গোধূলি লগ্নে

in আমার বাংলা ব্লগlast month

যেহেতু ছয়টা দিন ইন্টারনেট ছিল না, সেহেতু মোটামুটি সময়টা কেটেছিল অনেকটা এলোমেলো ভাবে। তাছাড়াও নিজের কাজকর্ম বন্ধ ছিল, তাই এ কয়দিনে বই পড়েছি শান্তি মতো। দুটো পাঁচশো পৃষ্ঠার বই গোগ্রাসে গিলে ফেলেছি। এতো কিছুর পরেও একটা প্রশ্ন মাঝে মাঝেই মনে উদিত হয়,

1000030846.jpg

1000030847.jpg

1000030845.jpg

1000030840.jpg

1000030839.jpg

1000030837.jpg

1000030838.jpg

1000030835.jpg

1000030836.jpg

1000030842.jpg

পেটের ক্ষুধা নিবারণের জন্য যেমন খাবার দরকার, তেমনটা মস্তিষ্কের পুষ্টির জন্য প্রগতিশীল বইয়ের কোন বিকল্প নেই।

গ্রামের দিকটাতে শহরের মতো ঝামেলা ছিল না, তাই প্রায় দিনই বিকেল বেলা করে দোলন ভাইয়ের মোটরবাইকে চড়ে এদিক সেদিক ঘুরে বেড়িয়েছি। প্রকৃতি যেন আমাদের কে একদম অনেকটা আপন করে নিয়েছিল। বিশেষ করে গোধূলি লগ্নে, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছিল আকাশের দৃশ্যপট।

হুট করেই নীল আকাশের বুকে ডুবন্ত সূর্যের রক্তিম আভা অনেকটাই দৃষ্টি কেড়ে নিয়েছিল। রাস্তার দু'পাশের জমিগুলো প্রস্তুত করা হচ্ছিল ফসল চাষের জন্য। এ দিকের মানুষের ব্যস্ততা এখন ফসল চাষ নিয়ে। বড্ড সহজ সাধারণ জীবন তাদের।

যেহেতু পড়ন্ত বেলায় দুভাই ঘুরতে বেরিয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম ফাঁকা জায়গা দেখে, সেখানে কিছুক্ষণ বসে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য । যতদূর চোখ যাচ্ছিল শুধু উন্মুক্ত জমি দেখতে পাচ্ছিলাম আর নীল আকাশের অপার্থিব সৌন্দর্য বাড়াবার চোখে ধরা পড়ছিল।

গোধূলি বেলার এমন নীল আকাশের অপার্থিব সৌন্দর্য, হয়তো কবি সাহিত্যিকদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা এমন পরিবেশ তাদের উন্মুক্ত চিন্তার আরও বিকাশ ঘটাতে পারে।

তবে আমি একটু ভিন্নভাবে ভাবতে পছন্দ করি। কেননা সবার দর্শন তো আর এক না, কেউ হয়তো নীল আকাশের বুকে ঐ রক্তিম আভা দেখে যেখানে ছন্দ মেলাতে ব্যস্ত, সেখানে হয়তো আমি স্পষ্ট বিষাদের ছাপ দেখতে পাচ্ছি।

প্রতিটা ক্ষেত্রেই সকলের স্বতন্ত্র চিন্তাভাবনা থাকা অতীব জরুরী, তাতে আর যাইহোক নিজেকে কোন অবস্থাতেই হীনমন্যতায় ভুগতে হয় না।

এই যে সেদিন পড়ন্ত বেলায় ঘুরতে গিয়েছিলাম আর এমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে অবলোকন করেছিলাম, তাতে হয়তো কিছুটা হলেও নিজের ভেতরের সমসাময়িক বেদনাকে উড়িয়ে দিয়েছিলাম, ওই গোধূলি বেলার রক্তিম আভার সঙ্গে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

