সরাসরি বাগান থেকে লিচু কিনলাম
গতকাল বিকেলে গিয়েছিলাম লিচু কেনার জন্য আমার এক আত্মীয়ের বাগানে। আমি একটু ফল কেনার ব্যাপারে, যত্নশীল থাকার চেষ্টা করি নিজের জায়গা থেকে। বিশেষ করে দেখেশুনে নিতে পারলে যেন, নিজের ভিতরে প্রশান্তি পাই।
তাছাড়া যে ফলগুলো খুবই সহজলভ্য ও সব জায়গায় পাওয়া যায়, সেই ফলগুলো একটু বাগানে গিয়েই নেওয়ার চেষ্টা করি। এতে যেমন টাকাটা একদম বাগান মালিক পায় তেমনটা ফলটাও আমি বেছে নিতে পারি।
এবছর লিচুর ফলন একটু কম হয়েছে, যার মূল কারণ অনাকাঙ্ক্ষিত ঝড়-বৃষ্টি । আমি যখন বাগানে গিয়েছিলাম, তখন রীতিমতো প্রথমে হতাশ ছিলাম, কেননা ঝড়ের আগেই সমস্ত লিচু বিক্রি হয়েছিল। তারপরেও যেহেতু বাগান মালিক আমার পূর্ব পরিচিত, সেই জায়গা থেকে সে নিজের থেকেই চেষ্টা করেছিল, বাগানের অবশিষ্ট গাছের লিচুগুলো থেকে আমাকে লিচু সংগ্রহ করে দেওয়ার জন্য।
লিচু পেয়েছি বটে তবে দাম কিন্তু আকাশ ছোঁয়া। মানে গতবার যে টাকায় আমি একশো লিচু কিনেছি, সেই একই লিচু এবার ডাবল দামে কিনতে হয়েছে। তারপরেও ঐ যে একটা ভালো লাগার ব্যাপার থাকে , দিনশেষে দেখে শুনে নিতে পেরেছি এটাই বা কম কিসের।
পুরো পরিবার নিয়ে গিয়েছিলাম সেই বাগানে, বাবু মোটামুটি বেশ খুশি হয়েছিল। কেননা উন্মুক্ত পরিবেশে সে একদম এদিক সেদিক ছোটাছুটি করে বেড়াচ্ছিল । তাছাড়া হীরা ও আমার শালী মূলত ওরা গাছ থেকেই লিচু ছিঁড়ে নিয়ে নিজেদের মতো করে তাৎক্ষণিক খাচ্ছিল এবং বাবুও মাঝে মাঝে চেষ্টা করছিল, গাছ থেকে লিচু ছেঁড়ার জন্য।
বলতে গেলে বাগান থেকে সরাসরি লিচু কেনার অভিজ্ঞতা এক কথায় দারুণ, কিছুটা যেমন বাজারের থেকে কম দামে লিচু ক্রয় করতে পেরেছি, তেমনটা সময়টাও কেটেছে বেশ দারুণ। অনেকটা মনে রাখার মত সময় এটা।
এক দিকে যেমন পরিবার নিয়ে ঘোরাঘুরি হয়েছে, তেমনটা যে কাজ করতে এসেছিলাম, সেটাও মোটামুটি বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে শুভ ভাই এইটা কোন একটা কথা হল। আপনি বাগান থেকে সরাসরি লিচু কিনে আমাদের লোভ দেখাচ্ছেন। যাইহোক বাগান থেকে এইভাবে লিচু কেনার সৌভাগ্যটা আমার কখনো হয়নি। আসলে আমরা বাজার থেকে এখন বিভিন্ন রং দেওয়া লিচু কিনে খাচ্ছি। আর আপনি দেখছি বাগান থেকে একদম ভেজাল বিহীন লিচু কিনে খাচ্ছেন। আসলে আপনার এই লিচু কেনার অভিজ্ঞতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ।
দাদা, সময় সুযোগ করে চলে আসুন আমাদের এখানে, আপনার জন্য দাওয়াত রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই দারুণ স্বাদের একটা ফলের দৃশ্য উপস্থাপন করেছেন, দেখেই লোভ লেগে গেলো। আসলে বাগান হতে টাটকা ও সতেজ কিছু কেনার মজাটাই আলাদা। ধন্যবাদ লিচুর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
দ্রুত চলে আসেন ভাই, আপনার জন্য দাওয়াত রইল। ভালোবাসা নিরন্তর।
