সরিষা ফুল | শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ

in আমার বাংলা ব্লগ6 months ago

শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে, বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্যও মনেহয় একটা অংশ। মানে যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ। এই সৌন্দর্য শহুরে জীবনে থাকলে তা কোন ভাবেই দেখা সম্ভব হয়ে উঠবে না।

যাইহোক গত কয়েক দিনে কমিউনিটিতে অনেকের পোস্টেই দেখলাম সরিষা ফুলের ছবি। বুঝতে আর বাকি রইল না যে, শীতকালের এই প্রাকৃতিক সৌন্দর্য ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। এজন্যই হয়তো সকলেই চেষ্টা করছে, নিজ নিজ জায়গা থেকে নিজের মতো করে সেই সৌন্দর্য তুলে ধরার জন্য।

20231222_140328-01.jpeg

20231222_140021-01.jpeg

20231222_135952-01.jpeg

20231222_140009-01.jpeg

IMG_20231222_185248_934.jpg

20231222_140502.jpg

20231222_140457.jpg

20231222_140446.jpg

20231222_140438.jpg

20231222_140446.jpg

20231222_140235.jpg

20231222_140217.jpg

20231222_140135.jpg

20231222_140039.jpg

প্রকৃতির প্রতি দুর্বলতা এটা আমার নতুন না, বলতে পারেন প্রকৃতির ভিতরে থাকতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। যেহেতু পুরোদমে শীতকাল চলছে, তাই গতকাল ছুটে গিয়েছিলাম সরিষা ফুলের সৌন্দর্য স্বচক্ষে দেখার উদ্দেশ্যে। গত কয়েকদিন থেকে আবহাওয়া জনিত কারণে সূর্য খুব একটা ঠিকমতো উঠছিল না। বলা যায়, সারাদিনই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। তবে গতকাল আকাশে বেশ ভালোভাবেই সূর্য উঠে ছিল এবং খানিকটা মিষ্টি রোদ ছিল।

অবশেষে দুপুরের পরে এক পরিচিত রিক্সাওয়ালা ভাইকে ডেকে, সরিষা ফুল দেখতে যাওয়ার ব্যাপারটা তার সঙ্গে আলাপচারিতা করলাম। অতঃপর তারই দিকনির্দেশনায় শহর থেকে পনেরো মিনিটের দূরত্বে চলে গিয়েছিলাম নদীর তীরবর্তী অঞ্চলে। এদিকটাতে হালকা রোদ থাকলেও নদীর উপরে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস তখনও শরীরে এসে লাগছিল।

বাঁধের উপর থেকে যখন সরিষা ফুলের ক্ষেতটা দেখতে পেয়েছিলাম তখন যেন চোখ জুড়িয়ে গিয়েছিল। শুধু হলুদ আর হলুদ, মনে হচ্ছিল যেন হলুদের রাজ্যে হারিয়ে গিয়েছে। ঝটপট রিক্সা থেকে নেমে, রিক্সাওয়ালা ভাইকে নিয়েই ক্ষেতের ভিতরে চলে গিয়েছিলাম। খুবই সতর্ক ছিলাম, যেন আমাদের চলাফেরাতে ক্ষেতের ফসল নষ্ট না হয়, সেই দিকটাতে নজর রাখার জন্য।

ক্ষেতের আইল দিয়ে বেশ খানিকটা পথ হেঁটে একদম জমির ভিতরে চলে গিয়েছিলাম। নেড়েচেড়ে দেখার চেষ্টা করছিলাম সরিষা ফুলগুলোকে, চারিপাশটাতে হালকা মৃদুগন্ধ পাচ্ছিলাম । অনেকটা শিশুসুলভ উন্মাদনা কাজ করছিল নিজের মাঝে। খানিকটা সময়ের জন্য বেশ আত্মতৃপ্তি পেয়েছিলাম নিজের কাছে। ইচ্ছে ছিল পরিবারকে নিয়ে সঙ্গে করে আসার, তবে সেই সুযোগটা গতকাল হয়নি। হয়তো পুনরায় আবারও আসতে পারি, তখন হয়তো পরিবারকে নিয়ে আসবো। মজার ব্যাপার হচ্ছে, ক্ষেতের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে এসে যখন বাঁধের উপরে উঠে চলে আসলাম, তখন আমার পুরো কালো ট্রাউজার একদম হলুদ রঙ দিয়ে ভরে গিয়েছিল। ইচ্ছে করেই, প্রাকৃতিক হলুদ রংটা মুছিনি। এটা হয়তো খানিকটা সময়ের জন্য প্রমাণ স্বরূপ রেখে দিয়েছিলাম।

