সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর দিক

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো আমার বাংলাব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমি ভাল নেই। দেশ বন্যকবলিত,দেশের মানুষ কষ্টে আছে তাই আমার মন ভারাক্রান্ত।চলুন শুরু করি আজকের পোস্ট

pexels-pixabay-267350.jpg

সোর্স

বর্তমান জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম এর গুরুত্ব ভাতের থেকে কম নয়,ক্ষেত্র বিশেষে ভাতের থেকেও এর গুরুত্ব কোন কোন ক্ষেত্রে বেশি।ভাত ছাড়া এক আধ বেলা থাকা হয়ত যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া এক ঘন্টাও কাটানো সম্ভব না।এই বিষয়টা কিছুদিন আগে যখন নেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন হারেহারে টের পেয়েছি আমরা সবাই।

যদিও আমার খুব একটা সমস্যা হয়নি,কারন সোশ্যাল মিডিয়া আমার খুব একটা পছন্দের জায়গা না।আমার স্টকে প্রচুর বই ছিল।তাই সময় কোনদিক দিয়ে কেটে গেছে বুঝতে পারি নি।আজ এই সোশ্যাল মিডিয়া নিয়েই কিছু কথা লিখব।কথা গুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ও নিজের পর্যবেক্ষণ।আর আমাদের স্টিমিট এই তালিকা থেকে বাদ।

সোশ্যাল মিডিয়ায় আমার পদার্পণ ২০১১ সালে।হাতে ছিল নোকিয়ার n70 ফোন। তখন অ্যান্ড্রয়েড এর এত প্রচলন ছিল না।ওপেরা মিনি ব্রাউজার দিয়ে টু-জি নেট দিয়ে গান ডাউনলোড করা পর্যন্তই ছিল দৌড়।একদিন বন্ধু বলল তোকে ফেসবুক আইডি খুলে দেই।সেই থেকে শুরু।

আমার মনে হয় সেই সময়টা ছিল সোশ্যাল মিডিয়ার স্বর্ণযুগ। তখন সবার হাতে সহজলভ্য ফোন না থাকায় খুব কম মানুষ ব্যবহার করত ফেসবুক। আর যারা ব্যবহার করত তাদের অধিকাংশই বেশ শিক্ষিত। ফলে তখন অনেক কিছি জানা বা শেখা যেত।এরপর আসল থ্রিজি,তারপর আস্তে আস্তে ফোরজি।চাইনিজ কোম্পানিগুলোর দৌলতে হাতে হাতে চলে আসল অ্যান্ড্রোয়েড।

সস্তা ডেটা প্যাক আর ব্রডব্যান্ড ইন্টারনেটের কারনে সোশ্যাল মিডিয়া গুলো হয়ে উঠল ব্যপক সহজলভ্য।এটাই কাল হয়ে দাড়াল। বাকস্বাধীনতার যুগ,যে যার ইচ্ছামত পোস্ট করে এখন সেটার পেছনে যুক্তি থাকুক না থাকুক পোস্ট করবে। আর এক শ্রেণি আছে যারা এই পোস্ট গুলো ভেরিফাই না করেই বা যুক্তিবুদ্ধি দিয়ে বিচার না করেই শেয়ার করবে।

এই বিষয়টা কাজে লাগায় বড় বড় ম্যানিপুলেটর রা যাদের আমরা অপর ভাষায় সেলিব্রেটিও বলতে পারি।এরা নিজেদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য চোখ বন্ধ করে এমন কিছু জিনিস শেয়ার করে যেগুলো এরা নিজেরাও জানে যে সত্য নয়। আর ভেড়ার পালের মত এদের অন্ধসমর্থক রা সেটাই মেনে নিয়ে বসে থাকে।বিষয়টা কতটা খাটি কতটা ফাকি তা বিচার পর্যন্ত করে না।ভাবখানা এমন যে অমুক ভাই যেহেতু বলেছে সেহেতু ভুল হতেই পারে না।
আপনি তাদের ভুল ধরিয়ে দিতে গেলেই সে লজিক এর ধার দিয়েই যাবে না,বরং আপনাকে দালাল বানিয়ে দেবে।

