নবান্নের মেলা-১

in আমার বাংলা ব্লগ10 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব নবান্নের মেলায় কাটানো কিছু মুহুর্ত

কার্তিক অগ্রহায়ন এই দুইমাস হেমন্তকাল।বর্তমানে হেমন্তকালের খুব একটা গুরুত্ব নেই। কিন্তু জেনে অবাক হবেন এক কালে আমাদের নব বর্ষ ছিল এই হেমন্ত কালে। আরো নির্দিষ্ট করে বললে অগ্রহায়ন মাসে। এর কারন,তৎকালীন দেশ ছিল কৃষি নির্ভর। অর্থনীতীর পুরোটাই নির্ভর করত কৃষির উপর।কৃষকরা ফসল তোলার আগে পর্যন্ত বাকিতে জিনিসপত্র নিত,আবার জমিদার দের খাজনাও দিতে পারত না। কিন্তু অগ্রহায়ন মাসে কৃষকদের ঘরে উঠত নতুন ফসল। হাতে আসত টাকা পয়সা।তখন তারা বাকি পরিশোধ করত,খাজনা দিত।ফলে তাদের হিসেব আবার নতুন করে শুরু হত।

এসময় আরেকটা উৎসব পালিত হত,এই উৎসব কে বলা হত নবান্ন। নবান্ন শব্দটি নব ও অন্ন এই দুটি শব্দের সন্ধি।নব অর্থাৎ নতুন আর এখানে অন্ন বলতে ধান কে বোঝানো হয়েছে।কৃষকরা নতুন ফসল তোলা উপলক্ষ্যে পালিত হত এই উৎসব। নতুন ফসল ওঠায় সবার মনে থাকত খুশি ফলে সবার বাড়িতে ভালমন্দ খাওয়াদাওয়া,পিঠাপুলি বানানো হত।সেই সাথে কোথাও কোথাও গ্রাম্য মেলা বসত। এই নবান্ন এখনো ঐতিহ্য হিসেবে পালিত হচ্ছে। আমি যতদুর জানি সনাতন ধর্মের লোকজনই এই অনুষ্ঠান পালন করে।(ভুল হলে দয়া করে শুধরে দিবেন)।

যাই হোক আমাদের এলাকায় বেশ জমজমাট ভাবেই নবান্ন উৎসব পালিত হয়। এমনকি প্রতি নবান্নের সকালে আমাদের এখানে মেলা বসে। ছোটখাটো গ্রাম্য মেলা। মেলা শুরু হয় প্রায় ভোর বেলা।যেহেতু আমি সকালে উঠি, তাই ভাবলাম মেলা থেকে ঘুরে আসব। আমার পাশেই যেহেতু উৎস থাকে,তাই ওকেও বললাম। উদ্দেশ্য ছিল ওকেও কিছু টপিক দেওয়া পোস্ট করার জন্য। আমার প্রস্তাবে উৎসও রাজি হল।বলল,"তুমি উঠেই আমাকে কল দিও"।

আজ সকালে ঘুম থেকে উঠেই উৎস কে কল দিলাম।এরপর রেডি হয়ে অল্প সময়ের মাঝেই চলে আসল। দুইজন মিলে চলে গেলাম মেলায়। মেলায় পৌছাতে ১০মিনিট লাগল।গিয়ে দেখলাম মেলায় লোকে লোকারণ্য। প্রথমেই দেখলাম একটি অস্থায়ী ছাউনীতে গরম গরম জিলাপী ও মিষ্টি বানানো হচ্ছে।দেখেই জিভে জল চলে আসল,কিন্তু নবান্নের দিনে আজ নতুন চাল,ফসল ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা না পর্যন্ত কিছু খাওয়া যাবে না।তাই জিভে জল চলে আসলেও খাওয়ার উপায় ছিল না।
এরপর একটু এগোতেই দেখতে পেলাম কিছু কসমেটিক ও ছোট বাচ্চাদের খেলনার দোকান।এরপর ভিড় ঠেলে আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম......

আজকের পর্ব এপর্যন্তই।বাকি অংশ আগামী পর্বে। কেমন লাগল পোস্টটি অবশ্যই জানাবেন।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

খুব ভালো লাগলো নবান্নের মেলা দেখে আসলে আমাদের এখানে এমন নবান্নের মেলা হয় না তাই তোমার মেলার ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো।ঠিক বলেছো নবান্ন অর্থ নব+অন্ন এর অর্থ নতুন ভাত। এই নবান্নের দিনে সবাই নতুন ধানের চালের ভাত খেয়ে থাকেন। সব মানুষই পালন করে এই নবান্ন তবে সনাতনীদের কিছু নিয়ম কানুন থাকে সেগুলো করে ভগবানকে নতুন ভাত উসর্গ করে তারপর নিজেরা খেয়ে থাকেন। আমাদের গ্রামের অনন্য ধর্মালম্বীরাও আজকের দিনে নতুন ভাত খেয়ে থাকেন আত্নীয় দেরকে নিয়ে।ধন্যবাদ সুন্দর মেলার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

নবান্নের মেলায় বেশ সুন্দর সময় কাটিয়েছেন ,যেটা দেখে খুবই ভালো লাগলো।মেলায় ঘুরতে বেশ ভালো লাগে।বন্ধুদের সাথে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন মেলায়।নবান্ন উৎসবের এই দিনগুলো বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54787.37
ETH 2302.94
USDT 1.00
SBD 2.35