ভালো থাকুক ভালোবাসা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

20221018_025829-01.jpeg

ইচ্ছা করেই মুখ বন্ধ করে থাকি । অনেকটাই ভালো লাগার ছলে । আমি বুঝি আশে পাশে কি চলছে । সবকিছুই বুঝি তাও মুখ বন্ধ করে থাকি । জীবনে বেশি কিছু বুঝেও লাভ নেই , কম বুঝলেও ক্ষতি নেই । কে কি ভাবলো , কে কি বুঝলো , এসব দিয়ে আর যাইহোক , পৃথিবীতে কেউ কখনো অমরত্ব পায়নি ।

দুপুরবেলার দিকে আজ যখন সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ঘাঁটছিলাম, বছর দুয়েক আগের একটা স্ট্যাটাস হুট করেই চোখের সামনে ভেসে উঠেছিল , তাতে উপরের কথাগুলো লেখা ছিল । তখন আসলে মাথায় কি চলছিল আর কেনইবা লিখেছিলাম কথাগুলো , তা আমার আপাতত জানা নেই । তবে এতটুকু আন্দাজ করতে পারছি, পারিপার্শ্বিক অবস্থা সেই সময় খুব একটা ভালো চলছিল না ।

আমি ইচ্ছা করেই অন্ধ হয়ে গিয়েছি, কারণ এখানে সবাই অন্ধ । আমার চোখ খুলে রেখে লাভ কি । হয়ে তো অনেকটা বাধ্য হয়েছি নতুবা ইচ্ছাকৃত এই অবস্থা । আসলে অন্ধের দেশে আয়না বিক্রেতার আগমন বড্ড বেমানান। সবাই তো অন্ধ, কেউ স্বার্থের কাছে , কেউ পয়সার কাছে কেউবা নিজের অস্তিত্ব কে টিকে রাখতে ।

শেষবার ভালোবেসে দুচোখ ভর্তি স্বপ্ন দেখেছিলাম, তখনও কেউ দুটো হাত ধরে কথা দিয়েছিল । আর যাইহোক হাত দুটো কখনো ছেড়ে দেবো না । খুব বেশিদিন লাগেনি ,আমি মানুষটা আমার জায়গাতেই আছি , তবে যে হাত ধরে কথা দিয়েছিল, সে আজ অন্যের হাতে তার হাত গুলো গুঁজে রেখেছে ।

আমি জানি এই কংক্রিটের জঙ্গলে মানুষ নেই । তারপরেও মানুষ খুঁজি , মনুষ্যত্বের গন্ধ খুঁজে ফিরি । যে একটু ছিটেফোঁটা মনুষত্ব আছে, তা তো মনেহয় ঐ গলির মোড়ের রিক্সাওয়ালা নতুবা ছন্নছাড়া বা ভবঘুরে মানুষের কাছে ।

সময় আমাকে শিখিয়ে দিয়েছে , কিভাবে স্বার্থপর হতে হয় । এই যে আজ যেমন আমি চার দেয়ালের ভিতরে বন্দী হয়ে থাকি । ইচ্ছা করেই কাছের মানুষের তালিকাটা ছোট করে ফেলেছি । তবে যতটুকু বুঝেছি , কাছের মানুষ বলতে পৃথিবীতে কেউ নেই ।

ছেড়ে যাওয়া মানুষগুলোকে তো এখনো দেখছি, নতুন করে আবারও স্বপ্ন দেখাচ্ছে, তবে এ যাত্রায় আমি বড্ড স্বার্থপর আর যাই করি ঐ রঙিন স্বপ্নে আর ডুব দিতে চাই না ।

ঐ ব্যাকরণ আমার অনেক আগেই বোঝা হয়ে গিয়েছে । দোষ দিয়ে বলছি না রে ভাই , যেটা হচ্ছে সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি । ঐ যে বললাম, আমি দেখছি শিখছি তবে বোবা হয়ে যাচ্ছি ।

বেশি বুঝেও লাভ নেই , কম বুঝলেও ক্ষতি নেই। ভালোবাসা বড্ড জ্বালাময়ী হুটহাট মাঝে মাঝে এমনভাবে ধাক্কা দিয়ে স্মরণ করে দেয়, যেন ভিতরটাকে রক্তাক্ত করছে । ক্ষত ঘা গুলো যেন বারবার ধারালো নখ দিয়ে খোঁচড়ানো হচ্ছে ।
যেহেতু চিৎকার করে ব্যথা কমাতে পারবো না, চোখ দিয়ে পানি ফেলে , পানি শূন্য করার ব্যক্তিও আমি না । তাই মুখ বুজে বোবা হয়ে থাকি । এতে এক প্রকার প্রশান্তি পাওয়া যায় ।

বললাম তো , অভিমান নেই অভিযোগ নেই । কেউ যদি খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে আবারও রক্তাক্ত করে একটু আনন্দ পায় আর আমি যদি বোবা হয়ে চুপ করে থেকে যদি সহ্য করতে পারি , তাহলে ক্ষতি কি । কোন ক্ষতি নেই বরং তার যদি একটু উপকার হয় , তাহলে না হয় একটু বোবা হয়েই থাকলাম।

