সবাই কে হ্যাপি নিউ ইয়ার ২০২৪ এর শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ6 months ago

20240101_012509_0000.png

বাস্তবিক জীবনে আমার বর্ষপূর্তিকে ঘিরে তেমন একটা আয়োজন থাকে না বললেই চলে। কেননা এখন আমার পুরো আয়োজনটাই থাকে আমার বাংলা ব্লগ ঘিরে। হয়তো এটা শুধু আমার ক্ষেত্রে এককভাবে বললে ভুল হবে, কেননা আমার বাংলা ব্লগের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত আছে, তাদেরও সবার একই অবস্থা।

আমাদের আসলে নতুন বর্ষকে বরণ করে নেওয়া গতরাতেই হয়ে গিয়েছে । নতুন বর্ষকে বরণ করে নেওয়া উপলক্ষে গতরাতে ছিল আমাদের কমিউনিটিতে স্পেশাল হ্যাংআউট। এমন আয়োজন আমাদের কমিউনিটি কর্তৃক প্রতিনিয়তই করা হয়ে থাকে, সেটা যে কোন দিবস কিংবা উৎসবকে কেন্দ্র করে। এজন্য অবশ্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আমাদের প্রতিষ্ঠাতা @rme দাদার কাছে। কেননা তার দিকনির্দেশনা, সাপোর্ট এবং আমাদের এডমিন-মডারেটর প্যানেলের নিরলস চেষ্টার মাধ্যমেই হয়তো অনুষ্ঠানগুলো করা সম্ভব হয়। তাছাড়া আমাদের ইউজাররা প্রত্যেকটা ব্যাপার কে বেশ আন্তরিকভাবে গ্রহণ করে। কারণ সবকিছুই আয়োজন করা হয় তাদের জন্য।

আসলে সময় তার নিজের গতিতে এগিয়ে যাবে এটাই সত্য, তারপরেও যে স্মৃতিগুলো রেখে যাবে, সেটাকে আঁকড়ে ধরেই হয়তো আমাদের এগিয়ে যেতে। এর মাঝেও হয়তো পাওয়া না পাওয়ার অনেক হিসাব-নিকাশ থাকবে, তবে সেগুলোকে মেনে নিয়েই নতুন সময়ে নতুন ভাবে কাজে মনোনিবেশ করাই হবে বুদ্ধিমানের কাজ।

এখন চেষ্টা করছি নিজের জায়গা, গত রাতের ঘটনার একটু আলোকপাত করার জন্য।

যেহেতু নতুন বছর বরণ করে নেওয়া কে কেন্দ্র করে, ভার্চুয়ালি আমাদের কমিউনিটিতে স্পেশাল হ্যাংআউটের আয়োজন ছিল, তারই ধারাবাহিকতায় গতরাতে হয়ে গেল জমজমাট হ্যাংআউট।

শুরুতেই আমরা চেষ্টা করেছিলাম প্রতিষ্ঠাতার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, তবে আমাদের প্রতিষ্ঠাতা যেহেতু ভ্রমণের জন্য বাহিরে আছেন, তাই তার পরিবর্তে অনুমতি প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয় এক্সিকিউটিভ এডমিন উইংকলেস ভাই। অনুমতি পাওয়ার পরেই মোটামুটি আমাদের সকলের ভিতরে আনন্দঘন মুহূর্ত বিরাজ করছিল। তারপর যথারীতি আমরা আমাদের এক্সিকিউটিভ এডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং তার কাছ থেকে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য শুনেছি।

এরপর মূলত এডমিন নসুরা আপু, সুমন ভাই, আরিফ ভাই এবং আমি চেষ্টা করেছিলাম ইউজারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। তারপরে আমাদের মডারেটর সিয়াম ভাই, রুপক ভাই, কিংপরশ ভাই, আইরিন আপু এবং তানজিরা আপু সকল ইউজারদের উদ্দেশ্যে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিল।

তারপরে আমরা ইউজারদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে তাদের পক্ষথেকে শুভেচ্ছা মতামত গ্রহণ করেছিলাম এবং এরপরে সোজা চলে গিয়েছিলাম বিনোদন পর্বে। যেখানে আগে থেকে ইউজাররা বেশ প্রস্তুতি নিয়েছিল গান-কবিতা শোনানোর জন্য। অতঃপর ইউজারদের গান শোনা এবং কবিতা আবৃত্তির করার মাঝ দিয়ে দীর্ঘ অনেকটা সময় কেটে গিয়েছিল। সকল সদস্যরাই বেশ দারুণ পারফর্ম করেছে।

তাছাড়া শুরু থেকেই এয়ারড্রপ এবং টিপসের ব্যবস্থা ছিল প্রতিনিয়ত। যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেছে আমাদের কমিউনিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় এডমিন সুমন ভাই। ইউজাররাও বেশ স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা মুহূর্ত বেশ উপভোগ করেছিল।

নববর্ষের আগমনকে কেন্দ্র করে, আমরা দুটি ধাপে সময় কাউন্ট করেছি। মূলত প্রথমত বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি বারোটা বাজার সঙ্গে একবার এবং ভারতের সময় অনুযায়ী রাত্রি বারোটা বাজার সঙ্গে আরেক বার এবং দুবার টাইম কাউন্ট করার পরেই গিভওয়ে চ্যানেলে বড় দুটো এয়ারড্রপের ব্যবস্থা ছিল। যা সঙ্গে সঙ্গেই গ্রহণ করেছিল উপস্থিত সদস্যরা।

