পকেট ফাঁকা হওয়ার গল্প

in আমার বাংলা ব্লগ6 months ago

পুরুষ মানুষ মনে হয় সম্ভবত টাকা কামানোর মেশিন, তাদের আসলে অন্য কোন দিকে মনস্থির করে লাভ নেই। পুরুষ মানুষের একটাই পরিচয় সে কতখানি টাকা কামাই করতে পারে, এটাই যেন পরিবার পরিজনের কাছে বেশি গুরুত্ব বহন করে। আর পুরুষ মানুষ যদি কোন ভাবে টাকা কামাই করতে অক্ষম হয়, তাহলে সে কথা আর নাইবা বলি। সবদিক থেকেই পরিত্যাজ্য হতে হয়।

20231230_164754.jpg

20231230_164843.jpg

20231230_165004.jpg

20231230_164933.jpg

20231230_164923.jpg

20231230_164822.jpg

20231230_170853.jpg

20231230_165635.jpg

20231230_165038.jpg

20231230_165543.jpg

20231230_172152.jpg

20231230_172133.jpg

20231230_171836.jpg

আমি যে খুব আহামরি পয়সা ইনকাম করি তেমনটা না, বলা যায় কোন রকমে এই ঊর্ধ্বগতির বাজারে পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। এটাকে বেঁচে থাকাই বলে, এর বাহিরে আর কিছু না।

প্রতিমাসের শুরুতেই কিভাবে যে অজস্র পরিমাণ টাকা চলে যায় বাজার করে, তা আর ব্যাখ্যা দিয়ে বলতে চাই না। আমি মনে করি, আমার মত অবস্থার শিকার অনেকেই। গতকাল গিয়েছিলাম বাজার করতে, যে দোকানটাতে কাঁচাবাজার করি, সেখানে গিয়ে বসতেই দোকানদার ভদ্রলোক আমাকে, শুরুতেই চায়ের ব্যবস্থা করে দিল। আমি রং চা হাতে নিয়ে বসে গেলাম দোকানের অপরপ্রান্তে।

হীরা তার নিজের মতো করে বাজার করতে শুরু করে দিল, যা যা দরকার ঠিক সেটাই কিনতে থাকলো । আসলে সবকিছুই তো দরকার, তাই বেছে বেছে একটার পর একটা সবজি কিনতে লাগলো। ইতিমধ্যেই চা শেষ, সবজির দোকানদার ভদ্রলোককে পয়সা মিটিয়ে,চলে গেলাম যেখান থেকে মসলা কিনি সেখানে।

এ বাজারে কোন কিছুর যেন দাম কমেনি বরং বেড়েই যাচ্ছে দিনকে দিন। কয়েক পদের মসলা, আদা রসুন, মসুরের ডাল কিনে ডিমের দোকানে চলে গেলাম, কিনে ফেললাম ডিম। বেশ অনেকটা পয়সা নিয়ে এসেছিলাম আজ, তবে এতোটুক খরচ করতেই পকেটের অবস্থা নাজুক।

এরপর বাজার থেকে বেরিয়ে সোজা চলে গেলাম স্বপ্নতে, যেহেতু ওখান থেকে আমরা ভারী বাজারগুলো করি, তাছাড়া ওখানকার মেম্বারশিপের তালিকাভুক্ত কাস্টমার আমরা, যার কারণে ওখান থেকে বাজার করলে কিছু পয়েন্ট যুক্ত হয়ে যায়, আর চাইলে সেই পয়েন্ট গুলো দিয়ে পুনরায় আবার কেনাকেটা করা যায়। স্বপ্নতে কেনাকাটা করার পরে, দেখলাম পকেট একদমই ফাঁকা হয়ে গিয়েছে। এমন ফাঁকা হয়ে গিয়েছে যে কোন রকম রিক্সা ভাড়া দিয়ে বাসায় আসা যাবে, তবে এর বেশি আর কিছুই কেনাকাটা করা যাবে না।

এভাবেই গতকাল আমার ভর্তি পকেটটা ফাঁকা হয়ে গেল, এখনো মাছ মাংস কেনা হয়নি। দেখি সেগুলো কবে কেনা যায়। হয়তো মাছ মাংস কেনার দিনেও, এভাবে আবারও পকেট ফাঁকা হয়ে যেতে পারে। আসলে এই গল্পের মূলভাব প্রত্যেকটা পুরুষ মানুষেরই কিংবা যারা নিজেরা নিজেদের সংসার চালাচ্ছে তাদের সবারই।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

