ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " রেনডম ফটোগ্রাফি "
প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
রেনডম ফটোগ্রাফিঃ
বন্ধুরা,ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।আমি প্রতিনিয়ত নানা রকমের ফটোগ্রাফি করে থাকি।বাসার বাইরে যদিও খুব একটা যাওয়া হয় না।তবুও চেষ্টা করি ঘরের মধ্যে থেকেও ফটোগ্রাফি করার।আমাদের এই কমিউনিটিতে অনেকেই আছেন চমৎকার ফটোগ্রাফি করেন। আমার সব সময় সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করতে ভালো লাগে।যদিও শহরে প্রকৃতি নেই বললেই চলে।আজ আমি বেশকিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। আশাকরি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
প্রথম ফটোগ্রাফিটি বাবার বাসার ছাদ বাগান থেকে তুলেছি।সত্যি কথা বলতে লেবু দেখেছি গাছে হতে।কিন্তু ফুল কখনও দেখা হয়নি।এতো চমৎকার দেখতে লেবু ফুল।আমার কাছে তো ভীষণ রকমের ভালো লেগেছে।গাছে কাটা এরপরেও আমি কাছ থেকে দেখার চেষ্টা করেছি।আপনাদের কাছে কেমন লাগে লেবু ফুল? আমার কাছে সাদা ফুলগুলো অসাধারণ লেগেছে।
এরপর দেখেতে পাচ্ছেন জবা ফুলের কলি।গাছগুলোতে অনেক ফুল ধরে।আমি যখন ছাদে গিয়েছিলাম তখনো বাইরে রোদ ছিল।রোদের তাপে ও গাছগুলো তার সজীবতা হারায়নি।
এরপর দেখতে পাচ্ছেন টগর ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি। ছাদ বাগানে অনেক ফুলের গাছই আসলে লাগানো হয়েছে।আর সব গাছেই মোটামুটি ভাবে ফুল ধরে।আর সব গাছে যখন ফুল ধরে তখন বাগানের পরিবেশ দারুন লাগে।
এরপরের ফটোগ্রাফিটি হচ্ছে আমার ভাইয়ার মেয়ের আদরের বিড়াল মিলির।মিলির ফটোগ্রাফি কয়েক মাস আগেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।অবাক কান্ড মাত্র কয়টা মাসে মিলি এতো বড় হয়ে গেছে আমিতো চিনতেই পারিনি।আমার ছেলে এই বিড়াল পেলে কি যে করে।আমার আবার এসব পশু পালার,ধরার অভ্যাস নেই।আমার ভয় লাগে।
এরপরের ফটোগ্রাফিটি হচ্ছে চিকেন ফ্রাই এর।চিকেন ফ্রাই ছোট-বড় সবাই কিন্তু পছন্দ করে।ভাবী আমার ছেলের জন্য এই চিকেন ফ্রাই করেছিলো।আমি তখন ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সবশেষে আকাশের ফটোগ্রাফি শেয়ার করলাম।সত্যি কথা বলতে আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশী ভালো লাগে আমার।তাই যখন খোলা কোন জায়গায় আমার যাওয়া হয়,আমি সুবিশাল আকাশকে তখন দেখি।আকাশের ঐ বিশালতার মাঝে নিজেকে বড্ড ছোট মনে হয় তখন।আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো কেমন লাগলো আপনাদের কাছে?? কমেন্ট করে জানাবেন আশাকরি।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsung A20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ওয়ারী,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
দারুন দারুন সব ফটোগ্রাফি আপনার আজকের ব্লগে দেখে খুব ভালো লেগেছে আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি যেমন সুন্দর করে করেছেন, তেমনি সুন্দরভাবে সবার মাঝে তুলে ধরেছেন। আপনার ভাইয়ের মেয়ে নিশ্চয়ই বিড়াল ছানা পালন করে, তার বিড়াল ছানা অনেক কিউট। আপনার ভাবির তৈরি করা চিকেন ফ্রাই দেখে তো খুব লোভ লেগে গেলো। যাই হোক প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ফুলগুলোর ফটোগ্রাফিও অসম্ভব ভালো ছিল। আকাশের ফটোগ্রাফি ও সুন্দর লেগেছে। আকাশে যখন এরকম মেঘ দেখা যায়, তখন খুব সুন্দর লাগে।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আজকে দেখছি আপনি বেশ দারুণ ফটোগ্রাফি করেছেন। প্রথম ফটোগ্রাফিটা অসাধারণ ছিল। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। জবা ফুলের কলিটা দেখতে আমার চমৎকার লাগতেছে। প্রতিটা ফুলের সাথে সুন্দর বর্ণনা দেয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে বিড়ালটি দেখতে অসাধারণ ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমার কাছে বিড়ালটির ছবি অনেক ভালো লেগেছে। আপনার মত আমারও এসব প্রাণী ধরার খুব একটা অভ্যাস নেই। দেখতে কিউট হলেও ধরতে খুব ভয় করে। অনেক ধন্যবাদ চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার কভার ফটোই বলে দিচ্ছে যে আপনি কতটা ভালো মানের একজন ফটোগ্রাফার । তাই তো বেশ চয়েজ করে লোভনীয় সব ফটোগ্রাফি আজ শেয়ার করলেন। তবে আমিও কিন্তু আপনার মতই লেবু দেখলেও কিন্তু লেবুর ফল দেখা হয় নাই। আজ দেখে নিলাম।
ধন্যবাদ আপু আপনাকে।
বেশ অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার আজকের এই রেনডম ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বিড়ালের নাম মিলি জেনে ভালো লাগলো। এদিকে আকাশের ফটোগ্রাফি টা দারুন ছিল। পাশাপাশি ফুড ফটোগ্রাফি রয়েছে এখানে। সব মিলে বেশ চমৎকার আপনার আজকের পোস্ট।
ধন্যবাদ আপু।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।জবা ফুলের কলির ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো, বিশেষ করে জবা ফুলের কলির ফটোগ্রাফি আর রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।
সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে মন ছুয়ে গেল। এভাবে সুন্দরের নাম ফটোগ্রাফি শেয়ার করলে সত্যি ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।