রবিবারের আড্ডা - ৮৩ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ৮ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @kibreay001
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতার বহু আগে থেকেই ইচ্ছে ছিল, কমিউনিটির নিজস্ব একটা কয়েন তৈরি করবে। যদিও ব্যাপারটি কিছুদিন আগে উন্মুক্ত হ্যাংআউটের মাধ্যমে আবারও তা জানতে পেরেছিলাম। তবে ঘটনাটা যে এত দ্রুত ঘটবে তা বুঝতে পারিনি, আমি যখন স্টিমিটে শুরুর দিকে কাজ করেছিলাম তখন থেকেই আমার ট্রন ওয়ালেটে পাঁচশোর মতো trx পেয়েছিলাম। আমি সেগুলোই কাজে লাগিয়ে ছিলাম এই সময়ে, যদিও শুরুর দিকে আমি কেনার চেষ্টা করেছিলাম, তবে প্রথমে কিনতে পারিনি বরং কিছু trx লস করেছিলাম । পরে অবশ্য আমাদের এডমিন সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, তারপরে পুরো কেনার প্রসেসটা শিখে নিয়েছিলাম। এইতো তারপর এভাবেই $PUSS কিনে ফেলেছি। এই কয়েনটা এখন আমাদের নিজেদেরকেই মার্কেটিং করতে হবে কারণ এই কয়েনের ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখছি। সত্যি বলতে গেলে কি, আমি আমাদের বাংলা ব্লগে কাজ করে অনেক গর্ববোধ করি। কেননা কিছুদিন আগে অন্য কমিউনিটির দাওয়াতে আমি সশরীরে উপস্থিত হয়েছিলাম। তারা আমাকে যে সম্মান দেখিয়েছিল, তা একদম প্রশংসনীয়।
দ্বিতীয় অতিথিঃ @mohinahmed
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমি বিগত সময়েও মাওয়াতে গিয়েছিলাম, তবে প্রতি বারই গিয়েছিলাম যাত্রাবাড়ীর ওই রাস্তা দিয়ে। তবে এবার গিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে আমাদের নারায়ণগঞ্জের নতুন শীতলক্ষা ব্রিজের ওই দিক দিয়ে। যদিও তখন দেশের পরিস্থিতি ভালো ছিল না, তারপরেও গিয়েছিলাম। ভেবেছিলাম লোকজন কম হবে এবং দামটাও হাতের নাগালে থাকবে ইলিশের, তবে বাস্তবে চিত্র ছিল উল্টো। লোকজন কম থাকলেও ইলিশের দাম ছিল বেশ ভালই। তারপরে আমরা দেড় কেজির মতো ওজনের দুটো ইলিশ নিয়ে ছিলাম এবং সেগুলোই কেটেকুটে হোটেলের লোকরা রান্না করে দিয়েছিল এবং আমরা মাছ ভাজি, লেজ ভর্তা, বেগুন ভাজি বেশ মজা করে বন্ধুরা মিলে খেয়েছিলাম। যদিও ইচ্ছে ছিল বাসার জন্য কিনে নিয়ে আসার, তবে রাত অনেক হয়ে যাওয়ার কারণে আর সঙ্গে যেহেতু ইলিশ মাছ থাকবে, এই ভেবে বন্ধুরা ইলিশ মাছ নিতে নিষেধ করেছিল। অতঃপর রাত্রিবেলা আমরা ফিরে এসেছিলাম। সেদিনটা সত্যিই আমার বেশ ভালই কেটেছিল।
তৃতীয় অতিথিঃ @shimulakter
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ বিয়ের আগের জীবনে বহু পদ্মার ইলিশ খাওয়া হয়েছে, তবে বিবাহ পরবর্তী জীবনে ঢাকায় কখনোই আর পদ্মার ইলিশ খাওয়া হয়নি। আমার স্বামী প্রতিনিয়ত ঝালকাঠি থেকেই ইলিশ নিয়ে আসার চেষ্টা করে এবং সেই ইলিশ গুলোই আমি রান্না করে খাওয়াই পরিবারের সবাইকে এবং বিভিন্ন রকমের রেসিপি করে থাকি সেই ইংলিশ গুলো দিয়েই। এবারও আপনাদের ভাই বলেছিল ইলিশ পোলাও বানানোর কথা, তাই বানিয়ে ছিলাম। খেতেও বেশ ভালই মজা হয়েছিল। সত্য কথা বলতে গেলে কি, আমি তো এখন বর্তমানে হসপিটালে আসছি, আমার বাবা কিছুদিন হচ্ছে অসুস্থ। তাই হয়তো এক্ষেত্রে খুব একটা গুছিয়ে কথা বলতে পারলাম না, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমার নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি।
চতুর্থ অতিথিঃ @kausikchak123
