন কাজে প্রচন্ড ব্যস্ত থাকে, এটুকু আমি জানি। যাইহোক, প্রধান অতিথি না আসলেও আপনাদের হাইস্কুলের প্রধান শিক্ষক এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ক্রীড়াশিক্ষক যেহেতু লীগের উদ্বোধন করে দিয়েছেন, এটাই তো অনেক। উদ্বোধন যেহেতু হয়ে গেছে, এবার খেলা শুরু করে দেন ভাই। হা হা হা..🤭🤭
কাজ তো থাকেই ভাই। তবে আমি কোথাও কমিটমেন্ট দিলে সেটা আমার রাখা উচিত বা না রাখতে পারলে প্রথমেই বলে দেওয়া উচিৎ বলে মনে করি।এতে সময় নষ্ট হয়না।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
সেটা তো ভাই আপনি ঠিক কথা বলেছেন ।