সাবিনা
যেহেতু খুবই সাম্প্রতিক সময়ে গ্রামের তরুণ ছেলেদের সমন্বয়ে বিবেক সংগঠন গঠিত হয়েছে, সেই ধারাবাহিকতায় সংগঠনের টুকটাক কার্যক্রম প্রতিনিয়ত চলমান আছে। যা হয়তো আপনারা ইতোমধ্যেই অবগত।
এইতো কদিন আগেও বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য, বাজারে ও গ্রামে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ বিশ্বস্ত সোর্সের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছানো হয়েছিল। তাছাড়া আরো স্বল্প কিছু অর্থ রেখে দেওয়া হয়েছিল, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা ভেবে ।
এর ভিতরেই আবার সাবিনার মায়ের আগমন, সাবিনা মূলত পাশের গ্রামের খুবই দরিদ্র পরিবারের মেয়ে। যে কিনা বহু আগে থেকেই মানসিক ভারসাম্যহীনতা সমস্যায় ভুগছে। এমনিতেই সাবিনার পরিবারের যে অর্থনৈতিক অবস্থা, তাতে কোনভাবেই তার পরিবারের পক্ষ থেকে তার জন্য সঠিক চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।
সংগঠনের পরিচালকের সঙ্গে এর আগেও সাবিনার পরিবারের লোকজন কথা বলেছিল, সেই যাত্রায় সংগঠনের পরিচালক দোলন ভাই,তার নিজের প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষার্থীদের সহযোগিতায় সামান্য কিছু অর্থ সংগ্রহ করে, সিলেটের মানসিক বিশেষজ্ঞ ডাক্তার গোপি কান্ত রায় এর কাছে সাবিনাকে নিয়ে গিয়েছিল ।
ভিডিও লিংক
সাবিনার পুরো ইতিহাস শুনে, ডাক্তার নিজেও তার ভিজিট রাখেনি। তবে তিন মাস পরে আবারও দেখা করতে বলেছিল। প্রথম ধাপের চিকিৎসার পরে সাবিনা এখন অনেকটাই সুস্থ, যে মেয়েটা আগে কারো সঙ্গে কথা বলত না, হাটে-বাজারে ঘুরে বেড়াতো কিংবা অস্বাভাবিক-অগোছালো জীবন যাপন করতো , সে এখন প্রায় অনেকটাই সুস্থ হওয়ার পথে।
তবে যেহেতু দ্বিতীয় ধাপের চিকিৎসার সময় চলে এসেছে, তাই পুনরায় আবারো সাবিনার পরিবার শরণাপন্ন হয়েছে দোলন ভাইয়ের কাছে। যেহেতু আমি সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছি। তাই বিষয়টা আমার সঙ্গে দোলন ভাই শেয়ার করেছিল। অতঃপর আমরা সকলে মিলে আবারো সিদ্ধান্ত নিলাম, অবশ্যই সাবিনার দ্বিতীয় ধাপের চিকিৎসা হবে, তাও সেটা আমাদের বিবেক সংগঠনের পক্ষ থেকে।
যদিও সমসাময়িক সময়ে, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো যাচ্ছে না, নানা সমস্যা লেগেই আছে, তারপরেও সাবিনা কে তো আমরা কোনভাবেই ফেলে দিতে পারি না। সেই চিন্তাধারা থেকেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া। আমি খুবই খুশি হয়েছি, আমাদের সংগঠনের সদস্যদের কার্যকলাপে। কেননা তারাও এই বিষয়ে বেশ স্বতঃস্ফূর্ত ও সাবলীল মানসিকতার পরিচয় দিয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
সাবিনার মত এরকম আরো অনেক ভারসাম্যহীন মেয়েরা রয়েছে, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমাদের এটা অবশ্যই দায়িত্ব এইসব মানুষদের পাশে থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আপনাদের সংগঠন যে ব্যবস্থাটা নিয়েছে এই মেয়েটার জন্য, সেটা অবশ্যই প্রশংসনীয়। এখন দেখেন, দ্বিতীয় ধাপে চিকিৎসা করে যদি কিছুটা সুস্থ করা যায়। যাইহোক, ভালো লাগলো আপনাদের এই মহৎ উদ্যোগের কথা শুনে।
একদম ঠিক বলেছ, এটা অবশ্যই আমাদের মানবিক দায়িত্বের ভিতর পড়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাবিনার পাশে থাকা মনুষ্যত্বের কর্তব্য। আপনাদের এই চমৎকার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনার ব্লগটি পড়ে আমার একটি লাইন মনে পড়ছে, 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে'। এভাবেই থেকে যান কেউ মনে রাখুক বা না রাখুক আপনার কর্মগুলো আপনার কাছেই একদিন শান্তি হয়ে থেকে যাবে।
অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্য পড়ে।
সাবিনা যেহেতু প্রথম ধাপের চিকিৎসায় অনেকটা সুস্থ হয়েছে, আশা করি দ্বিতীয় ধাপের চিকিৎসায় সাবিনা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে আপনাদের সেবামূলক কার্যক্রম গুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে। এভাবেই বিবেক সংগঠন এগিয়ে যাবে,সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, তার দ্বিতীয় ধাপের চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য।
ব্যাপার টা দেখে বেশ ভালো লাগল ভাই। আপনাদের সংগঠন এর উদ্দেশ্যে মহান। আপনারা মানুষের জন্য কাজ করছেন। আশাকরি দ্বিতীয় ধাপের চিকিৎসা শেষে সাবিনা পুরোপুরি সুস্থ্য হয়ে যাবে। আপনাদের সংগঠন এর জন্য শুভকামনা আশাকরি অনেক টা এগিয়ে যাবে এই সংগঠন।
ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য, আমি অনুপ্রাণিত হলাম।