ভোট প্রদান সম্পন্ন

in আমার বাংলা ব্লগ6 months ago

বহুদিন হলো শহরের এই পরিবেশ দেখি না, মনে হচ্ছে যেন শহরটাতে কোন লোকজনই নেই, একদম শান্ত-চুপচাপ, মাত্র অতিরিক্ত যানবাহনের আওয়াজ আজ নেই বললেই চলে। শহরের এরকম রুপ যে শেষ কবে দেখেছি, আপাতত তা মনে করতে পারছিনা।

20240107_113604.jpg

20240107_113544.jpg

20240107_113214.jpg

20240107_113207.jpg

20240107_112047.jpg

20240107_111131.jpg

20240107_111129.jpg

20240107_110720.jpg

20240107_110703.jpg

হয়তো জায়গাভেদে মতের মিল বা অমিল থাকতে পারে, তবে আপাতত আমার এলাকার পরিবেশ বেশ ঠান্ডা। ঘুম থেকে উঠে এমন পরিবেশ দেখে, কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। কেননা বিগত কয়েকদিন যে পরিমাণ শব্দ দূষণ হয়েছে, তার থেকে আজ যখন ভিন্নতা দেখছি, তখন যেন কিছুটা প্রশান্তি কাজ করছিল।

যাইহোক যেহেতু আমি স্বাধীন দেশের নাগরিক, ভোট দেওয়া আমার দায়িত্বের ভিতরে অন্তর্গত। তাই অবশেষে মনস্থির করলাম ভোট প্রদান করতে যাব। অবশেষে বাসা থেকে পায়ে হেঁটে চলে গেলাম ভোটকেন্দ্রে। এবার বুঝতে পেরেছি, কেন শহর আজ নীরব। মূলত শহরের সব লোকজন তো, ভোটকেন্দ্রেই অবস্থান করছে। তাই সব কোলাহল যেন এখানে পরিপূর্ণ বাকি অন্যত্র যা নেই।

অবশেষে ঝামেলাহীন ভাবে ঢুকেই গেলাম ভোটকেন্দ্রে। নিজের নাগরিক দায়িত্ব পালন করে ফেললাম। ফেরার পথে অনেক পুরনো মানুষজনের সঙ্গে হঠাৎই দেখা, তাই টুকটাক কিছুটা খোশগল্প হয়ে গেল।

কেননা সবার সঙ্গে তো আজ বহুদিন বাদে দেখা। সবার মাঝেই যেন একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছিল। তবে এই উৎসব খুবই সাময়িক, কেননা ভোট পরবর্তী অবস্থা সবার জানা। যে মানুষগুলো প্রতিনিয়ত জনগণের দরজায় দরজায় ঘুরেছে, তাদের আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। হয়তো সেই ক্ষেত্রে মুদ্রার উল্টা পিঠ দেখতে হবে, বাস্তবতা এটাই।

আসলে এই সকল বিষয় নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। আপাতত একজন সচেতন ও সুনাগরিক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব, আমি ঠিকঠাক মতো পালন করেছি। তবে আমার কিছু চাওয়ার আছে। চাওয়াটা মূলত, যে সকল মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে ঠিক তাদের কাছে।

কোন আকাশচুম্বী চাহিদা নেই, শুধুমাত্র স্বাধীন দেশের নাগরিক হিসেবে, যতটুকু নাগরিক সেবা পাওয়া দরকার, ততটুকু ঝামেলাহীন ভাবে পেলেই আমরা সাধারণ মানুষ সন্তুষ্ট থাকবো। আমি আমার দায়িত্ব যেমন ঠিকঠাক মতো আমার জায়গা থেকে পালন করেছি, ততটুকু যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা ঠিকঠাক মতো পালন করে, তাহলেই হয়তো সোনার বাংলা গড়ে উঠবে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

যাক দাদা, দেখে ভালো লাগছে আপনি খুব সফলভাবে ভোট প্রদান করতে পেরেছেন! ভোটের সময় বিভিন্ন জায়গায় ঝামেলা হয়ে থাকে তবে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনি যেখানে ভোট প্রদান করেছেন সেখানে কোন ঝামেলা হয়নি এবং শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রদান করতে পেরেছেন। আপনি ভোট প্রদান করার মাধ্যমে সুনাগরিকের সঠিক দায়িত্বটাও পালন করেছেন। নাগরিক হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এবার যারা বিজয়ী হবে তাদের উচিত আপনাদের আশা গুলোকে পূরণ করা এবং দেশ গড়ার কাজে সাহায্য করা।

 6 months ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

 6 months ago 

ভোট দেয়া প্রত্যেক নাগরিকের অধিকার। এবার ভোটকেন্দ্র বলতে গেলে ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছি। একজন নাগরিক হিসেবে আমিও ভোট দিয়েছি। তবে আপনার মতো আমারও একটা চাওয়া থাকবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তারা যেন জনগণের কাজে লাগে, জনগনের চাহিদা যেন তারা পূরণ করার চেষ্টা করে। দেখার বিষয় হলো কেমন করে তারা!

 6 months ago 

এমন চাওয়া তো ভাই আসলে আপামর সাধারণ জনগণের, সাধারণ জনগণ এর থেকে বেশি আর কিছু চায় না।

 6 months ago 

ভাই আমাদের এখানেও আজকে রাস্তাঘাটে গাড়ি একেবারেই কম ছিলো। একেবারে ভিন্ন চিত্র দেখে ভীষণ ভালো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম ভোট দিতে যাবো না,পরবর্তীতে ভাবলাম যেহেতু ভোট দেওয়া নাগরিক অধিকার, তাহলে নিজের দায়িত্বটা পালন করে ফেলি। অবশেষে ভোট দিয়ে ফেললাম। আপনারাও ভোট দিতে গিয়েছেন,দেখে খুব ভালো লাগলো ভাই। আপনার মতো আমারও জনপ্রতিনিধিদের কাছে চাওয়া একটাই, যাতে করে নাগরিক সেবাগুলো ঠিকঠাক মতো পাই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এখন জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলেই আমরা সাধারণ জনগণ খুশি।

 6 months ago 

যেহেতু ভোট দেওয়ার জন্য সবাই নিজ নিজ গন্তব্য স্থলে পৌঁছে গেলেন তাই শহর ফাঁকা। মাঝে মধ্যে এরকম ফাঁকা জায়গায় হাঁটতে বেশ ভালো লাগে। আপনি ঠিক বলছেন আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের ভোট প্রদান করা নিজের দায়িত্ব। বেশ ভালো লাগলো আপনি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করলেন। বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

একদম ঠিক বলেছেন, হয়তো সবাই যে যার গন্তব্যে চলে গিয়েছে, বিধায় শহরটা আজ পুরাই ফাঁকা ছিল।

 6 months ago 

পুরো পরিবার মিলে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে গেলেন। দেখে ভীষণ ভালো লাগলো।আজ ভোটের দিন তাই ঢাকায় আমাদের এলাকায় ও লোকজন, গাড়ি কম।স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোট দেয়া আমাদের অধিকার।সাধারন জনগনের চাওয়া খুব সামান্য। দুবেলা দুমুঠো ভাত আর নিশ্চিত একটি ভবিষ্যৎ।

 6 months ago 

সাধারণ মানুষের আসলে স্বল্প চাওয়া সর্বদা পূর্ণ হোক, এমনটাই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43