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃদেখুন আমার কাছে ধর্মীয় উৎসবগুলো অনেকটা আনন্দ করার মত বিষয়। তবে আমার ইতিহাস জানতে ভালো লাগে। এর বাইরে আর তেমন কিছু না, আমি আসলে অনেকটা মুক্তমনা মানুষ। সবকিছুর ঊর্ধ্বে মানুষ, আমি এই চিন্তাতেই বিশ্বাসী। আমি আমার পোস্টের মাধ্যমে কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। কৌশিকী অমাবস্যা বিশেষ একটা তিথি, যেটা মূলত পশ্চিমবাংলায় বহু আগে থেকেই পালিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠ নামক একটা জায়গা আছে, সেখানে একটা কালীমন্দির রয়েছে। যেহেতু মা কালীর অনেক রূপ আছে, তারমধ্যে একটা রূপ হচ্ছে তারা। তাছাড়া সেই এলাকায় বিশাল একটা শ্মশান আছে, বহু বছর আগে সেখানে এক তান্ত্রিক ছিলেন, যার নাম বামাক্ষ্যাপা। তিনি মূলত ওখান থেকেই সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকে সেখানে বিভিন্ন তান্ত্রিকরা এখনো মা কালীর পূজা করে আসছেন। মূলত এমন সব ঘটনাই নিয়েই পুরনো সেই ইতিহাস। সে ইতিহাসটাই আমি আমার পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি সকলের সামনে।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা খুবই চমৎকার একটি আয়োজন। তবে ব্যস্ততার মধ্যে থাকার কারণে আড্ডায় যুক্ত হতে পারিনি। আড্ডার আলোচনার বিষয়বস্তুগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
গতকাল আড্ডার পুরো সময়টি বেশ উপভোগ করেছিলাম।সবার পোস্ট খুবই সুন্দর ছিল যেগুলো সিলেক্ট করা হয়েছিল।অনেক বিষয় জানতে পেরেছিলাম।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
https://x.com/sharifShuvo11/status/1833106106748391588?s=19
অসাধারণ একটি আড্ডার সাক্ষী রইলাম রবিবার। শুধু শুনব বলেই যথাসময়ে উপস্থিত হয়ে গেছিলাম আড্ডায়। তারপর নিজের বলতে পারাটা একটা অতিরিক্ত প্রাপ্তি তো বটেই। তারপর যখন জিলাপি খাওয়ার টাকা পেলাম, সেই আনন্দ তো মুখে বলার নয়। তবে প্রতি সপ্তাহে রবিবারের আড্ডায় যোগদান করতে না পারলে মনটা বড় খারাপ হয়ে যায়।
কখন কার ভাগ্যে কি হয়ে যায়, তা বলা মুশকিল। গতকাল আড্ডায় আপনাকে পেয়ে, আমরা বেশ ভালোই সময় কাটিয়েছিলাম।
গতকালকে এই শো এর অতিথি হতে পেরে সত্যিই খুব ভালো লেগেছে। তাছাড়া আমার ফিচার্ড পোস্ট সম্বন্ধে কিছু কথা বলতে পেরে এবং মজার অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লেগেছে। তাছাড়া বাকি তিনজন অতিথির কথা গুলোও দারুণ লেগেছিল। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য সকল অতিথিরাই বেশ ভালই গুছিয়ে কথা বলার চেষ্টা করেছিল, আপনার অনুভূতিটাও কিন্তু দারুণ লেগেছিল শুনতে। শুভেচ্ছা রইল।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও গতকাল রবিবারের আড্ডায় ফিউচার আর্টিকেল পোস্ট সম্পর্কে কথাবাত্রা হয়েছিল। এই সপ্তাহে আমি অতিথি হিসেবে থাকতে পেরে সত্যিই আমার কাছে বেশ ভালো লেগেছিল। $Puss টোকেন সম্পর্কে আমি আমার নিজের অভিমত তুলে ধরেছিলাম। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই, আমরাও আপনাকে অতিথি হিসেবে পেয়ে বেশ খুশি হয়েছিলাম। আপনি বেশ ভালই গুছিয়ে কথা বলেছেন।
গতকালের রবিবারের আড্ডা বেশ জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছিল। আমরা সকলে আনন্দের সাথে রবিবারের আড্ডা দিতে পারছি সকলে একত্রিত হয়ে।আর আমার কাছে রবিবারের আড্ডার গিভ ওয়ে তে অংশগ্রহণ করে, গিভ ওয়ে জিতার পর অনেক বেশি ভালো লেগেছিল। আমরা কালকে রবিবারের আড্ডার মাধ্যমে মোট চারজন অতিথির মনের অনুভূতি জানতে পেরেছি।
রবিবারের আড্ডার প্রত্যেকটি টপিক আমার অনেক ভালো লাগে। এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা অনেক ভালো লেগেছে ভাইয়া। আড্ডার অতিথিরা নিজেদের পোস্ট সম্পর্কে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি পুরো বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।
রবিবারের আড্ডার পোস্টটি সম্পূর্ণ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। রবিবারের আড্ডায় যারা উপস্থিত থাকে না, তারা পোস্টটি পড়ে অনেক সুন্দর ভাবে পুরোটা জেনে নিতে পারে। সবাই অনেক সুন্দর কিছু অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছে। সবার অনুভূতি পড়তে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে।