পুরনো ছবি

in আমার বাংলা ব্লগ9 months ago

এই ছবিগুলো ২০১০ এর পর থেকে ২০১৫ সালের ভিতরে এবং কিছু ছবি একদম সদ্য তোলা। মানে যখন আমি কেবল কলেজের গন্ডি পেরিয়ে, মেডিকেল কলেজে উঠে ছিলাম তখনকার। আজ যখন ভাবছিলাম কি শেয়ার করব আপনাদের সঙ্গে, তখন মুহূর্তেই পুরনো দিনের ছবিগুলো বারবার ভেসে উঠছিল চোখের সামনে। অনেকটা সেই চিন্তাধারা থেকেই, আজ ছবিগুলো শেয়ার করতে চলেছি।

হয়তো কারো হাসি লাগতে পারে নতুবা মনে হতে পারে আমি বিগত সময়ে এরকম ছিলাম। আসলে জীবন পরিবর্তনশীল, কখন কার কিভাবে পরিবর্তন চলে আসবে, তা বলা বড্ড মুশকিল। তবে যে কোন পরিবর্তনকেই, মানিয়ে নিতে হয় নিজের জীবনের সঙ্গে।

ছাত্র অবস্থার জীবনটাকে আমি আর কখনো চাইলেই ফিরে পাবো না, ফিরে পাবো না সেই আমার হারানো দিনের অতীত, তবে যেহেতু ছবি গুলো থেকে গিয়েছে মুঠো ফোনের গ্যালারিতে, তাই হয়তো দুটো কথা লিখে ফেললাম, স্মৃতির পাতা থেকে। বেশ ভালো সময় ছিল তখন আমার, না ছিল কোন চিন্তা, না ছিল কোন পিছুটান।

এখন যত সময় গড়িয়ে গিয়েছে সবকিছুই যেন ততটাই জটিলতা সম্পন্ন লাগে আমার কাছে। বিশেষ করে যখন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম, সেই সময়টার কথা চিন্তা করলে অনেকটাই গুলিয়ে যাই, এমনিতেই আমি বেশ স্বাধীনচেতা স্বভাবের মানুষ ছিলাম, তার উপরে হুট করে যখন নিয়মতান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেলাম, তখন মানিয়ে নিতে শুরুতেই কিছুটা বেগ পেতে হয়েছিল, একটা সময় মানিয়েও নিয়েছিলাম, চলছিল সব ঠিকঠাক।

তারপরে তো আবার লেখালেখির জগতে, এখনো চলছেই। সবকিছু ছেড়েছুড়ে লেখালেখি কেই এখন অবলম্বন করেছি। এইতো বেশ আছি, জীবন যাচ্ছে জীবনের মত করেই আর প্রত্যেকটা মুহূর্তে যেন অভিজ্ঞতা বাড়ছে অনবরত। বড্ড কৃতজ্ঞ আমি জীবনের কাছে, এই জীবন আমাকে অনেক কিছু দিয়েছে।

তাহলে চলুন ছবিগুলো দেখে নেওয়া যাক, অনেকটা নিজের আগ্রহ থেকেই ছবিগুলো এখানে ভাগ করে নিলাম, হয়তো একদিন মুঠোফোনটা নষ্ট হয়ে যেতে পারে, তবে ব্লগ তো আপাতত দৃষ্টিতে অবিনশ্বর, তাই জমাট বেঁধে রেখে দিলাম ছবিগুলোকে এখানে।

