শুভ জন্মদিন || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 days ago

তিনটে বছর কত লম্বা সময় তাই না, মনে হল যেন চোখের পলকে সময় গুলো কেটে গেল। এমনটা হওয়া নিতান্তই স্বাভাবিক, যেখানে প্রতিনিয়ত দিনের বেশিরভাগ সময় কাটে, সেখানে আর যাইহোক সময়কে তো বেঁধে রাখা যায় না।

1000029086.jpg

1000029092.jpg

1000029091.jpg

1000029090.jpg

1000029089.jpg

1000029088.jpg

1000029087.jpg

1000029095.jpg

1000029085.jpg

1000028970.jpg

1000028906.jpg

1000028903.jpg

1000028898.jpg

1000028904.jpg

1000028900.jpg

ভিডিও লিংক


প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতা আর মুহূর্ত সঞ্চার হচ্ছে, তাই এখানে পিছনে ফিরে তাকানোর যেন কোন অবকাশ নেই। সামনে এগিয়ে চলাই মূল লক্ষ্য।

তাই আজকের এই বিশেষ দিনে সবাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কৃতজ্ঞ এই কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সহকারী প্রতিষ্ঠাতার কাছে। তাছাড়া আমার কলিগ ও আমার প্রাণপ্রিয় সদস্যদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। হয়তো এই দীর্ঘসময় চলার পথে অনেক রকম ভুল ভ্রান্তি হয়েছিল, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।

আজকের এই বিশেষ দিনে, আমি চেষ্টা করেছিলাম আমাদের এখানকার স্থানীয় ইউজারদের নিয়ে সময়টাকে নিজের মতো করে কাটানোর জন্য। এ যাত্রায় বৃষ্টি বৌদি, রিতু ম্যাডাম এবং শ্যামসুন্দর বেশ ভালোই সহযোগিতা করেছিল। চেষ্টা করেছিলাম দুপুর বেলা তাদের পরিবারের সবাইকে নিয়ে একত্রে খাওয়া-দাওয়া করার জন্য। বেশ ভালোই কেটেছিল সময়টা, কেননা অনেকটা দিন পরে সবাই একত্রিত হয়েছিলাম আর উপলক্ষ ছিল ব্লগের জন্মদিন।

তাছাড়া সন্ধ্যেবেলা ছিল কেক কাটার পর্ব, সেখানেও বেশ মজা হয়েছিল। এমনভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, যার প্রতিটি সময় যেন ছিল মনে রাখার মত। আমার কাছে এটি বিশেষ পাওয়া, বলা যায় আমি গর্বিত। আমি চেষ্টা করেছি, আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার জন্য, আশা করি সেটা ভালো লাগবে আপনাদের ।

ভুল-ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, এত কিছুর পরেও অনেক কিছুরই হয়তো ত্রুটি থেকে গিয়েছিল, সেদিক থেকে ক্ষমা চাচ্ছি। আবারো বলতে চাই, ভালোবাসা নিরন্তর, সকলের জন্য।

হিংসা-বিদ্বেষ দূর হোক, স্বচ্ছতা ফিরে আসুক অন্তরে, নোংরা প্রতিযোগিতায় মেতে না উঠে বরং জীবন হোক আনন্দময়। এই প্রত্যাশা ব্যক্ত করছি, আজকের এই দিনে।

ধন্যবাদ সবাইকে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

সবাই মিলে দিন টা উদযাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। কেক টা দারুন হয়েছে ভাইয়া। আর সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। বেশ ভালো খাওয়া দাওয়া করেছেন সবাই মিলে। আপনার পোস্ট দেখে ইচ্ছে হচ্ছে আমাদের কমিউনিটির সবাই মিলে এভাবে রিয়াল লাইফে দিনটা উদযাপন করতে পারলে অনেক বেশি ভালো লাগতো। সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

আসলেই আপু সবাই মিলে যদি একত্রে পুরো কমিউনিটি নিয়ে সময়টা কাটানো যেত তাহলে বেশ ভালই হতো। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটা।

 8 days ago 

চোখের পলকে তিন বছর কেটে গেল। সময় দ্রুতই কেটে যায়। সবাই মিলে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উদযাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। সবার সাথে এরকম সুন্দর মুহূর্ত কাটানোর আনন্দই আলাদা।

 8 days ago 

আসলেই ভাই, মাঝে মাঝে যখন সময়ের ব্যাপারটা ভাবি, তখন বড্ড গুলিয়ে যাই, সময় সত্যি ভীষণ দ্রুত গুলো চলে যায়।

 8 days ago 

তৃতীয় বর্ষপূর্তি জন্মদিন উপলক্ষে খুব সুন্দর সেলিব্রেশন করেছেন দেখছি। সবাই মিলে কেক কেটে এবং সবাই মিলে একটি সুন্দর সময় কাটিয়েছেন। আপনার সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া। এভাবে যেন বছরের পর বছর আমার বাংলা ব্লগের জন্মদিন আমরা সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 8 days ago 

এটা সত্য যে, সময়টা আমাদের সকলের বেশ ভালই কেটেছিল আপু।

 8 days ago 

আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনারা সবাই মিলে তো দেখছি বেশ মজা করেছেন। সবাইকে একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। মজার মজার খাবার খাওয়ার পাশাপাশি সন্ধ্যাবেলা কেক কেটেছেন, এটা দেখে আরও বেশি ভালো লাগলো। যাইহোক এভাবেই আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আসলেই সময় দ্রুত পার হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলি থেকে যায়।তেমনি আপনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিয়ে আসা কেকটি দারুণ হয়েছে।আর বাংলা ব্লগের অনেককে একত্রে দেখতে পেয়ে ভালো লাগলো।দারুণ উপভোগ করেছেন বুঝতে পারছি, ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।

 7 days ago 

শুভ হোক শুভ দিন আমার বাংলা ব্লগের জন্মদিন। আমার বাংলা ব্লগের জন্মদিনে সবাই মিলে কেক কেটেছেন এটা দেখে সত্যি আমি ভীষণ খুশি হয়েছিলাম। সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন এটা বেশ দারুণ ব্যাপার ভাই। ভাই এত সুন্দর সুন্দর খাবার গুলো মিস করে গেলাম 😍 আমার বাংলা ব্লগ সুদূরপ্রসারী হোক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64921.79
ETH 3541.94
USDT 1.00
SBD 2.36