জেনারেল রাইটিং-বৃষ্টি ভেজা দিন আর অসহায় মানুষের কষ্ট||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সবার মাঝে উপস্থাপন করবো। আজকে আমি "বৃষ্টি ভেজা দিন আর অসহায় মানুষের কষ্ট" এই বিষয়বস্তুর উপর একটি পোস্ট শেয়ার করবো। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আমার আজকের জেনারেট রাইটিং পোস্ট।

বৃষ্টি ভেজা দিন আর অসহায় মানুষের কষ্ট:

man-5216903_1280.jpg

source


বৃষ্টি ভেজা দিন আর অসহায় মানুষের কষ্ট আমরা হয়তো শুধু দূর থেকে দেখি। কিন্তু বৃষ্টি ভেজা দিনে অসহায় মানুষ গুলো কিভাবে দিন পার করে সেই কষ্ট বুঝতে পারিনা। কয়েকদিন আগে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি এক বৃদ্ধ চাচা বৃষ্টিতে ভিজে রিক্সা চালাচ্ছেন। হয়তো টানা কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তার সংসার চালাতে অসুবিধা হচ্ছে। তিনি বৃষ্টিতে ভিজেও বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। হয়তো রিক্সা চালিয়ে যে টাকা পাবে সেই টাকা দিয়েই তার পরিবারের মুখে খাবার তুলে দিবে। পেটের জ্বালা সইতে না পেরে বৃষ্টিতে ভিজেই উপার্জন করতে নেমে পড়েছেন তিনি।

এইতো কয়েকদিন আগের কথা আমি বাজারে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করে নিরাপদে আশ্রয় নিলেও অল্প কিছু সবজি নিয়ে বসে থাকা বৃদ্ধ চাচা সেখানেই বসে রইলেন। তার যে যাওয়ার কোন জায়গা নেই। বাড়িতে ফলানো অল্প কয়টা সবজি নিয়ে বাজারে এসেছেন। সেই সবজি বিক্রি করে চাল ডাল কিনবে বলে অপেক্ষা করছেন। বৃষ্টি এসে সবকিছু এলোমেলো করে দিলো। তিনি নিজেও জানে না তার সবজিগুলো বিক্রি হবে কিনা। সেই অসহায় মানুষটির মুখের দিকে তাকিয়ে খুবই খারাপ লেগেছে।

বৃষ্টি ভেজা দিনে আমরা আরাম আয়েশ করে সময় কাটালেও আমাদের প্রতিবেশী কিংবা আশেপাশের অনেক মানুষ আছে যারা বৃষ্টির সময় অসহায়ের মত দাঁড়িয়ে থাকে। টিনের চালের ফুটো দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সেই পানির ছিটায় তাদের হৃদয় কেঁদে ওঠে। কিছুই করার থাকে না তাদের। কখনো বালতি হাতে কখনো বা মগ হাতে ছোটাছুটি করে। সেই পানি আটকানোর আপ্রাণ চেষ্টায় যখন তারা ব্যস্ত সময় পার করে তখন আমরা আরাম আয়েশে সময় কাটানোর কাজে ব্যস্ত হয়ে পরি। সেই অসহায় মানুষগুলোর কথা ভাবলে খুবই খারাপ লাগে।

যখন টানা কয়েক দিন বৃষ্টি হয় তখন দিনমজুর পরিবার অনাহারে দিন কাটায়। দিনের পর দিন কাজ বন্ধ থাকার কারণে চাল ডাল কেনার মত অর্থ তাদের কাছে থাকে না। সেই মানুষগুলো পরিবার নিয়ে অসহায়ের মত সময় কাটায়। কেউ তাদের খবর রাখে না। বৃষ্টির মাঝে কষ্টে দিন কাটে তাদের। চাতক পাখির মতো অপেক্ষায় থাকে কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামলে বেরিয়ে পরবে কাজের সন্ধানে। আর পরিবারের মুখে খাবার তুলে দিবে। সেই মানুষগুলোর হৃদয়ের হাহাকার আমরা বুঝতে পারি না। সেই মানুষগুলোর বোবা কান্না আমরা শুনতে পারি না।

আমরা সব সময় নিজের আরাম-আয়েশের জন্য বৃষ্টি চাই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বৃষ্টি দেখলে ভয় পায়। তাদের কাছে বৃষ্টি ভেজা দিন মানেই কষ্টে দিন পার করা। যারা পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই করে তাদের কাছে বৃষ্টি মানে অনেকটা অভিশাপের মত। যারা দিন আনে দিন খায় তাদের কাছে বৃষ্টি মানেই অনাহারে দিন কাটানো। সেই সব অসহায় মানুষগুলোর কথা ভেবে খুবই খারাপ লাগে। কয়েকদিন থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে অনেকেই কাজের সন্ধানে বেরিয়ে পরেছে। অনেকে নিজের পরিবারকে ভালো রাখতে নিজে পরিশ্রম করে যাচ্ছে। আমি আমার পোষ্টের মাধ্যমে সেই সব অসহায় মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমার লেখা এই পোস্ট আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না বন্ধুরা।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 6 days ago 

