শিকড়

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

মানুষের অভ্যাসগত কিছু স্বভাব থাকে, বলতে গেলে যখন যে অবস্থানে থাকে, সেই অবস্থানের আশেপাশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে সে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। মানিয়ে নিতে পারাই জীবন, তবে এই মানিয়ে নেওয়ার মাঝে কে কি শিখছে এটাও কিন্তু ভাববার বিষয়।

শহরের জীবনটা যেমনটা যান্ত্রিক তার ঠিক উল্টোটা কিন্তু গ্রামীণ জীবন। এখানকার জীবনটা অস্বস্তিকর যান্ত্রিক না, তবে খানিকটা ধীর গতি সম্পন্ন। কৃষিকাজই মুখ্য বিষয় এখানকার মানুষের জীবন-জীবিকার।

তবে আপাত দৃষ্টিতে আমি-আপনি যেভাবে যত সহজে কৃষিকাজটাকে দেখছি তা কিন্তু মোটেও এত সহজ না। যেহেতু গ্রামে আছি, তাই নিজে সশরীরে এই কাজগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করেছি।

1000031907.jpg

1000031908.jpg

1000031909.jpg

1000031910.jpg

1000031911.jpg

1000031912.jpg

1000031783.jpg

1000031781.jpg

সেই সকাল বেলা উঠে জমিতে যাওয়া, জমির অবস্থা দেখা, ফসল চাষের জন্য জমি প্রস্তুত করা তারপর আবার জমিতে বীজ বপন করা কিংবা অন্যান্য কার্যক্রম তো আছেই। বলতে গেলে প্রত্যেকটা কাজ প্রচুর সময় নিয়ে ধৈর্য সহকারে, স্থির মানসিকতা রেখে করতে হয়। কেননা যে ফসলগুলো ফলানো হয়,তা দিয়েই গ্রামীণ মানুষগুলোর জীবিকা নির্বাহ হয়।

সেই যে জমি প্রস্তুত করা থেকে শুরু করে, একদম ফসল ঘরে তোলা পর্যন্ত, কি পরিমাণ পরিশ্রম যে এই মানুষগুলোকে করতে হয়, তা আসলে স্বচক্ষে না দেখলে, মুখে বলে বোঝানো মুশকিল। তারপরেও তো আবার বিভিন্ন রকম চড়াই-উতরাই থাকে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে সামলিয়ে নিতে হয়, এভাবেই চলে এখানকার জীবন ।

এমন ঘটনা শুধুমাত্র একটা সময় কেন্দ্রিক না, সারা বছরই লেগে থাকে এই ব্যস্ততা। শিকড়ের কাছাকাছি না থাকলে, এই সহজ সরল গ্রামীণ মানুষগুলোর জীবনের ব্যস্ততা কখনোই বোঝা যায় না।

এই যে বাজারে গেলাম, পকেট থেকে টাকা বের করে দিলাম আর বস্তা ভর্তি চাল কিংবা শাকসবজি, মাছ কিনে নিয়ে আসলাম, ব্যাপারটা যত সহজে হয়, এর পিছনের ঘটনা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে যান, তাহলে হয়তো মাথা কিছুটা ঘুরিয়ে যেতে পারে।

আপাতত শিকড়ের কাছাকাছি আছি তো এবং স্বচক্ষে প্রতিনিত কাজগুলো দেখছি, তাই বলতে পারেন অভিজ্ঞতা দিন দিন বেড়েই যাচ্ছে।

1000020537.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 days ago 

আসলে দাদা মানুষ হল অভ্যাসের দাস। অর্থাৎ যে যেমন পরিবেশে বড় হয়, সে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। যাইহোক, আপনি যেহেতু এখন গ্রামে আছেন এজন্য এই গ্রামীণ প্রান্তিক মানুষদের কষ্টের বা পরিশ্রমের ব্যাপার গুলো কাছে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছেন। আসলে এই মানুষগুলো দিনরাত যে কি পরিমান পরিশ্রম করে, সেটা শহরের মানুষ হয়তো অতটা উপলব্ধি করতে পারে না। আর এটা সত্যি কথা যে, এই কষ্ট তাদের সারা বছরই করে যেতে হয় সমান ভাবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60814.60
ETH 2715.64
USDT 1.00
SBD 2.44