DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে তরমুজের অরিগামি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
রঙিন কাগজ দিয়ে তরমুজের অরিগামিঃ
বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম।কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত কতো কিছুই না শেয়ার করি।এতে করে আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটে।তবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা যতোটা না কঠিন।তার চেয়ে বেশী কঠিন এই ডাই পোস্টটি তৈরির করার নানা প্রসেস গুলো লিখে শেয়ার করা।আজ আমি ডাই পোস্টে একটি তরমুজের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার শেয়ার করা এই অরিগামিটি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন দেখে নেই এটা বানাতে আমার কি কি উপকরন লেগেছে।
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ
২. সাদা কাগজ
৩.গ্লু
৪.কেচি
৫. কালো সাইন পেন
৬.পেন্সিল
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে আমি কাগজকে চার সাইজ করে কেটে নিয়েছি।ছবিতে দেখতেই পারছেন তিনটি আলাদা আলাদা সাইজের গোল শেপ করে কেটে নিলাম আর একটি লম্বা করে কেটে নিলাম।
ধাপ-২
প্রথমে লাল এবং ছোট সাইজের টুকরোটিকে মাঝ বরাবর ভাজ করে নিলাম।এরপর সাইন পেন দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর লাল কাগজের উল্টো পাশে গ্লু লাগিয়ে সাদা কাগজে বসিয়ে আটকে নিলাম।এরপর সবুজ কাগজের উপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৪
এবার সবুজ কাগজের উপর বসিয়ে নিয়ে এঁকে নিলাম।
ধাপ-৫
এরপর গ্লু দিয়ে আটকে পাশের কাগজগুলো কেটে নিলাম।এভাবেই আমার তরমুজের অরিগামিটি সম্পুর্ন হয়ে গেলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে তরমুজের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
তরমুজ বাজারে এসে গেছে। তরমুজের অরিগামি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে আপু। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাগজ দিয়ে তরমুজের অরিগামি তৈরি করেছেন। তরমুজের অরিগামি তৈরি প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এখন যে তরমুজের দাম আমাদের এসব দেখেই মনকে শান্তি দিতে হবে। একটা তরমুজ কিনতে গেলে ৫০০ টাকা লাগবে। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টকর। এই ঊর্ধ্বগতির বাজারে তারা অসহায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে অত্যন্ত সুন্দর তরমুজের অরিগ্যামি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ও কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। তরমুজটি দেখতে ভীষণ ভালো লাগতেছে।
আপনি ঠিক বলেছেন। এখন তরমুজের দাম অনেক।ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে তরমুজের খন্ড তৈরি করে ফেলেছেন। প্রথমে দেখে ভেবেছিলাম আসল তরমুজের খন্ড। পরে দেখি না এটি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই এর কাজ শেয়ার করার জন্য ভালো থাকুন।
সত্যি এমন লাল টুকরুকে তরমুজ হলে আগে খেয়েই নিতাম ভাইয়া।🤗ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।
আপনি ঠিকই বলেছেন এ সকল কাজের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। আপনার রঙিন কাগজের তরমুজটা দারুন হয়েছে। সামনে থাকলে হয়তো ইফতারের জন্য কাজে লাগতো হাহাহা। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপু।
সত্যি ই আপু ইফতারে এমন এক টুকরো লাল তরমুজ হলে বেশ ভালো হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান তরমুজের দাম অনেক আপু। আপনার মত এভাবে রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করে খেলে কেমন হয় হা হা হা । রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে তরমুজ তৈরি করেছেন। তরমুজ দেখে তো আমি প্রথমে আসল তরমুজ ভেবেছিলাম। যাই হোক রঙিন কাগজ দিয়ে সহজেই অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।
তরমুজের যে দাম।তাইতো কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি।দেখেও শান্তি।ধন্যবাদ আপু।
বাহ রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর তরমুজের অরিগামি তৈরি করেছেন। তরমুজের যে দাম ৯০ টাকা কেজি যেটা সাধারণ মানুষের খাওয়াটাই যেন অনেক কষ্টকর। আপনার তরমুজের অরিগামি দেখে মনে হচ্ছে এখুনি খেয়ে ফেলি।🤩 খুবই সুন্দর লাগছে দেখতে এই ধরনের কিছু তৈরি দেখতে কার না ভালো লাগে। যেটা আপনার অনেক বড় একটি দক্ষতার বিষয় ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Twitter link
রঙিন কাপড়ের ডাই পোস্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি খুবই দক্ষতার সাথে তরমুজের ডাই পোস্ট তৈরি করলেন। আসলে এই তরমুজ তৈরি করার ধাপগুলো দেখে আমিও শিখে নিয়েছি।
ধন্যবাদ জানাই আপনাকে।
বাহ্ আপু তো দেখছি বেশ ক্রেয়েটিভ পোস্ট করেছেন। বেশ সুন্দর করে একটি তরমুজের অরিগ্যামি করেছেন দেখছি। আপনার তৈরি করা তরমুজের অরিগ্যামি দেখতে বেশ দারুন লাগছে। আপনি বেশ সুন্দর করে আপনার অরিগ্যামি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।