DIY-রঙিন কাগজের ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ7 hours ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। তাই ছুটির দিনগুলোতে কিংবা অবসর সময় গুলোতে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করি। আর রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে বেশি ভালো লাগে। আজকে আমি একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা চলুন আমার তৈরি করা ওয়ালমেট দেখে নেয়া যাক।

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি:

IMG_20240709_115817.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আমি সব সময় দেখি আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা দারুন দারুন সব পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেন। আর সবার পোস্টগুলো দেখে উৎসাহ পাই এবং নিজে কিছু করার চেষ্টা করি। হয়তো সবার মত এত দক্ষতার সাথে কোন কিছু তৈরি করতে পারিনা। তবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে। রঙিন কাগজের ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আমি এই ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখি। নিজের তৈরি করা কিছু দেখতেও ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• রঙিন কাগজ।
• কার্ডবোর্ড।
• আঠা।
• কেঁচি।
• কলম।

IMG20240706150749.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজের ওয়ালমেট তৈরির ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240706150827.jpgCemera: Oppo-A12.
IMG20240706150937.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়েছি। এবার গোল করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।

ধাপ-২:

IMG20240706150955.jpgCemera: Oppo-A12.
IMG20240706151057.jpgCemera: Oppo-A12.


কার্ডবোর্ড সুন্দর করে সাইজ অনুযায়ী কেটেছি আর কালো কাগজ প্রস্তুত করেছি।

ধাপ-৩:

IMG20240706151252.jpgCemera: Oppo-A12.


এবার সাইজ অনুযায়ী কালো কাগজ কেটেছি এবং আঠা দিয়ে সেটিং করে নিয়েছি।

ধাপ-৪:

IMG20240706151356.jpgCemera: Oppo-A12.
IMG20240706151416.jpgCemera: Oppo-A12.


এবার ওয়ালমেট তৈরি করার জন্য কিছু ফুল তৈরি করার প্রয়োজন পড়েছে। এজন্য প্রথমে কাগজ কেটেছি। এরপর ভাঁজ করার চেষ্টা করেছি।

ধাপ-৫:

IMG20240706151515.jpgCemera: Oppo-A12.
IMG20240706151535.jpgCemera: Oppo-A12.


কাগজের ভাঁজে ভাঁজে যেহেতু ফুল তৈরি করবো তাই কাগজ আবার ভাঁজ করেছি।

ধাপ-৬:

IMG20240706151723.jpgCemera: Oppo-A12.
IMG20240706152111.jpgCemera: Oppo-A12.


এবার সুন্দর করে কাগজ কেটেছি। কাগজ কাটার পর যখন ভাঁজ খুলেছি তখন সুন্দর ফুল তৈরি হয়েছে।

ধাপ-৭:

IMG20240706152158.jpgCemera: Oppo-A12.
IMG20240706152313.jpgCemera: Oppo-A12.


এভাবে কয়েকটি ফুল তৈরি করেছি। এবার সবকিছুই প্রস্তুত করেছি।

ধাপ-৮:

IMG20240706152644.jpgCemera: Oppo-A12.


ফুলগুলো সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করেছি। আর একটি ফুলের উপর আরেকটি ফুল আঠা দিয়ে লাগিয়ে ওয়ালমেটের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।

ধাপ-৯:

IMG20240706152934.jpgCemera: Oppo-A12.
IMG20240706153031.jpgCemera: Oppo-A12.


এবার বেশ কিছু কাগজ বিভিন্ন সাইজে কেটে নিয়েছি।

ধাপ-১০:

IMG20240706153245.jpgCemera: Oppo-A12.
IMG20240706153031.jpgCemera: Oppo-A12.


কাগজ কাটা হয়ে গেলে এবার আরো কিছু ছোট ছোট কাগজের টুকরো নিয়েছি আর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১১:

IMG20240706153245.jpgCemera: Oppo-A12.
IMG20240706153423.jpgCemera: Oppo-A12.


এবার কাগজগুলো আঠা দিয়ে সুন্দর করে সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।

শেষ ধাপ:

IMG_20240709_121354.jpgCemera: Oppo-A12.
IMG_20240709_121307.jpgCemera: Oppo-A12.


এভাবে সবগুলো অংশ সুন্দর করে প্রস্তুত করেছি আর ওয়ালমেটের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি। এরপর কলমের ব্যবহার করে ওয়ালমেট আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি।এভাবেই আমি সুন্দর এই ওয়ালমেট তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20240709_120235.jpgCemera: Oppo-A12.


কাগজের ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো একটা সময় অনেক করতাম। কিন্তু ব্যস্ততার সাথে সাথে সবকিছুই হারিয়ে গেছে। এখন সময় পেলে মাঝে মাঝে ওয়ালমেট তৈরি করার জন্য বসে পরি। কাগজের ওয়ালমেট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 hours ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আজ খুব সুন্দর একটা ওয়ালমেট বানিয়েছেন। দেখতে দারুন হয়েছে।রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো এমনিতেই অনেক সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 6 hours ago 

ভাইয়া আপনি মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করেন দেখতে ভালোই লাগে।আজকের ওয়ালমেট টি বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 hours ago 

অনেকদিন রঙিন কাগজের এরকম ওয়ালমেট তৈরি করা হয় না। বেশ ভালো লাগলো আপনার তৈরি করার জন্য কাগজের ওয়ালমেট দেখে। হলুদ এবং কালো কাগজের কালার কম্বিনেশন টা খুবই ভালো লাগছে দেখতে। কালোর উপর হলুদ ফুল গুলো খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 hours ago 

ডাই পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজের খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম। আপনি ছুটির দিন গুলোতে এবং অবসর সময়ে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন, জেনে খুবই ভালো লাগলো। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 hours ago (edited)

বাহ্ চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি ভাইয়া।আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 28 minutes ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন ভাইয়া দেখে মুগ্ধ হয়ে গেছি। ওয়ালমেট গুলো তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পরে বেশ ভালো লাগে। যেহেতু ঘরের ওয়ালে টাঙিয়ে দিলে সুন্দর দেখায় তাই কষ্ট করলেও সার্থক হয়। আপনি খুব সুন্দর কালারিং কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে নিলেন। আমার বেশ ভালো লেগেছে এই ওয়ালমেট।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37