তারপরে আবার কুইজ চলেছিল দীর্ঘ সময় এবং অনেক সদস্যই কুইজে অংশগ্রহণ করেছিল এবং পুরস্কার জিতে নিয়েছিল। তাছাড়া বিনোদন পর্বে যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। এছাড়া সবশেষে ছিল ডিজে পার্টির ব্যবস্থা, গতকাল শীতের রাতে পার্টির আমেজে অনেকগুলো গান আমরা শুনেছিলাম।

অনুষ্ঠান যখন একদম শেষ পর্যায়ে, তখনই আমাদের প্রতিষ্ঠাতা @rme দাদা আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন এবং তিনি আমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান আর এরই মাঝ দিয়ে, এভাবেই আমরা গতকাল রাতের সময়টা বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম।

বর্ষবরণ কে কেন্দ্র করে গতকাল রাতের মুহূর্তটা যেমন আনন্দঘন কেটেছে, আশাকরছি বছরের প্রতিটা সময় আমাদের এইভাবেই আনন্দঘন কাটুক, এই প্রত্যাশাই ব্যক্ত করছি।

ধন্যবাদ সবাইকে।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 months ago 

দেখতে দেখতে আরেকটা বছর চলে গেল! যতই দিন যাচ্ছে আমার বাংলা ব্লগের সাথের আমাদের সম্পর্কটাও গভীর থেকে গভীরতর হচ্ছে! হয়তো সেটা আমৃত্যু পর্যন্ত থাকবে। আমরা ভার্চুয়ালি দিনটি চমৎকারভাবে উদযাপন করতে পেরেছি। আমি নিজেও বিনোদন পর্বে যোগ দিয়েছিলাম, ভালোও লাগছিল ভীষণ। আমার বাংলা ব্লগের সবার মাঝে ছড়িয়ে পড়ুক ভৃাতৃত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা। হাসি আনন্দে ভরে উঠুক আমাদের জীবন

 6 months ago 

আসলেই এই বন্ধনটা আমৃত্যু থাকুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি নিজ নিজ অবস্থান থেকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

গতকাল অনুষ্ঠানটির সময়টা খুব ভালো কেটেছিল আমাদের সবার।আশা করি নতুন বছরটা আমাদের এভাবেই ভালো কাটুক।সবার জীবনের সকল সমস্যার সমাপ্তি ঘটুক।নতুন বছরের প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে উঠুক।ভালো লাগলো আপনার লেখাটি ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

নতুন বছর সবার ভালো কাটুক, এই কামনাই করছি।

 6 months ago 

শুভ হোক আপনার আগামী পথ চলা। পরিবারের সবাইকে নিয়ে যেন হাসি খুশিতে ভরে যায় জীবনটা। বিগত বছর আমাদের জন্য খুবই খারাপ কেটেছে। আমরা চাইনা এমনভাবে আমাদের জীবনটা আর কাটুক। নতুন বছর যেন আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনে সে কামনা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

আপনারও আগামী দিনের পথ চলা শুভ হোক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 6 months ago 

আমাদের দাদার জন্যই আমরা একটা প্লাটফর্মে এক হতে পেরেছি। একসঙ্গে প্রতিটা উৎসব উৎযাপন করি। ঠিক গতকাল যেভাবে আমরা একসঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছি। সময় তার গতিতেই এগিয়ে যাবে। কিন্তু এগুলো থেকে যাবে স্মৃতি হয়ে। গতকাল আমার ওয়াইফাই টা প্রচণ্ড বিরক্ত করছিল। কিন্তু তারপরও বেশ কিছুক্ষণ ছিলাম। সবমিলিয়ে দারুণ কেটেছিল গতকালকের সময় টা আমাদের।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এটা সত্য যে, দাদার মতো মানুষের জন্যই আমরা আজ পর্যন্ত টিকে আছি এই প্লাটফর্মে।

 6 months ago 

গতকাল রাতে স্পেশাল হ্যাংআউট প্রোগ্রামটি আমরা বেশ উপভোগ করেছি। বিনোদন পর্ব, কুইজ পর্ব দারুণ লেগেছিল। এয়ারড্রপ বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছিল সবার মাঝে পুরো অনুষ্ঠান জুড়ে। দাদা উপস্থিত থাকতে পারেননি বিধায়, অনুষ্ঠানটি অসম্পূর্ণ মনে হচ্ছিল। তবে দাদা শেষ পর্যায়ে উপস্থিত হয়ে আমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং তখনই মনে হয়েছিল সম্পূর্ণ আয়োজনটি একেবারে সফল হয়েছে। আসলে আমাদের কমিউনিটি ইউজারদের মনোরঞ্জন করার জন্য নিত্য নতুন আয়োজন করে থাকে প্রতিনিয়ত। এমন একটি কমিউনিটির সাথে যুক্ত থাকতে পেরে, নিজেকে অবশ্যই ভাগ্যবান বলে মনে হয়। আশা করি নতুন বছরের পথ চলা আরো মসৃণ হবে আমাদের সকলের। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলেই আমাদের নতুন বছরের সময়টা আরো প্রাণবন্ত কাটুক এবং আমরা আবারো পুরোদমে কাজে ফিরে আসি, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44