Banner-3.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

শুভ দা আসলেই মাইন ব্লোয়িং আপনি যে কথাটা বলেন না ৷ আজকে আপনাকেই সেই কথা ফিরিয়ে দিতে বড্ড ইচ্ছে করছে ৷ আর এইজন্যেই আপনাকে আমি বলেছিলাম যে আপনার প্রতিটি পোস্ট আমি পড়ি ৷ কারণ আপনার লেখার প্রতিটি লাইনের ভিতরে থাকা যে মনুষ্যত্ব জ্ঞানের সৃজনশীলতা তা আসলে আমি খুজে পেয়েছি ৷ আজকের এই পোস্টটিতে আমি কমপক্ষে দুই থেকে তিনবার পড়েছিলাম ৷ তবুও যেন মন ভরছে না সত্যিই এই দুনিয়াটা একটা বিশাল রঙ্গমঞ্চ এখানে আসলে একেকজনের একেক রকম অভিনয় ৷আর বলে বোঝানো সম্ভব নয় , তবে হ্যাঁ এখানে সহ্য করা ছাড়া আর বোবা হয়ে ছাড়া কিছু করার নেই ৷ আসলে বর্তমান মানুষ দেখছি কিন্তু মনুষ্যত্ব খুঁজে পাচ্ছি না ৷
যেমনটা আপনি লিখেছেন ভাই!!

আসলে অন্ধের দেশে আয়না বিক্রেতার আগমন বড্ড বেমানান।

আসলেই এই অন্ধের দেশে আয়না বিক্রেতারা আগমন সত্যি বড্ড বেমান৷ এই আয়নার ভিতরে লুকিয়ে থাকা সুন্দর চেহারার ভিতরে রয়েছে বড্ড কালো এবং বিকৃত এক রূপ৷ এখানে কিছু করার নেই সবাই স্বার্থের টানে কিংবা নিজের টানে বা টাকার লোভে ৷ দিনশেষে তারাই সুখে থাক কারণ এখানে প্রতিবাদ করে কোন লাভ হবে না৷ কারণ এই দুনিয়ার স্বার্থের টানটাই সবচেয়ে বড় দেখে৷ তুমি প্রতিবাদ করলে কিন্তু তার কোন সাড়া তুমি পেলে না৷ কারণ ওই দিকে দেখো সে টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে সেখানে তোমাকে শুধুই ধোকা আর খালি হাতে ফিরতে হবে৷

মাঝে মাঝে বোবা চুপচাপ হয়ে থাকাটাই সবচেয়ে শ্রেয়৷
যাহোক শুভদা এখানে একটু ক্ষমাপ্রার্থী যাচ্ছি এখানে তুমি টা একটু ব্যবহার করা হয়েছে৷

 2 years ago 

পাঠকের সন্তুষ্টি লেখকের আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ। তবে আমি যা লেখেছি বুঝে শুনেই লিখেছি ভাই ।

 2 years ago 

যত কম জানা যাবে তত ভালো থাকা যাবে।আর যত বেশি জানতে যাওয়া যাবে ততই কষ্ট বাড়বে।দারুন লিখেছেন ভাইয়া অনেক কিছু শিখলাম।ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সহজ কথায় বুঝতে বা শিখতে হলে বোবা হয়ে থাকতে হবে এমনটাই সত্য, তেমনটাই আমিও ভাবি ।

 2 years ago 

আসলে অন্ধের দেশে আয়না বিক্রেতার আগমন বড্ড বেমানান।

সত্যি ভাইয়া কিছু কিছু ক্ষেত্রে নিজেকে বড্ড বেমানান লাগে। স্বার্থের দুনিয়ায় হয়তো আমরা ভালো থাকার চেষ্টা করছি কিংবা ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। কিন্তু মনের অগোচরে লুকানো সেই ব্যথা গুলো মাঝে মাঝে উকি দিয়ে যায়। হয়তো প্রিয় মানুষগুলো খুঁচিয়ে খুঁচিয়ে সেই ক্ষত আরো রক্তাক্ত করে দেয়। তবুও আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করি। কারণ বোবা হয়ে থাকার মাঝেও প্রশান্তি আছে। আমরা হয়তো ভালো আছি কিংবা ভালো থাকার চেষ্টা করছি। সত্যি ভাইয়া অসাধারণ লিখেছেন আজকে। আপনার লেখাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি লাইন যেন আমাদের মনের কথা।

 2 years ago 

আসলেই দিন শেষে সবাই অন্ধ , কেউ স্বার্থের কাছে , কেউ পয়সার কাছে নয়তো নিজের অস্তিত্ব কে টিকে রাখতে ৷ এই শহরে অন্ধ হয়ে থাকাই ভালো ৷ হয়তো একটু কম জানলাম , একটু কম ভাবলাম তাতে খুব বেশি ক্ষতি হবে না ৷ থাকবে বলেও চলে যায় মানুষ ৷ এদিকে কে কি বললো না ভাবাই ভালো ৷ অসাধারণ কিছু কথা লিখেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে ৷

