আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১|| 😋 " ক্রিসপি চিকেন চিজ ফিঙ্গার ফ্রাই রেসিপি "

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।তবে আজকের এই রেসিপি পোস্টটি কিছুটা ভিন্ন। কারন আজকের রেসিপিটি মূলত আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্য তৈরি করা হয়েছে।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য সকলের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ।

ক্রিসপি চিকেন চীজ ফিঙ্গার ফ্রাই রেসিপিঃ



CollageMaker_202482119226415.jpg

CollageMaker_2024821183528661.jpg

CollageMaker_2024821183350557.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত প্রতিযোগিতার আয়োজন করে থাকে।প্রতিযোগিতায় অংশগ্রহণ আজ অনেকদিন পর করলাম।প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ করা হয়ে উঠে না।এবার ও অংশ নেয়ার মতো পরিস্থিতি ছিল না।শ্বশুড়বাড়ি বেড়াতে এসেছি চারদিন হলো।সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি।বাসায় ফুপু শ্বাশুড়ি এসেছে আমাকে দেখতে।তাই ভাবলাম একটি রেসিপি তৈরি করে দেই।প্রতিযোগিতার জন্য তৈরি করা রেসিপিটি সবাইকে খাওয়ানো ও যাবে।বিশ্বাস করবেন কিনা জানি না সবাই রেসিপিটি এতোটাই মজা করে খেয়েছে তা বলার মতো নয়।আমার এই রেসিপিটি তৈরি করা সার্থক হয়েছে।তাই এখন আপনাদের মাঝে ও এলাম রেসিপিটি শেয়ার করতে।আসুন,রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. মুরগীর মাংস- ৫/৬ পিস
২. নুডুলস - ২ টি
৩. আলু - ২ টি
৪. ময়দা - ২ চামচ
৫. কর্ণফ্লাওয়ার - ২ চামচ
৬. হলুদের গুঁড়া -হাফ চামচ
৭.লবন-১ চামচ
৮. তেল- পরিমান মতো
৯.পেঁয়াজ কুচি - ৩ টি
১০.কাঁচা মরিচ - ২ টি
১১. রসুন ও আদা - আন্দাজ মতো
১২. গোল মরিচ - ৮/৯ টি
১৩. চিজ - পরিমান মতো

20240821_172714.jpg

20240821_164121.jpg

20240821_164106.jpg

20240821_164054.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20240821_164205.jpg

20240821_164729.jpg

প্রথমে মুরগি ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে মুরগি,আলুর খোসা ফেলে দিয়ে দু টুকরো করে দিলাম,রসুন ও আদা,গোল মরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম।

ধাপ -- ২


20240821_164921.jpg

20240821_165416.jpg

এরপর নুডুলস খুলে ভেঙ্গে নিলাম।

ধাপ -- ৩


20240821_165416_1.jpg

20240821_165539.jpg

এরপর চিজ ঝুরি ঝুরি করে কেটে নিলাম।

ধাপ -- ৪


20240821_171243.jpg

20240821_171246.jpg

20240821_172719.jpg

এরপর চিকেন ব্লেন্ড করে নিলাম।এরপর মুরগি ও আলু একসাথে করে ম্যাশ করে নিলাম।

ধাপ -- ৫


20240821_172742.jpg

20240821_172808.jpg

20240821_172822.jpg

20240821_173503.jpg

এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে মেখে নিলাম।এবার চিজ দিয়ে মেখে নিয়ে আঙুলের মতো করে শেপ করে তৈরি করে নিলাম।

ধাপ -- ৬


20240821_173518.jpg

20240821_173643.jpg

এবার ময়দা ও কর্ণফ্লাওয়ার,লবন দিয়ে ঘন গোলা তৈরি করে নিলাম।

ধাপ -- ৭


20240821_173928.jpg

20240821_174140.jpg

20240821_180532.jpg

এরপর আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেল গরম হতে দিলাম।এরপর ময়দার গোলায় ডুবিয়ে নুডুলসে গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিলাম।

পরিবেশন


CollageMaker_202482119312850.jpg

photocollage_2024821183035944.jpg

20240821_180532.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঝালকাঠি

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপু প্রথমে আপনাকে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ক্রিসপি চিকেন চিজ ফিঙ্গার ফ্রাই রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে প্রতিযোগিতার যে কোন পোস্ট তৈরি করতে গেলে প্রত্যেকটা ইউজারের অনেক সময় ব্যয় করতে হয়। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি দেখে বেশ লোভ লেগে গেল। ধন্যবাদ এত সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে খুবই ভালো লাগলো আপু। ভীষণ চমৎকার একটি রেসিপি তুলে ধরেছেন। আপনার তৈরি করা রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই ইউনিক একটি রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু। বেশ সুন্দরভাবে আপনি তৈরি করেছেন রেসিপিটা। রেসিপি উপাদান গুলো দেখে বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু ভালো তৈরি করেছেন। আর রেসিপিটা হয়েছে বেশ তেমনি। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি দেখে।

 last month 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

চিকেন চিজ ফিঙ্গার ফ্রাই রেসিপি অসাধারণ হয়েছে আপু। এই রেসিপি দেখে আমি নতুন একটি রেসিপি শিখে নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবো আপু। অসাধারণ একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।

 last month 

আপনার এই ক্রিসপি চিকেন চিজ ফিঙ্গার ফ্রাই রেসিপিটা এতই সুন্দর হয়েছে যে প্রতিযোগিতায় নাম্বার ওয়ান হয়ে গেছেন। আসলেই রেসিপিটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। স্বাদের বিষয়ে দাওয়াত না দিলে কিছু বলবো না,হা হা হা। ধন্যবাদ।

 last month 

সত্যি ই খুব সুস্বাদু হয়েছিল খেতে। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল।আপনাকে দাওয়াত করলেও আপনি আসতে পারতেন না।কারন আমি ঝালকাঠিতে।🤗

 last month 

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখি অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তুলে ধরেছেন আমাদের মাঝে।আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু। চিকেন চিজ ফিঙ্গার ফ্রাই রেসিপি অসাধারণ হয়েছে। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last month 

আমার মন্তব্য আপনার কাছে অনেক সুন্দর লেগেছে ভালো লাগলো।সুস্বাগতম আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62151.48
ETH 2421.34
USDT 1.00
SBD 2.57