ব্যস্ততাপূর্ণ দিন
অন্যান্য দিনের থেকে আজকের দিনটা আমার কাছে অনেকটাই ব্যস্ততাপূর্ণ সময় কেটেছিল। বলতে গেলে দুপুরের পর থেকে দম ফেলানোর যেন ফুরসত পাইনি । যদিও সপ্তাহিক ছুটির দিন ছিল, তারপরেও ব্যস্ততা যেন আমাকে আঁকড়ে ধরে ছিল।
সমসাময়িক সময়ে যেহেতু আমি টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করছি, তাই স্থানীয় কিছু ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আমার সখ্যাতা তৈরি হয়ে গিয়েছে। মূলত তাদের সঙ্গে আজকে প্রথম দেখা করার পর্ব ছিল।
বেশ উত্তেজনা কাজ করছিল নিজের মাঝে, একই এলাকাতেই সবাই থাকি, তবে কেউ কাউকে সেভাবে চিনতাম না। তাছাড়া নিজেদের ভিতরে যোগাযোগ রাখা ভালো, সেই চিন্তাধারাকে প্রাধান্য দিয়েই মূলত সকলের সঙ্গে দেখা হয়।
আমি অনুষ্ঠানে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, কেননা নবীন-প্রবীণ অনেক কনটেন্ট ক্রিয়েটর এসেছিল সেখানে। সকলের সঙ্গেই কথোপকথন হয়। বেশ ভালো লেগেছিল, কেননা তারা বিভিন্ন পেশায় যুক্ত থাকার পরেও, দিন দিন চেষ্টা করছে কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো আছে, তাই সেই জায়গা গুলোতে নিজেদের অবস্থান শক্ত করার জন্যই তাদের এই কর্মসূচি।
তাছাড়া গ্রুপ হয়ে কাজ করলে দেখা যায়, সহজেই ভিডিও গুলোতে দ্রুত ভিউ বাড়ানো সম্ভব। যদিও আমি গতানুগতিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিষয় একটু কম বুঝি, তবে তারপরেও পরিবার নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, বেশ ভালই সময় কাটিয়েছিলাম।
বিভিন্ন রকম আয়োজন ছিল পুরো অনুষ্ঠান ঘিরে। মূলত যে, যে বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়েই যেমনটা কথা বলেছিল, তেমনটা সবাই বাস্তবে উপস্থাপনা করেছিল। বলতে গেলে, ছোটখাটো একরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গিয়েছিল।
আমি একটা বিষয় প্রতিনিয়ত বেশ ভালোভাবে বিশ্বাস করি, সৃজনশীল কর্মকাণ্ড করার জন্য কোন সঠিক বয়স লাগে না, শুধুমাত্র সদিচ্ছা দরকার। একঝাঁক স্থানীয় নবীন-প্রবীণ ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের মাঝে নিজে উপস্থিত থাকতে পেরে, একপ্রকার গর্ব হচ্ছিল। তারা যেভাবে আমাকে সম্মান করেছে, আমি তাতেই কৃতজ্ঞ।
ছোট্ট জীবনে প্রতিনিয়ত নানা রকম অভিজ্ঞতা হয়েই যাচ্ছে, সেই জায়গা থেকে চিন্তা করে দেখলে, আজকে যে অভিজ্ঞতা আমার সঙ্গে হলো, তা অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
শেষের কথা গুলো ভালো লাগলো।একটা কাজ গ্রুপিং করে করলে সফলতা সেখানে দ্রুত হানা দেই।আর যে যেই বিষয়ে পারদর্শী সে যদি সেই বিষয় সবার সামনে উপস্থাপন করে তাহলে বাকিরা অনেকটা ধারনা নিয়ে আত্ববিশ্বাসি হয়ে ওঠে।দারুন একটি সময় উপভোগ করেছেন। শুভ কামনা ভাইয়া।
বেশ ভালো লাগলো ভাই আপনার মন্তব্য, আমাকে অনেকটাই অনুপ্রেরণা জুগিয়েছে।
গ্রুপ হয়ে যে কাজ করা যায়,সেই কাছে সফলতা আসে বেশি।আপনি অনেক সুন্দর একটি দিন পার করলে। আপনি টুকটাক ভিডিও বানান এটা জানতে পেরে ভালো লাগলো। আপনার ভিডিও এর আগে দেখেছি আসলে স্থায়ী কন্টেন ক্রিয়েটরদের সাথে কিছু মুহূর্ত উপভোগ করেছেন এবং তাদের কাছ থেকে ধারনা আর দিনটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এই মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে আপনার,আসলে ভিডিও বানানোর ইচ্ছা আমার রয়েছে তবে সময়ের অভাবে হয় না।
