লাইফ স্টাইল পোস্ট -- 💖 "ঈদ পরবর্তী পুনর্মিলনী "
আমার বাংলা ব্লগ এ সবাইকে স্বাগতম।
হ্যালো বন্ধুরা,
**মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter, আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত নানা ধরনের পোস্ট শেয়ার করে থাকি।আজ আমি আমার একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো।আমাদের প্রতিদিনের জীবনে নানা রকমের কাজ আমরা করে থাকি।সেই রকম একটি দিনের কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন শুরু করি --
ঈদ পরবর্তী পুনর্মিলনীঃ
বন্ধুরা,গরমের তীব্রতা বেড়েই চলেছে।অসহ্য হয়ে উঠেছে পরিবেশ।এই তীব্র গরমে অনেকেরই নাজেহাল অবস্থা। চারিদিকে শোনা যাচ্ছে নানা রকম অসুস্থতার খবর।এই সময় খুব সাবধানে থাকতে হবে সবাইকে।সবাই খুব সাবধানে থাকবেন এমনটাই আশাকরি।আজ নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আপনারা হয়তো অনেকেই জানেন এবার ঈদ আমি আমার বাবার বাসায় করেছি।আর বেশ ভালোই কেটেছে এবারের ঈদ।সবাইকে নিয়ে অনেক আনন্দ ঘন পরিবেশে এবারের ঈদ উদযাপন করেছিলাম।আমি ঈদের একদিন পরই বাসায় চলে আসি।আর পহেলা বৈশাখের পর থেকেই গরম বাড়তে শুরু করে।
আমিতো বাসায় চলে এলাম।বাবার বাসার সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত করেছিলাম।কিন্তু হঠাৎ এই গরম পরাতে কেউ আসতে রাজি হচ্ছিল না।আব্বু-আম্মু তো এক বাক্যেই না করে দিলো।এই গরমে বের হবে না।ছোট বোনকে দাওয়াত করলাম।ছোট বোন বসুন্ধরা আবাসিক এলাকায় থাকে।ছোট বোন ও আসবে না বলে দিলো।ছোট ভাই এর বউ আর ছেলেরা ও আসবে না।বাকি রইলো বড় ভাই - ভাবী আর তাদের ছেলেমেয়ে।তারা ও আসবে না এই গরমে।কিন্তু ভাইয়ার ছেলেমেয়ে নাছোরবান্দা।ওরা দুজন ফুপির বাসায় আসবে ই।কি আর করার ওদের দুজনকে ভাবী সেদিন নিয়ে এসেছিলো।আর কেউ এই গরমে এলো না।
যাই হোক,ওরা আসবে ওদের পছন্দের খাবার রান্না করবো ভেবে রেখেছিলাম।তাই আগের দিন আমি ফোন দেই,ওরা কি খাবে? কারন আমি জানি বাচ্চারা পোলাও, রোস্ট ভীষন পছন্দ করে।আমি এসব রান্না করবো ভেবে রেখেছিলাম।ভাবীকে ফোন দেই আর ওদের কাছে চানতে চাই কি খাবে ওরা?? ভাইয়ার ছেলেমেয়ে পোলাও,রোস্ট নাকি খাবেনা।ওদের পছন্দ চাইনিজ খাবার।তাই ওরা আমাকে জানায়,ওরা ফ্রাইড রাইস,চিকেন ফ্রাই,চিলি চিকেন খাবে।
কি আর করার আমি আমার রান্নার মেন্যু চেঞ্জ করে ওদের পছন্দের খাবার করার জন্য তৈরি হয়ে গেলাম।এরপর আমি চাইনিজ ফ্রাইড রাইস,চিকেন ফ্রাই,চিলি চিকেন করে নিয়েছি।আর বাচ্চাদের খুব পছন্দ ডিমের পুডিং ১৫ মিনিটে করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে।কারন ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগে।
আমি চেষ্টা করেছি ওদের পছন্দের খাবারগুলো করে ওদের খাওয়াতে।আর আলহামদুলিল্লাহ ওরা খুব মজা করেই খেয়েছিলো।আপনাদের মাঝে আমাদের এই পুনর্মিলনীর আয়োজনটি শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই আয়োজনটি।
প্রচন্ড গরম পরলেও সবাই মিলে সেদিন খুব আনন্দঘন মূহুর্ত আমরা কাটিয়েছিলাম।সবাই মিলে অনেক গল্প করেছিলাম।আমাদের গল্পের মাঝে আইসক্রিম ও ছিল সঙ্গী হয়ে।
আজ আর নয়।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ধানমন্ডি ,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter link