DIY-সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা|

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। প্রথমে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। সবার ঈদ যেন আনন্দে কাটে এবং ভালো কাটে এই দোয়া করি। ঈদের আনন্দ অনেক বেশি। বছর ঘুরে ঈদ আসে আর ঈদের আনন্দ চারপাশে ছড়িয়ে পড়ে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি ঈদের শুভেচ্ছা কার্ড শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক আমার তৈরি করা ঈদের শুভেচ্ছা কার্ড।

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা:

IMG_20240617_091021.jpgCemera: Oppo-A12.


সকাল সকাল ঈদের শুভেচ্ছা কার্ড সবার মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। তবে সকাল থেকে মনটা খারাপ লাগছে। রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টির পরিমাণ আরো বেড়ে গেছে। বৃষ্টি হলে মন খারাপ হয়ে যায়। কারণ ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। বৃষ্টি ভেজা দিন আর মেঘলা আকাশ এমনিতে ভালো লাগলেও কোন উৎসবের দিনে বৃষ্টি হলে তখন মন খারাপ হয়ে যায়। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। সবাই মিলে ঈদের আনন্দ উদযাপন করার সুযোগ হবে কিনা জানিনা তবে সবাই অপেক্ষা করছে বৃষ্টি কমার। বৃষ্টি না কমলে সবাই মিলে ঈদের আনন্দ যেমন উপভোগ করা যাবে না। তেমনি সবাই মিলে একসাথে নামাজ পড়াও হবে না। হয়তো ছোট্ট পরিসরে মসজিদে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। যাইহোক সেসব কথায় আর না যাই। সবাইকে এই বিশেষ দিন উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্যই আজকে আমি এই শুভেচ্ছা কার্ড সবার মাঝে শেয়ার করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • সাদা কাগজ।
  • কালার কাগজ।
  • কলম।
  • আঠা।
  • কেঁচি।

IMG20240616113623.jpgCemera: Oppo-A12.


ঈদ উপলক্ষে তৈরি করা শুভেচ্ছা কার্ড তৈরির ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240616113734.jpgCemera: Oppo-A12.
IMG20240616113917.jpgCemera: Oppo-A12.


ঈদ উপলক্ষে এই শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। আর পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর কেটে নেওয়ার প্রস্তুতি নিয়েছি।

ধাপ-২:

IMG20240616114114.jpgCemera: Oppo-A12.


এবার কাগজের উপরের অংশের ডিজাইন করে কেটে নিয়েছি।

ধাপ-৩:

IMG20240616114234.jpgCemera: Oppo-A12.
IMG20240616114322.jpgCemera: Oppo-A12.


এবার মাপ অনুযায়ী সুন্দর করে লাল কাগজ কেটে নিয়েছি। আর আঠা লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

ধাপ-৪:

IMG20240616114419.jpgCemera: Oppo-A12.
IMG20240616114758.jpgCemera: Oppo-A12.


এবার কার্ডের ভেতরে আঠা দিয়ে কাগজটি লাগিয়েছি আর কার্ডটি ডেকোরেশন করার চেষ্টা করেছি।

ধাপ-৫:

IMG20240616115145.jpgCemera: Oppo-A12.
IMG20240616115604.jpgCemera: Oppo-A12.


এবার সাদা কাগজের উপর ঈদ মোবারক লিখেছি আর লেখাটি সুন্দর করার চেষ্টা করেছি।

ধাপ-৬:

IMG20240616115739.jpgCemera: Oppo-A12.
IMG20240616120321.jpgCemera: Oppo-A12.


এবার লেখাগুলো সুন্দর করে প্রস্তুত করেছি। এরপর কার্ডের উপরে লাগিয়েছি।

ধাপ-৭:

IMG20240616120559.jpgCemera: Oppo-A12.
IMG20240616121049.jpgCemera: Oppo-A12.


কার্ডের উপরে আরো কিছু ডিজাইন করার জন্য পেন্সিল দিয়ে অঙ্কন করেছি। এরপর কেটে নিয়েছি।

ধাপ-৮:

IMG20240616121926.jpgCemera: Oppo-A12.
IMG20240616122825.jpgCemera: Oppo-A12.


কেটে রাখা কাগজগুলো আঠা দিয়ে লাগিয়েছি। আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি।

ধাপ-৯:

IMG20240616124107.jpgCemera: Oppo-A12.
IMG20240616124609.jpgCemera: Oppo-A12.


এবার কার্ড এর উপরে আরো কিছু ডিজাইন করেছি। যাতে কার্ডটি দেখতে ভালো লাগে।

শেষ ধাপ:

IMG_20240617_073720.jpgCemera: Oppo-A12.


এভাবে ধীরে ধীরে কার্ডের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য নকশা করার চেষ্টা করেছি। আর সুন্দর করে এই ঈদের কার্ড তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20240617_071459.jpgCemera: Oppo-A12.


ঈদের আনন্দ আরও বেশি বাড়িয়ে তোলার জন্য আমি এই কার্ড সবার মাঝে শেয়ার করলাম। হয়তো খুব একটা ভালো কার্ড তৈরি করতে পারিনি। তবে নিজের মতো করে এই কার্ডটি তৈরি করেছি আর আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লেগেছে। তো বন্ধুরা আমার তৈরি করা এই কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

ঈদ মোবারক। ভাইয়া আজ আপনি খুব সুন্দর করে একটি ঈদ শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। আগে ছোটবেলায় আমিও ঈদ কার্ড সবাইকে দিতাম । আপনার এই ঈদ কার্ড দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনার বানানো ঈদ কার্ডটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 days ago 

ছোটবেলায় আপনি ঈদ কার্ড সবাইকে দিতেন জেনে ভালো লাগলো আপু। আমার তৈরি করা ঈদ কার্ডটি আপনার ভীষণ ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 11 days ago 

ইদ মোবারক ভাই।

খুব চমৎকার একটি ডিজাইন বানিয়েছেন ইদ মোবারকের।অনেক সুন্দর লাগছে দেখতে ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 9 days ago 

আমার ঈদের কার্ডটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

গতবছর ঈদের দিনে বৃষ্টি হয়েছিলো। তবে এবার আমাদের এখানে বৃষ্টি হয় নি। প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক ভাই। ঈদের শুভেচ্ছা কার্ড খুব সুন্দর করে তৈরি করেছেন। এবং আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 9 days ago 

এবছর আপনাদের ওখানে বৃষ্টি হয়নি জেনে ভালো লাগলো ভাইয়া। আমাদের এখানে ঈদের আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তাই মাঠে নামাজও পড়তে পারিনি। মসজিদে পড়তে হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের হৃদয়। কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি তৈরি করেছেন ভাই বেশ দুর্দান্ত হয়েছে। ঈদের শুভেচ্ছা কার্ড দেখে খুব ভালো লাগলো। ঈদের শুভেচ্ছা কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 9 days ago 

ঈদের শুভেচ্ছা কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন বৃষ্টি এমনি সময় ভালো লাগলেও কোন উৎসবে বৃষ্টি একদমই ভালো লাগেনা। সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় ।ঈদের দিন হলে তো কোন কথাই নেই। ঈদের নামাজ পড়তে এবং কোরবানি করতে বেশ সমস্যা হয়। যাই হোক আপনার ঈদের কার্ড টি কিন্তু খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আমার তৈরি করা ঈদের শুভেচ্ছা কার্ডটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আপু। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61227.58
ETH 3437.75
USDT 1.00
SBD 2.56