আসলেই ভাই পুরুষ মানুষ হচ্ছে টাকা ইনকাম করার মেশিন। পুরুষ মানুষ টাকা ইনকাম করতে না পারলে, আপন মানুষেরাও দেখতে পারে না। যাইহোক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে, প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষদের। বিভিন্ন ধরনের সবজি কিনে, তারপর স্বপ্ন তে গিয়ে বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম কিনলেন। আমিও স্বপ্ন তে গিয়ে মাঝেমধ্যে কেনাকাটা করে থাকি। একসাথে মোটামুটি সব ধরনের কেনাকাটা করা যায়। আশা করি দ্রুত মাছ মাংস ও কিনে ফেলবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago (edited)

এটা সত্য যে, পুরুষ মানুষের আসল সৌন্দর্য টাকা কামানোর উপর নির্ভর করে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

জি ভাইয়া এই গল্পটা যেনো সকলের ই।সত্যি কথা এটাই টাকা ছাড়া কারো কাছেই মূল্য পাওয়া যায় না। আপনারা যা কিনলেন সবটাই প্রয়োজন।বিলাসিতার জন্য নয়।জীবন আসলে এমনই।পকেট ভরা। আবার পকেট শূন্য। তবে পরিবারকে নিয়েই খরচ করছেন। এটা কিন্তু খুব আনন্দের।

 6 months ago 

কামাই করছি আর খরচ করছি, বলতে গেলে কোনরকম জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে আছি।

 6 months ago 

কিছু করার নেই ভাই। দেশের সাধারণ মানুষগুলোর অবস্থা আসলেই খারাপ। কোনরকম যেন বেঁচৈ আছে। আর বাজারে গেলে টাকার হিসাব করা যেন বোকামি। যদিও আপনি পকেট একেবারে ফাঁকা হয়ে যাওয়ার জন্য আফসোস করছেন কিন্তু এটা তো করতেই হবে ভাই কিছু করার নেই। এভাবেই চালিয়ে যেতে হবে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এভাবেই হয়তো চলতে চলতে একদিন শেষ হয়ে যেতে হবে, সমসাময়িক সময়ে এমনটাই ভাবছি।

 6 months ago 

বাস্তবতা হলো পুরুষ মানুষের সৌন্দর্য মনে হয় টাকায়ই! টাকা থাকলে মনে সবকিছুই আছে। একটা ফ্যামিলি চালানো খুবই কঠিন। আর সে কঠিন কাজ পুরুষ সবসময় করে থাকে সাথে স্ত্রীও হয়ত সহায়তা করে। যাক, মাসের শেষে সব বাজার শেষ করে এখন আপনার পকেট ফাকাঁ! দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে টিকে থাকাই যেন কঠিন হয়ে যাচ্ছে। তবুও আমাদের টিকে থাকতে হবে

 6 months ago 

দায়িত্ব যখন কাঁধে আসে, তখন আসলে সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। হয়তো এটাই জীবন।

 6 months ago 

মধ্যবিত্ত পরিবারের এ যে কী এক টেনশন! আমার পরিচিত এমন অনেকেই আছে, যারা বাজার সদাই এখন আগের থেকে অনেক বেশি হিসেব করে করে। নইলে আর কুলানো যায় না যে! আসলে, ছেলে বা পুরুষ মানুষ বলে কথা না ভাই। যার কাঁধে দ্বায়িত্ব থাকে, সেই বুঝে ফাঁকা পকেট মানে কী ভীষণ প্যারা!

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনি অবশ্য মন্দ বলেননি, দায়িত্বের বোঝা যখন বড্ড ভারী হয়ে যায়, তখন হয়তো কাঁধ ভেঙ্গে যাওয়ার মত অবস্থা হয়ে যায়।

 6 months ago 

জী ভাইয় ঠিক বলেছেন,পুরুষ মানুষ হলো পয়সা ইনকাম করার মেশিন। টাকা ছাড়া পুরুষ মানুষের দুই পয়সারও দাম নেই কারো কাছে। যায়হোক মাছ মাংস কেনা ছাড়াই আপনার পকেট ফাঁকা হয়ে গেল। এটাই আমাদের উন্নয়নের একটি অংশ। মাছ মাংস কেনার অভিজ্ঞতাও জানতে আগ্রহী। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43