জেনারেল রাইটিং-বন্যা পরবর্তী ভোগান্তি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আর আমার আজকের পোস্টের টপিক নির্বাচিত করেছি বন্যা পরবর্তী ভোগান্তি নিয়ে। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

বন্যা পরবর্তী ভোগান্তি:

bangladesh-5939912_1280.jpg

source


বন্যাকালীন সময়ে মানুষ যেমন ভোগান্তির মধ্যে পরে তেমনি বন্যা পরবর্তীতেও মানুষ আরো বেশি ভোগান্তির মধ্যে পরে। ধীরে ধীরে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু মানুষ এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারছে না। তাদের তিল তিল করে গড়ে তোলা ছোট্ট বাড়িটি যখন পানির নিচে ডুবে গিয়েছিল তখন হয়তো নিজের প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল কোন নিরাপদ স্থানে। কিন্তু যখন বন্যার পানি কমতে শুরু করেছে তখন সবাই নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে।

বন্যার পানিতে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। বন্যার পানিতে সবকিছুই নষ্ট হয়ে গেছে। ভিটেমাটির চিহ্ন খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। তিল তিল করে গড়ে তোলা ছোট্ট ঘর আর নেই। সেই সাজানো সংসার নিমিষেই শেষ হয়ে গেছে। বন্যা পরবর্তীতে তারা যখন এই চিত্রগুলো দেখে তখন নিজেকে সামলে রাখতে পারেনা। সবকিছু ঠিক করতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়। আর প্রয়োজন হয় আর্থিক সহায়তার। সেই সময়ের অসহায়ত্ব কাউকে বলে বোঝানোর মত নয়।

অনেকের ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে। চাষ করা ফসল যখন নষ্ট হয়ে যায় তখন তাদের আর কিছুই করার থাকে না। বন্যার পানিতে তাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায়। কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করবে সেই রাস্তা বন্ধ হয়ে যায়। বন্যার পানি নেমে গেছে ঠিকই কিন্তু কৃষকদের নিঃস্ব করে দিয়ে গেছে। বন্যা পরবর্তীতে এই বিষয়গুলোর কারণে অনেকেই ভোগান্তির শিকার হয়। হয়তো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু সবকিছু মোটেও সহজ নয়।

বন্যার পানির স্রোতে ভেসে যায় গবাদি পশু। যারা দু-চারটে গবাদি পশু পালন করে সংসার খরচ চালায় তারা বুঝতে পারছে তাদের গৃহপালিত পশু হারানোর কষ্ট। কিছুই করার নেই তাদের। হতাশা যেন তাদের জীবনে লেগেই আছে। বন্যা পরবর্তীতে কিভাবে সংসার চালাবে এই চিন্তায় ব্যাকুল হয়ে উঠছে। সেই মানুষগুলোর কথা ভেবে খুবই খারাপ লাগছে। তারা বেঁচে গেছে ঠিকই কিন্তু নিজেদের বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে ফেলেছে।

বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গত এলাকার মানুষ আরো বেশি ভোগান্তির শিকার হয়। তারা নিঃস্ব হয়ে যায়। অনেকে তাদের শেষ সম্বল হারিয়ে হতাশায় দিন কাটায়। বন্যা পরবর্তী সময়ে যদি সবাই সেই মানুষগুলোকে সহায়তা করে তাহলে হয়তো তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে। নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। কিন্তু এর জন্য প্রয়োজন সবার সাহায্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই মানুষগুলো আবারো নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে এবং নিজেকে আবারো স্বাবলম্বী করে তুলবে। তো বন্ধুরা আমার লেখাগুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 last month 

আসলে বন্যা কবলিত মানুষদের ভোগান্তির শেষ নেই। কারণ তারা বন্যার সময় অনেক কষ্ট করে, আবার বন্যা শেষ হওয়ার পরেও অনেক কষ্ট করে থাকে। তাছাড়া বন্যার পরে তারা মানুষের সাহায্য সহযোগিতা খুব কম পায়। আমাদের সবার উচিত বন্যার পরেও তাদেরকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাইয়া। বন্যা কবলিত মানুষগুলো আমরা এখন সাহায্য করছি কিন্তু পরবর্তীতে তাদের আগের পরিস্থিতিতে গড়ে উঠতে অনেক কষ্ট হবে। তাদের আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। এতে সবাই অনেক বেশি ভোগান্তিতে পড়ে যাবে ‌। তবে আমরা এখনকার মত যদি পরবর্তীতে ওনাদেরকে সাহায্য করি তাহলে ওদের আগের পরিস্থিতিতে আসতে অনেক সুবিধা হবে।

 last month 

আমার এই পোস্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জেনে খুবই ভালো লাগলো। বন্যা পরবর্তী পরিস্থিতি সত্যি অনেক বেশি কষ্টের।

 last month 

আসলে বন্যার সময় মানুষ যে কষ্ট করেছে তার থেকেও বেশি কষ্ট হয় এই বন্যার পরবর্তীতে৷ তারা তাদের বাসায় আসে এবং তাদের ক্ষয়ক্ষতিগুলো দেখতে পায় এবং সেই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করার ক্ষেত্রে তাদের অনেক হিমশিম খেয়ে যেতে হয়৷ সবকিছুই আবার প্রথম থেকে শুরু করার প্রয়োজন হয় এবং সবকিছুই নষ্ট হয়ে যাওয়ার ফলে আবার নতুন করে যখন সবকিছু করা হয় তখন তাদের অনেক কষ্টই করতে হয়৷ যাইহোক বন্যার পরবর্তী সময় মানুষজন যেন আবারও সবকিছু ঠিক করে নিতে পারে তা আমরা সকলেই কামনা করি৷

 last month 

আমার কাছেও তেমনটা মনে হয় ভাইয়া। বন্যায় যেমন কষ্ট হয় বন্যা পরবর্তী সময়ে আরো বেশি কষ্ট হয়। ক্ষতিপূরণ করতে অনেক কষ্ট হয় সবার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.34
ETH 2607.28
USDT 1.00
SBD 2.66