যে কোন ধরনের ফলমূল বাগান থেকে সংগ্রহ করা অনেক ভালো। কেননা, বাগান থেকে যে কোন ফল সংগ্রহ করলে একদম টাটকা এবং সতেজ রুপে পাওয়া যায়।আর বাজার থেকে ফল কিনলে এমন টাটকা পাওয়া যায় না। আপনি আপনার পুরো পরিবার নিয়ে লিচে বাগানে গিয়েছিলেন এবং লিচু বাগান থেকে বেশ কিছু লিচু কিনেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবার এই ঝড়ের কারণে লিচু বাগানের মালিকেরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছে। আপনি বাজার থেকে নিচু ক্রয় করেছেন এটা জানতে পেরে ভালো লাগলো। বাগান থেকে লিচু ক্রয় করার দুইটা সুবিধা হয়েছে একটা হচ্ছে ভালো মানের লিচু পাওয়া যায় আর অন্যটা হচ্ছে বাজারের তুলনায় তুলনামূলক কম দামে পাওয়া যায়।
হ্যাঁ ভাই, এটা সত্য কথা বাগান থেকে লিচু কিনে বেশ স্বল্প দামে পেয়েছি।
বাগান থেকে কোন ফল কেনার আনন্দ অনেক বেশি। তখন ভালো মানের ফল পাওয়া যায়। যেহেতু লিচু আগেই বিক্রি করে দেওয়া হয়েছে তাই খুব একটা লিচু না থাকলেও যেগুলো আছে সেগুলোই অনেক ভালো মানের ছিল দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া। আর আপনার পরিবারের সবাই অনেক আনন্দ করেছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা এবং ভালোবাসা রইলো ভাইয়া।
এটা সত্য, যে লিচুগুলো কিনেছিলাম, সেগুলো দেখতে যেমন দারুণ ছিল এবং তেমনটা খেতেও বেশ সুস্বাদু ছিল।
যে কোন ফল নিজের হাতে পেড়ে সামনাসামনি দেখে কেনার অনুভূতি অন্যরকম ভালো লাগার। ঠিকই বলেছেন এইবার লিচুর দাম আকাশ ছোঁয়া অনেক বেশি দাম। ফটোগ্রাফী গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার মূহূর্ত গুলো তুলে ধরার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
বলতে গেলে আপু, ডাবল দাম এবার। তাও যেন সহজে মিলছে না লিচু।
ভাইয়া যে কোন ফল বাগান থেকে কেনার মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায় ।দেখে শুনে ভালো জিনিস নেওয়া যায় । যদিও এবার লিচুর ফলন কম হয়েছে ।শেষের দিকে হলেও লিচু কিনতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো ।সবাই মোটামুটি বেশ ভালো ঘোরাঘুরিও করেছেন দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
মূলত এই অনাকাঙ্ক্ষিত ঝড়ের কারণেই যত সমস্যা হয়েছে আপু, ফল চাষীরা ঝড়ের আগেই লিচু বিক্রি করে দিয়েছে, যার কারণে এখন প্রচুর দাম।
ভাই এক ঢিলে দুই পাখি মেরেছেন। বাগান থেকে ফ্রেশ লিচু কেনা হলো এবং পরিবার নিয়ে ঘুরাঘুরি করাও হলো। বাগান থেকে লিচু কিনে খাওয়ার মজাই আলাদা। আমি গতবছর লিচু বাগান থেকে লিচু আনিয়ে খেয়েছিলাম। যাইহোক এবার আসলে লিচুর দাম অনেকটা বেশি। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ব্যাপারটা অবশ্য এক দিক থেকে ঠিকই বলেছেন, কেনাকাটাও হয়েছে ঘোরাঘুরিও হয়েছে এবং সময়টাও বেশ ভালো কেটেছিল পরিবার নিয়ে , তবে এটা সত্য এবার লিচুর দাম আসলেই বেশ বেশি ।
নিজে হাতে বাগান থেকে লিচু নেওয়ার মধ্যে একটা আলাদা ভাল লাগা কাজ করে।আর একদম অরগানিক ফল পাওয়া যায়।আমাদের এবার লিচু বাগানে বেশ ভালোই লিচু ছিল ঝরের আগেই বিক্রি হয়ে গিয়েছিলো। ঝরের আগে লিচুর দাম সাভাবিক ছিলো ভাইয়া কিছুদিন হলো অনেক দাম বেড়ে গিয়েছে।আমি গতকাল কিছু কিনলাম অনেক দাম নিলো।ভালো লাগলো আপনার পোস্ট টা দেখে।