মাঝে মাঝে গ্রামের দিকে ঘুরে বেড়াতে কিন্তু ভালই লাগে ভাই। তবে এই ছয়দিন যে ইন্টারনেট ছিল না, তা কিন্তু অন্যভাবে এনজয় করেছ বোঝাই যাচ্ছে। ছবিগুলো তো অসাধারণ তুলেছ। গোধূলি বেলার এমন ছবি সত্যিই মন ভালো করে দেওয়ার মত। ইন্টারনেটহীন কয়েকটি দিন কিন্তু তোমাকে বেশ অন্যরকম ভাবে কাটানোর একটা সুযোগ দিল বটে। আর বই পড়া সব সময় ভালো অভ্যাস। সময়টা বেশ ভালো করেই কাটিয়েছো বোঝা যাচ্ছে।

 last month 

একদম দাদা, সময়টা সত্যিই বেশ ভালো কেটেছিল।
শুভেচ্ছা রইল।

 last month 

আহা কী অপূর্ব ছবিগুলো। চোখ সরেই না যেন৷ গ্রামের একটা অন্যরকম নিশ্চয়তা আছে বলেই আমি বিশ্বাস করি। আর ছবিগুলো সেই জন্য চমৎকার হয়। ইন্টারনেট পরিসেবা না থাকার কারণে আপনাদের যেমন অনেক অসুবিধে হয়েছিল আবার দেখুন বই পড়ার জন্য খানিকটা সময় পেলেন আর প্রকৃতির মধ্যে ভেসে যাওয়ার অনেকটা সময়। জীবনে আসলে সব কিছুই দরকার হয় তাই প্রতিটা সময়কে সঠিক ভাবে উপভোগ করলে জীবনটা সহজ হয়ে যায় অনেক।

বই আর প্রকৃতি এই দুই বন্ধুর মতো বন্ধু পৃথিবীতে বোধহয় আর কিছু নেই।

 last month 

বই আর প্রকৃতি এই দুই বন্ধুর মতো বন্ধু পৃথিবীতে বোধহয় আর কিছু নেই।

একদম ঠিক বলেছেন কিন্তু। আমার কাছেও তেমনটাই মনে হয়।

 last month 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্য কেনা পছন্দ করে। আমি তো অনেক বেশি ভালোবাসি গ্রাম বাংলার এরকম সৌন্দর্যের মাঝে ঘুরাঘুরি করতে। এত সুন্দর আকাশ দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। গ্রামে আপনি আপনার ভাইয়ের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করেছেন শুনে অনেক ভালো লেগেছে। এরকম আকাশ দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। বই পড়া কিন্তু অনেক ভালো একটা অভ্যাস। আপনি এই কয়েকদিন বই পড়েছেন শুনে অনেক ভালো লাগলো। আমি মনে করি সবারই উচিত অবসর সময়ে বই পড়া।

 last month 

এভাবেই ইন্টারনেট বিহীন দিনে সময় কাটিয়েছে আপু, অনেকটা নিজের মতো করে।

 last month 

বিগত কয়েকদিন ইন্টারনেট ছিলো না বলে রুটিন মোতাবেক একেবারেই চলতে হয়নি। এককথায় বলতে গেলে যখন যা ইচ্ছে সেটাই করেছি। যাইহোক দোলন ভাইয়ের সাথে বাহিরে ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন ভাই। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। গোধূলি লগ্নে এমন খোলামেলা পরিবেশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এটা সত্য, দোলন ভাইয়ের সঙ্গে বেশ ভালোই সময় কাটিয়েছিলাম সেদিন।

 last month 

গ্রাম অঞ্চলের এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো সত্যিই মনোমুগ্ধকর হয়। প্রকৃতির এই সৌন্দর্য ঘেরা গ্রামীণ পরিবেশে বসে নিজের মনের যত চাপা কষ্ট বা ভালোলাগা সেগুলো অবলীলায় শেয়ার করা যায়। আসলে দাদা গ্রামাঞ্চলের গোধূলি বেলার এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো সবসময়ই দৃষ্টি নন্দন হয়। আপনার লেখাগুলো পড়েও যেমন ভালো লাগলো, তেমনি ফটোগ্রাফি গুলো দেখেও মন জুড়িয়ে গেল।

 last month 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57459.91
ETH 2436.61
USDT 1.00
SBD 2.38