সময় সেটা তো বড্ড সংক্ষিপ্ত, এর মাঝেই টুকটাক চেষ্টা করতে হবে। চেষ্টা করুন, ভিডিও বানানোর জন্য। শুভেচ্ছা রইল।
নিজের এলাকার স্থানীয় কিছু ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করেছেন। অচেনা মানুষ গুলো এখন খুব সহজেই পরিচিত হয়ে গেল আপনার। সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনও বেশ ব্যস্ততা ছিল তাহলে। খাবার গুলো দেখে তো বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সার্ভ করেছে তারা। তবে এটা ঠিক বলেছেন ভাইয়া গ্রুপিং করে সবাই একসাথে কাজ করলে সফলতা খুব তাড়াতাড়ি আসবে।
আমিও তো তেমনটাই মানি, গ্রুপিং করে কাজ করলে অবশ্যই দ্রুত সফলতা আসে।
আপনার ভিডিও গুলো প্রতিনিয়তই ফেসবুকে দেখি ভাই। অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল । সেই সাথে অনেক কনটেন্ট ক্রিকেটার একসাথে হয়ে একটি আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন যেনে ভালো লাগলো তাই শুভকামনা জানাই।
আমি জেনে খুশি হলাম ভাই,আপনি আমার ভিডিও দেখেন।
আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাই। সত্যি ভাইয়া কার ভিতরে কি প্রতিভা আছে এটা প্রকাশ করতে কখনো কোন বয়স লাগে না। নবীন এবং প্রবীণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে দেখে ভালো লাগলো ভাইয়া।
বয়স সে তো শুধুমাত্র সংখ্যা, সৃজনশীল কর্মকাণ্ড এগিয়ে যাক প্রতিনিয়ত।
স্থানীয় কিছু ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভাইয়া লাগলো। তারা আপনাকে সম্মান করেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন বুঝতে পারছি। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য।
এটা সত্য সময়টা বেশ ভালো কেটেছে এবং অভিজ্ঞতা হয়েছে দারুণ।
হ্যা, গ্রুপের সাথে সংযুক্ত হলে কাজ করলে অনেক কিছুই সহজ হয়ে যায় এবং সকলের নিকট হতে সুন্দর সমর্থনও পাওয়া যায়। ভাই খাবারগুলো কিন্তু লোভ বাড়িয়ে দিয়েছে, হি হি হি।
চলে আসুন আমাদের এলাকাতে ভাই, এই লোভনীয় খাবারগুলো থাকবে আপনার জন্যও।
এই ধরনের উদ্যোগকে মন থেকে সাধুবাদ জানাচ্ছি। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। আমিও মনে করি বয়স কোনো ফ্যাক্ট না। শুরু করাটাই হচ্ছে মুখ্য বিষয়। যেহেতু ভিডিও তৈরি করার চেষ্টা করছেন, সেহেতু এলাকার নবীন-প্রবীণ কনটেন্ট ক্রিয়েটরদের সাথে ভালো সম্পর্ক রাখটা অবশ্যই জরুরী। কারণ সম্মিলিত ভাবে যেকোনো কাজ করলে সফলতা অর্জনের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যাইহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
আপনার এই কথাটা একদমই ঠিক দাদা, সৃজনশীল কর্মকাণ্ড করার জন্য কোন সঠিক বয়স লাগে না, শুধুমাত্র ইচ্ছা শক্তিই যথেষ্ট। তাছাড়া এতগুলো নবীন কনটেন্ট ক্রিয়েটারদের একসাথে দেখে অনেক বেশি ভালো লাগছে। আপনারা সবাই মিলে যে বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করেছেন এবং এত সুন্দর খাওয়া-দাওয়া করেছেন, সে ক্ষেত্রে ব্যস্ত সময় তো কাটবেই। অনেক ভালো লাগলো দাদা, আপনার এই পোস্ট টি পড়ে।