 2 years ago 

আপনার পোস্টগুলো সবসময়ই একটু ব্যতিক্রম কিন্তু শিক্ষনীয় হয়। আপনার দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্ট্যাটাস পড়ে মনে হল কষ্ট নিয়ে লিখেছেন। আমরা এমন একটি যুগে আছি যেখানে আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেই স্বপ্ন থেকে কিছু আশা করা যাবে না। ভাল কিছু হলে ভাল না হলে মন খারাপ হবে না এই মেনটালিটি নিয়ে চলতে হবে। তবে আমি বলব স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। আমার মতে স্বপ্ন থাকা বা দেখাও কিন্তু একটি আর্ট। কাছের মানুষ বলতে কেউ নেই এই বেপারে আমার একটু দ্বিমত আছে। হ্যা এটা ঠিক সংখ্যায় অনেক কম তবে দু একজন কাছের মানুষ না থাকলে হয়ত আমরা পাগল হয়ে যেতাম। আমরা আঘাত পেলে বোবা থাকাই উত্তম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চার দেওয়ালের মাঝে থাকা মানুষের জীবনটা বড়ই কঠিন। আপনজনদের সাথে থাকে না ভালো সম্পর্ক এবং চলাচল। নিজের মধ্যে এক ঘেয়েমিতা সৃষ্টি হয়। তবে এদিক থেকে আমাদের ভাবা উচিত জীবনটা অতি ছোট তাই আপনজনদের সাথে মাঝেমধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য কথা বলা চলাফেরা উচিত। দেখছেন শিখছেন কিন্তু বোবা হয়ে যাচ্ছেন। আসলে ভাই একলা থাকলে মনের মধ্যে ডিপ্রেশন সৃষ্টি হয় এবং সংকোচ সৃষ্টি হয়। তবে বেশি কিছু আর বলার নেই এতটুকুই বলতে পারি সময়ের কাজ সময়ে করতে হয় তাই আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে।

 2 years ago 

আপনার কথায় যুক্তি আছে , তবে এইটাও তো ভেবে দেখা উচিত যে মানুষটার সঙ্গে এতো কিছু হচ্ছে সেই মানুষটা তো কেমন সহ্য করতে পারছে কিনা , তার ব্যাপারটাও উপলব্ধি করা উচিত।

ধন্যবাদ

 2 years ago 
ভাই আমি বড়দের মুখ থেকে শুনেছি যে, যত কম কথা বলে তার গভীরতা মাপা অনেক কঠিন হয়ে থাকে। আমাদের সমাজটা এমনেই,আপনি যা করবেন তাতেই তাদের চুলকানি ওঠে। আপনি ভালো কিছু করলেও আপনার সমালোচনা হবে, খারাপ কিছু করলেও সমালোচনা হবে।তাই কখনো কারো কথায় কান না দিয়ে নিজের গতিতে চলাটাই আমার মনে হয় সব থেকে ভালো এবং নিজেরই মঙ্গল হয়। অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
 2 years ago 

ভাইয়া আপনার আজকের পোষ্ট পড়ে সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর ভাবে এত গুছিয়ে কিভাবে লিখেন আপনি!!!!
অসাধারণ,, আপনার প্রশংসা না করে পারছি না।
তবে প্রতিটি কথায় বাস্তবমুখী সতর্কবার্তা ছিল। যা আমাদের নিত্যনতুন জীবনে দারুণ ভূমিকা রাখছে।

 2 years ago 

ভাই আপনার কথাগুলো দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছে। আপনার লেখাগুলো পড়লেই আপনার বর্তমান মানষিকতা কিছুটা আচ করা যায়। মনে হচ্ছে বেশ ভালো রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভালো মন্দ মিলিয়েই মানুষ। নিজের উপর বিশ্বাস রাখুন । খারাপ মানুষ যেমন আছে ভালোমানুষও নিশ্চয়ই আছে। সবসময় শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

দিনশেষে বেঁচে আছি এটাই তো অনেক ভাই । বরাবরের মতোই শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

শুভ ভাই লেখাটা পড়ার পর খুব ইচ্ছে করছিল আপনাকে একবার জড়িয়ে ধরি শক্ত করে। হয়তো একটা শান্তি পেতাম। আজকের লেখা নিয়ে কোন মন্তব্য করব না। সব কথার পৃষ্ঠে হয়তো কথা বলতে নেই। কিছু কথা না হয় অনুভূতিতেই থেকে যাক। ভালোবাসা রইলো ভাই ❤️

 2 years ago 

কিছু কথা মুখ বুঝে হজম করতে হয় , মাঝে মাঝে বোবা হয়ে থাকলে অনেক কিছুই ভাবা যায় ও শেখা যায় । তোর জন্য ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65