অনেকেই হয়ত ভাবতে পারেন মূর্খরা এমন করেই।তাদের বলি না মূর্খ না।এই দলে রয়েছে অনেক বড় বড় ব্যক্তি।যেমন বন্যা শুরু হবার পর থেকে বাধের বিপরীতে বাধ নির্মান এর একটা যুক্তি খুব ভাইরাল হচ্ছে। অথচ একজন সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই বোঝা যায় কতটা বাজে এই আইডিয়া। এটা যে শুধু মুর্খরা শেয়ার করছে তা নয়, আমার ডিপার্টমেন্ট হেড যে কিনা কেমেস্ট্রির মত একটি সাবজেক্ট এর একজন বিভাগীয় প্রধান পর্যন্ত শেয়ার করেছেন।

আর আমার সহপাঠী যারা কিছুদিন পর দেশের নানা গুরুত্বপূর্ণ পদে বসবে তারা পর্যন্ত বিনা চিন্তায় শেয়ার করে যাচ্ছে। আমি দাবি করছি না আমি অনেক শিক্ষিত।তবে কোনটি ঠিক বা ভুল সেটা জানার চেষ্টা অন্তত করি। আর গুজবের ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কিছুদিন আগে নিজেই দেখেছি।এছাড়া দেশ,জাতীয়তা আর ধর্মের নামে বিভেদ সৃষ্টির আদর্শ জায়গা।

তবে একচেটিয়া যে খারাপ বলে গেলাম দেখে এটা ভাববেন না আমি খালি খারাপ টাই দেখি। ভাল দিক অনেক আছে।কিন্তু দিন দিন সেই ভাল দিক গুলো খারাপ দিকের আড়ালে হারিয়ে যাচ্ছে।বাকস্বাধীনতার নামে মানুষ এমন কর্মকান্ড চালাচ্ছে যা মেনে নেওয়া যায়না। সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা নিচে নেমে গেছে তা আমাদের স্টিমিট আর ফেসবুক এর সাথে তুলনা করলেই বুঝবেন।

দুই জায়গা তেই মানুষ কিন্তু তারপরেও দুই জায়গাতে আকাশ পাতাল তফাৎ। আমরা যখন স্টিমিটে পজিটিভিটি, সৃজনশীলতা প্রকাশে ব্যস্ত,সেখানে ফেসবুক ভরা এখন নেগেটিভিটি। এখানে আমরা কারো সাথে মত না মিললে তার গঠনমূলক সমালোচনা করি,কিন্তু ফেসবুক হলে আপনাকে ব্যক্তিগত আক্রমন পর্যন্ত করা হয়। এর কারন স্টিমিট এর সহজলভ্যতা কম।কোন সময় যদি এটিই সহজলভ্য হয়ে যায় তখন এটিই অ্যাবিউজ এর শিকার হবে।

এখন তো ফেসবুকে ঢুকলেই প্রেশার হাই হয়ে যায়।আমি তো সিদ্ধান্তই নিয়ে ফেলেছি ফেসবুকেই আর ঢুকব না।স্টিমিটে বেশি সময় দেব,এতে মস্তিস্ক সুস্থ থাকবে আর ক্রিয়েটিভিটি ও বাড়বে।

আজকের পর্ব এপর্যন্তই। পোস্টটি আমার ব্যক্তিগত অভিমত।ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।ভুল ত্রুটি মার্জনীয়।সবাই বন্যাপিড়ীত দের জন্য প্রার্থনা করবেন এবং যতটা সম্ভব পাশে দাড়ানোর চেষ্টা করবেন।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76387.98
ETH 3047.82
USDT 1.00
SBD 2.62