received_350736999171005.jpeg

received_774324032986888.jpeg

received_652643998566228.jpeg

12722392_1026894060690358_2082298825_o.jpg

12422290_1026894117357019_736441782_o.jpg

IMG_20160218_120314.jpg

IMG_20150515_200102.jpg

IMG_20150119_190206.jpg

IMG_20161110_011843.jpg

IMG_20160708_001914.jpg

IMG_20160919_230916.jpg

IMG_20160723_025919.jpg

IMG_20160731_030837.jpg

Screenshot_2015-11-30-21-02-45.png

received_1211004292290766.jpeg

IMG_20160703_002450.jpg

IMG_20180527_161459_608.JPG

20230213_104630.jpg

FB_IMG_1674250296611.jpg

20221111_164531.jpg

20191019_135734.jpg

IMG_20190531_183727_133.JPG

20190808_200302.jpg

FB_IMG_1598212233530.jpg

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার পুরনো ছবি নিয়ে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ছবিগুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে ভাই।ছাত্র অবস্থার জীবনটাকে আর কখনো চাইলেই ফিরে পাওয়া সম্ভব না ভাই। আপনার শৈশব থেকে এই পর্যন্ত ছবিগুলো দেখতে পেয়ে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ছাত্র জীবন হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। তাই বারবার সেই জীবনে ফিরে যেতে ইচ্ছে করে। যাইহোক আপনার পুরনো দিনের ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। বয়সের সাথে সাথে মানুষের শারীরিক গঠন পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। যাইহোক পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

 9 months ago 

ছাত্রজীবন কিংবা অতীত জীবন মানুষের সোনালী সময়।চাইলেও তা ফিরে পাওয়া সম্ভব নয়।তবে এই যে রেখে দেয়া ফটোগ্রাফিগুলো অতীতের অনেক কথাই মনে করিয়ে দিতে সক্ষম।আপনি এই একেকটা ফটোগ্রাফি দেখলে আপনার একেক সময়ের স্মৃতি মনে পরে যাবে।বয়স ও সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন আসে।তাই আমাদের এই পরিবর্তন স্বাভাবিক। খুব ভালো লাগলো ভাইয়া আপনার বিভিন্ন সময়ের ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাইয়া ছাত্র জীবন আসলেই সোনার সময় সবার জীবনে।আপনি মেডিকেল কলেজে পড়া অবস্থার কিছু ছবি শেয়ার করেছেন।আপনার সোনালী অতীত দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

রেখে দিলাম ছবিগুলো ব্লগে, যেন অদূর ভবিষ্যতে মন চাইলেই যেন দেখতে পারি।

 9 months ago 

পুরনো দিনের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। সত্যি ভাইয়া আমরা সবাই সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছি। আসলে জীবন আমাদেরকে বদলে দিয়েছে। আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 9 months ago 

আসলেই সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।

 9 months ago 

কি বলবো ভাইজান, আমি তো অবাক হয়ে গেছি! যাই হোক খুবই ভালো লাগলো। আসলে পুরনো দিনগুলো ভুলে যাওয়া যায় না তবে মনে হয় বারবার ফিরে আসা দিনগুলো স্মৃতির পাতায় থেকে যায় ঠিক এভাবে আজকে ক্যামেরাবন্দি করা ছিল বলেই দেখার সৌভাগ্য হলো আর দেখাতে পারলেন। অবশ্য ১০-১১ সালের ছবি আমারও রয়েছে কিন্তু হাতের নাগালের বাইরে,একটি নষ্ট মোবাইল এর মধ্যে। তবে যাই হোক ছবিগুলো আমার খুবই ভালো লাগলো,আপনার অতীত দিনগুলো কেমন ছিল জানিনা তবে ছবির সাথে হয়তো কিছুটা খোঁজার চেষ্টা করলাম আপনার অতীতের দিনগুলো। এভাবেই মানুষের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হয়ে চলছে। আর নিজের পরিবর্তন সাধন হচ্ছে। অনেকে বলে বয়স বাড়ছে কিন্তু আমি বলি, না! বয়স কমছে

 9 months ago 

জীবন যেখানে যেমন, বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা মাত্র।

 9 months ago 

সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আসলে মানুষের বয়সের সাথে সাথে পরিবর্তন হয়ে থাকে তার চেহারার। তবে আগের চেহারা সবাই খুব মিস করে। ঠিক বলেছেন ছাত্র জীনটা ফিরে আর কোনদিও পাওয়া যাবে না কিন্তুু সেই জীবটাকে সবাই খুব মিস করে।ধন্যবাদ সুন্দর সোনালী অতিতের ছবি শেয়ার করার জন্য।

 9 months ago 

আমিও কলেজ জীবনটাকে বড্ড বেশি মিস করি, তবে চাইলেও আর সেটা ফিরে পাওয়া সম্ভব না।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59032.15
ETH 2518.27
USDT 1.00
SBD 2.46