বৃষ্টির দিন অনেকের কাছে বিলাশিতা হলেও অনেকের কাছে কষ্টের দিন।আমরা সেই খবর কখনও রাখিনা।কেউ বৃষ্টিকে মাথায় নিয়ে মৌলিক চাহিদা খাদ্যের প্রয়োজন মেটাতে বেড়িয়ে পরে।আবার কেউ ঘরে বসে বৃষ্টিকে অনুভব করে।পরিশ্রমী মানুষ গুলো পরিবারের কথা ভেবে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বাইরে বেড়িয়ে যায়।এই পরিশ্রমী মানুষ কে নিয়ে চমৎকার পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

একদম তাই গরীব দুঃখী মানুষ গুলো জীবিকা নির্বাহের জন্য বৃষ্টির মধ্যে বাহিরে চলে যায় কাজের সন্ধানে। কাজ না করলে তাদের পরিবারকে হয়তো না খেয়ে থাকতে হবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 6 days ago 

বাসায় বসে বসে আমরা বৃষ্টির দিনগুলো উপভোগ করি তবে আমাদের আশেপাশে দিনমজুরদের খুবই কষ্ট হয় এই বৃষ্টির দিনগুলোতে। তারা ঠিক মতো তাদের কাজগুলো করতে পারে না এবং এর ফলে তাদের সেই দিনটা চলতে অনেক সমস্যা হয়। বাস্তব কিছু কথা লিখেছেন ভাইয়া। এসব মানুষদের দেখলে আসলেই খারাপ লাগে।

 2 days ago 

জ্বী আপু বৃষ্টির দিনে দিনমজুর মানুষদের খুবই কষ্ট হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আসলেই বৃষ্টির দিনগুলো অনেকের জন্য উপভোগের হলেও সাধারণ অসহায় মানুষের জন্য সেটা কষ্টের একটি কারণ।দিন মজুর শ্রেনীর যারা রয়েছেন তাদের দিনটি নষ্ট হয় ফলে দিনের খাবার যোগান দিতে কষ্ট হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 days ago 

জ্বী আপু বৃষ্টি আমাদের জন্য অনেক উপভোগের হলেও দিনমজুরদের জন্য খুবই কষ্টের। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

যখন অতিরিক্ত বৃষ্টি হয় কিংবা অতিরিক্ত শীত হয় আবার দেশে কোন দুর্যোগ চলে আসে তখন এমন অসহায় মানুষের জন্য খুবই খারাপ লাগে। যদিও আমরা যারা একটু ভালো অবস্থানে থাকি তারা কত আরাম আয়েশ করে। কিন্তু অসহায় লোকটি বসে আছেন সেই সবজি নিয়ে। হয়তো সবজি গুলো বিক্রি করে সেই রাতের খাবার যোগাড় করবেন। এ ধরনের মানুষগুলো জন্য খুব আফসোস হয়। আপনার আজকের লেখাগুলো পড়ে অসহায় মানুষগুলোর জন্য খুব খারাপ লাগতেছে।

 2 days ago 

প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সত্যিই এসব মানুষদের জন্য খুবই কষ্ট হয় । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 6 days ago 

ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির দিনে অসহায় মানুষের কষ্টের শেষ থাকে না। অনেকে আরামে থাকলেও অনেকে বৃষ্টির পানি মাথায় করে যায় তাদের পরিবারের জন্য আহার যোগার করতে। সত্যি অসহায় মানুষের জন্য বৃষ্টির দিন অনেক কষ্টের।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর লিখেছেন ধ।

 2 days ago 

সত্যি আপু অসহায় মানুষদের জন্য বৃষ্টির দিন খুবই বেদনার। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন আপু।

 5 days ago 

আপনার কথা গুলো বাস্তব সত্যি। আসলে আপনার মতো আমারও খুব খারাপ লাগে এরকম বয়স্ক মানুষকে কঠোর পরিশ্রম করতে দেখলে।যে বয়সে তাদের বসে খাওয়ার কথা সে বয়সেও তাদের কে কঠোর পরিশ্রম করে পরিবার চালাতে হয়।আসলে বৃষ্টি কারো কারো জীবনে রোমান্টিক দিন হলেও খেটে খাওয়া মানুষের কষ্টের দিন। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 days ago 

জ্বী আপু বৃষ্টির দিন কারো জন্য আনন্দের হলেও অসহায় মানুষদের জন্য অনেক কষ্টের। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

বৃষ্টির মধ্যে অসহায় মানুষগুলো কত কষ্টে দিন কাটাচ্ছে।করো বা ঘরে পানি পড়ছে ওই অবস্থায় অসহায় মানুষ গুলো ঘরের এক কোনায় বসে কোনো রকম ভাবে রাত্রি যাপন করেছে।তাদের কথা একবার ভাবলে বুঝা যায় আমরা কত না সুন্দর ভাবে বৃষ্টি আসলে উপভোগ করি। আনন্দিত হই বৃষ্টি দেখতে কিন্তু বৃষ্টি হলে অসহায় মানুষগুলোর খুবই কষ্ট হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64821.33
ETH 3466.08
USDT 1.00
SBD 2.51