এবার মোটামুটি এখন পর্যন্ত বলতে গেলে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের যে বিষয়গুলো থাকে, তার অনেক কিছুই উপভোগ করার সৌভাগ্য হয়েছে। হয়তো এখনো কিছুটা বাকি আছে, তবে তা হয়তো পরবর্তী সময়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে শীঘ্রই দেখে ফেলব। আপাতত সরিষা ফুল দেখার মিশন কমপ্লিট।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

এখন যেহেতু শীতকাল আর এই শীতের সময়ে মাঠে সরিষা ফুলের দৃশ্য দেখা যায় এই দৃশ্যটা খুব কাছ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা জেনে খুবই ভালো লাগলো যে এই দৃশ্যটা দেখার জন্য রিক্সাওয়ালাকে সাথে নিয়ে শহর থেকে কিছুটা ভেতরের গ্রামের দিকে গিয়েছিলেন, আসলেই সরিষা জমির অয়েল ধরে সামনের দিকে অগ্রসর হলে প্যান্ট টাউজার যেটাই থাকুক না কেন সেটা সম্পূর্ণ হলুদ হয়ে যায় যেটা বুঝতে পেরেছি গতকাল বিকেলে। আপনার ক্ষেত্রেও দেখছি তেমনটাই ঘটেছে, সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার জামা কাপড়েও যে রং ভরেছিল, ব্যাপারটা জেনে বেশ খুশি হলাম। আমার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল ভাই।

 6 months ago 

আসলে প্রকৃতির যতটা কাছাকাছি থাকা যায় ততটাই আত্মতৃপ্তি অনুভব করা যায়। বিস্তীর্ণ সরিষার ক্ষেত নিঃসন্দেহে মন ভালো করার ঔষধ হিসেবে বলা যায়। আপনার সরিষার ক্ষেত ভ্রমনের এই পরিকল্পনাটা কিন্তু দারুন ছিল। আর ছবিগুলো নিঃসন্দেহে সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

কি যে করেন না ভাইয়া! এমন সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করে বুঝি কেউ আবার শেয়ার করে? আমাদের লোভ লাগছে না? বিশেষ করে গ্রামের এমন সুন্দর ক্ষেতের আইড় দেখে তো বেশ সেখানে ঘুরতে যেতে মন চাইছে। তার উপর তো আছে হলুদ রং এর সরষে ফুলের হাতছানি। দারুন ছিল সবমিলিয়ে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ সুন্দর করে আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সব সময়ই ভালো লাগে। প্রকৃতি আমাদের সবাইকে টানে। সরিষা ফুল গিয়ে ভাইয়া দেখছি অনেক সুন্দর মহূর্ত কাটিয়েছেন। সরিষা ফুলের সৌন্দর্য দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের জায়গায় ঘুরতে গেলে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাই, কিছু সরিষা ফুল পার্সেল করে ঢাকায় পাঠায় দেন। সরিষা ফুলের বড়া, আমার মোষ্ট ফেভারিট বড়া। সারাবছর অপেক্ষায় থাকি এই বড়া খাওয়ার জন্য! কিন্তু ঢাকায় তো পাওয়াই যায় না! কদিন থেকেই সরিষা ফুলের বড়া খাওয়ার জন্য মন আনচান হয়ে আছে, তারউপর আজকে আপনার পোষ্ট! 😭😭😭

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমি নিজেই মানুষের জমিতে ঘুরতে গিয়েছিলাম, তবে অবশ্যই, আপনি সময় সুযোগ করে আসুন আমাদের এলাকায় বেড়াতে, তখন না হয় সামনাসামনি দিয়ে দিবনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

সরিষা যদিও অনেক জাজালো ,কিন্তু সরিষা ফুল অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফুল গুলি দেখতে তো সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর আলোকচিত্র গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

সরিষা ফুলের পাপড়ি গুলো সকালে যখন কুয়াশা ভেজা থাকে তখন আরো ভালোভাবে আঁকড়ে ধরে। যেহেতু রিক্সাওয়ালার সাথে গিয়েছিলেন তাই আমি বলব আমাদের এলাকায় একদিন ঘুরতে আসুন সবাই মিলে একসাথে ঘুরে দেখবো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাই আপনাদের এলাকায় ঘুরতে যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, ভাগ্যে থাকলে একদিন অবশ্যই দেখা হবে ।

 6 months ago 

তাহলে অপেক্ষায় রইলাম ভাইজান।

Posted using SteemPro Mobile

 6 months ago 

একদম ঠিক বলেছেন ভাই। আসলে শীতকালের অপরূপ এক সৌন্দর্য মানে সরষে ফুলের বাগান। অনেক বড় বড় জমিতে সরষে ফুলের বাগান দেখতে খুব ভালো লাগে অনেক। অনেক ভালো একটি সময় কাটিয়েছেন ভাই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

এটা সত্য যে ভাই, সময়টা আমার বেশ ভালই কেটেছিল সেদিন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65805.01
ETH 3514.46
USDT 1.00
SBD 2.47