টার্গেট ডিসেম্বর -💗 পাওয়ার আপ সিজন -- ৪ (১০০ স্টিম পাওয়ার আপ ) | | আমার বাংলা ব্লগ
হ্যালো,সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আমি শিমুল আক্তার,আমার ইউজার আইডি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগএর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আজকে আমি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।কারণ আমরা সবাই জানি পাওয়ার বৃদ্ধি আমাদের স্টিমিট একাউন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷ যার যত বেশি পাওয়ার তার তত শক্তি ৷টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর মাঝে আমার ৫০০০ এসপি পুরন করার ইচ্ছা আছে। অর্থাৎ এই সিজনে ৫০০০ এসপি পূরণ করতে পারলে আমার দ্বিতীয় ডলফিন হওয়ার টার্গেটটি পূরণ হবে। আশা করি প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করে আমি আমার লক্ষ্য পূরন করবো ইনশাআল্লাহ।
আজ আমি টার্গেট ডিসেম্বর-৪ এ আমার টার্গেট নির্ধারণ করে ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করবো এবং পাওয়ার বৃদ্ধির প্রক্রিয়া গুলো আপনাদের মাঝে শেয়ার করব,আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ধাপ --১
প্রথমে আমি স্টিমিট একাউন্টে এ যাব,এরপর প্রোফাইল থেকে আমি আমার ওয়ালেটে যাব। এখানে আমার বর্তমান অবস্থা দেখতে পাবো।অর্থাৎ পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার যা ছিল তার স্ক্রিনশট।আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ও স্টিম পাওয়ারের চিত্র।
ধাপ - ২
এবার পাওয়া আপের জন্য,প্রথমে স্টিম এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৩
এবার কত স্টিম পাওয়ার আপ করব সেই এমাউন্টটা বসাবো। আমি ১০০ স্টিম পাওয়ার আপ করছি তাই ১০০ বসিয়ে দিয়েছি।এবার পাওয়ার আপে ক্লিক করতে হবে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৪
এবার এক্টিভ কী দিয়ে সাইন ইন করে দিতে হবে।ব্যাস আমার পাওয়ার আপ কমপ্লিট।
ধাপ -- ৫
পাওয়ার আপের পর স্ক্রিনশট।আমার বর্তমান স্টিম পাওয়ার।আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি | ৬৯৬২.০৯৬ |
---|---|
পাওয়ার আপ | ১০০ স্টিম |
বর্তমান এসপি | ৭০৬২.০৯৬ |
আজকের মত এখানেই শেষ করছি।আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আমি প্রতিনিয়ত চেষ্টা করব পাওয়ার আপ করে আমার একাউন্টের ক্ষমতা বৃ্দ্ধি করতে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে বেশি বেশি পাওয়ার আপ করে নিজের স্থান শক্ত করতে হবে আর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তবে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর নিজেদের স্টিম পাওয়ার কে অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো। আপনার পাওয়ার আপ দেখলে অন্যরাও উৎসাহিত হবে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকে টার্গেট ডিসেম্বর সিজন ফোর উপলক্ষে ১০০ স্টিম পাওয়ার আপ করছেন।পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।আপনার ১০০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
বাহ্ আপু ভালো তো আপনি তো দেখছি একেবারে ১০০ স্টিম পাওয়ার আপ করলেন। আর এমন একটি পাওয়ার আপ করে আপনি আরও একধাপ আগামীর পথে এগিয়ে গেলেন। আশা করি এমন করেই আপনি আপনার ধারাবাহিকতা ধরে রাখবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি আপনার সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করলেন আজকে ১০০ স্টিম পাওয়ার আপ করে। আমরা সবাই জানি সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য ও পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সবারই উচিত প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাওয়া। কারণ এর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। দোয়া করি যেন অনেক দূরে যেতে পারেন।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Hi, @shimulakter,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
পাওয়ার আপ করার মাধ্যমে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা আমাদের সবার জন্য জরুরী একটা কাজ। অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ করার মাধ্যমে আমরা আমাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারি।
এটা জেনে অনেক ভালো লাগলো আপু । অনেক অনেক শুভকামনা রইলো আপনার টার্গেট পূরণের জন্য।
অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
X-promotion
আপনার বড় এমাউন্ট পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ১০০ স্টিম করে যদি পাওয়ার করতে পারা যায় মাঝেমধ্যে তাহলে একাউন্টের সক্ষমতা আরো দ্রুত বৃদ্ধি পাবে।
ধারাবাহিকতা খুব ভালো একটা দিক।এই ধারাবাহিকতা বজায় রেখে চললে সফল হওয়া সম্ভব হয়।
নিজের টার্গেট সামনে রেখে এগিয়ে যেতে কার না ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন নিজের লক্ষ্যের ধীরে খুব দ্রুত পোছানো যায় তখন। আপনিও চেষ্টা করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবেই প্রতিনিয়ত অল্প হলেও পাওয়ার আপ করে যান তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর আর কোন বাধা থাকবে না।
অসংখ্য ধন্যবাদ আপু।চেষ্টা করে যাচ্ছি।