জেনারেল রাইটিং - 🙂 " মিথ্যা কোন আশ্বাস কাউকে দেয়া উচিত নয় "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি আজ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
মিথ্যা কোন আশ্বাস কাউকে দেওয়া উচিত নয়ঃ
বন্ধুরা,আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করে থাকি।আজকে ভাবলাম একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করি।আপনারা ইতিমধ্যে পোস্টের টাইটেল পড়ে আজকের জেনারেল রাইটিং কোন বিষয়টি নিয়ে লিখছি তা অবগত হয়েছেন।তারপরেও বলছি আমার আজকের লেখার বিষয়টি হচ্ছে - মিথ্যা কোন আশ্বাস কাউকে দেয়া উচিত নয়।
বন্ধুরা আমরা মানুষ সামাজিক জীব।সমাজে বসবাস করতে হলে আমরা সংঘবদ্ধ হয়ে ই বসবাস করে থাকি।আর এই সামাজিক বন্ধনের কারনে আমরা অনেক মানুষের সাথে সামাজিকতা রক্ষা করে সমাজে বাস করি।এই একই সাথে চলতে গিয়ে আমরা আমাদের পরিবার ছাড়া ও নানা ধরনের মানুষের সাথে মেলা মেশা করে থাকি।এমন ও দেখা যায় অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ক ছাড়া ও অনেকের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কে আমরা জড়িয়ে পরি।ভাবের এই আদান-প্রদানের মাধ্যমে এই যে সম্পর্ক গড়ে উঠা এটা একমাত্র মানুষের দ্বারাই সম্ভব।
আমরা মানব জাতি সমাজে বসবাস করতে গিয়ে একে অন্যের উপর নির্ভরশীল হয়ে উঠি।একজন অন্যজনের সাহায্য নিয়েই চলতে হয় আমাদের।কেননা আমরা কেউ ই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নই।অনেক ক্ষেত্রে দেখা আমরা অনেককেই কোন কিছুর জন্য আশা দিয়ে থাকি।ওপাশের ওই মানুষটি হয়তো অনেক আশায় বুক বেঁধে থাকে পাশের মানুষটি তাকে সাহায্য সহয়োগিতা করবে ভেবে।অথচ দিন শেষে দেখা যায় পাশের মানুষটি তাকে সাহায্য তো দূরেরই কথা তাকে এটা ও জানায় না,যে আপনি আপনার মতো করে কাজটি করে নিন আমার দ্বারা সম্ভব হবে না।মানুষটি অপেক্ষায় থেকে হয়তো দেখা যায় তার সেই কাজের সময় ও শেষ হয়ে যায়।
আবার এমন অনেককে দেখা যায় সমাজের উঁচু স্তরের মানুষ গুলো তার থেকে নীচু স্তরের মানুষদেরকে মিথ্যা আশায় দিনের পর দিন ঘুরিয়ে তার লাইফের বারোটা বাজিয়ে দেয়।এ ধরনের মন মানসিকতা কখন ওই কাম্য নয়।আজ হয়তো আপনি আশায় আশায় রেখে একজন মানুষকে পঙ্গু করে দিচ্ছেন।এমন এক সময় আসবে তখন নিজের সাথে এমন কিছু হলে তখন কেমন লাগবে তা কি কখনও ভেবে দেখেছেন?? এই ধরনের কাজ খুব ই ঘৃণিত কাজ।আমি এ ধরনের কাজ একদমই পছন্দ করিনা।
প্রতিটি মানুষের জীবনের মূল্য আছে।মানুষ কখনো কারো হাতের পুতুল নয়।মানুষ কে সাহায্য করতে না পারলে ও তার জীবনের কষ্টের তালিকায় যাতে আপনার আমার নামটি লেখা না থাকে আমাদের সেটাই চেষ্টা করা উচিত।মানুষ হয়ে মানুষের উপকারে আসাই প্রকৃত সত্য। তার বাইরে গিয়ে আপনি আমি মানুষের উপকার না করে কেন মিথ্যা আশ্বাস দিয়ে তার লাইফটা শেষ করবো এটা কখনো ভেবে দেখেছেন।এখন ই ভাবার সময় এসেছে আমরা আর কখনো কাউকে কোনকিছু নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তার লাইফ নষ্ট করবো না।যদি পারি তবে উপকার করার চেষ্টা ই করবো।
পারিবারিক ভাবেও আমরা দেখি একে অন্য কে আশ্বাস দিয়ে থাকেন।যে আশ্বাস পূরণ হবার মতো নয়।ধরুন,পরিবারে একটি ছেলে বা মেয়েকে মা-বাবা যেকোনো কিছু নিয়ে আশ্বাস দেন যা কখনো পূরণ হবার নয়।ছেলে কিংবা মেয়ে সেই আশ্বাস নিয়ে বসে থাকে।কিন্তু দেখা যায় মা কিংবা বাবা সেই আশ্বাসটি পূরণ করতে পারছেন না।তখন ছেলে, মেয়ে যেমন ভেঙ্গে পরে।তেমনি মা-বাবার প্রতি সন্তানেরা আস্থা হারিয়ে ফেলে।এমনটা কখনো ই আমাদের কাম্য নয়।তাই এক্ষেত্রে মা-বাবার উচিত সন্তানদেরকে বোঝানো।আর এমন আশ্বাস না দেয়াই উচিত যেটা কিনা তারা পূরণ করতে পারবেন না।
ঘরে-বাইরে আমাদের সকলের উচিত কখনো কোন কারনে কাউকে মিথ্যা আশ্বাস না দেয়া।এটা যেমন অন্য কে কষ্ট দেয়।তেমনি নিজের মূল্যবোধ ও নষ্ট হয়ে যায়। যে কাজটি দুজন মানুষ কেই কষ্ট দেয় সেই কাজটি আমাদের করা কখনো উচিত নয়।
আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আমাদের কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া ঠিক হয়।আসলে একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসে তখন সেটা না দিতে পারলে সত্যি অনেক কষ্ট লাগে। কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া মোটেও ঠিক নয়।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
সুন্দর মন্তব্য শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু কাউকে মিথ্যা আশ্বাস দিলে সেই মানুষটি সেই কথার উপরেই ভরসা করে থাকে। আর যখন সেই কথাটি মিথ্যে প্রমাণিত হয় তখন সত্যিই অনেক খারাপ লাগে। আমার কাছে মনে হয় কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া একদম উচিত নয়।
ঠিক আপু, ধন্যবাদ আপনাকে।
কাউকে মিথ্যা কোন আশ্বাস দিলে পরবর্তীতে সেটি ভয়ানক রূপে পরিনত হতে পারে। কারণ যদি আমরা কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকি। আর পরবর্তীতে যদি সেটি রাখতে না পারি তাহলে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেকোনো ভুল কাজ করতে পারে।তাই কখনও কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া একদমই উচিত না। ধন্যবাদ আপু সুন্দরভাবে পোস্টটি গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু,পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
আসলে কাউকে যখন কোন ধরনের আশ্বাস দেওয়া হয় তখন তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করা হয়৷ তবে যখন সে আশ্বাস মিথ্যা প্রমাণিত হয় তখন তার কাছ থেকে কোন কিছু পাওয়া তো অনেক দূরের কথা তার প্রতি আরো বিশ্বাস উঠে যায়৷ এর ফলে অনেক ধরনের সমস্যাও হয়ে যায়৷ তাই কখনোই কাউকে কোন ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া উচিত নয়৷ এর ফলে অনেকেই মানসিকভাবেও ভেঙে পড়ে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
স্বাগত আপনাকে৷