অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটির অরিগামি "

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটিঃ


IMG_20240430_104859.jpg

20240429_225801.jpg

20240429_220919.jpg

20240429_220314.jpg

20240429_220008.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা, আমি প্রতিনিয়ত নানা ধরনের ডাই পোস্ট শেয়ার করে থাকি।আজ প্রজাপতি শেপ দিয়ে একটি আংটি তৈরি করে আপনাদের মাঝে চলে এলাম।সত্যি কথা বলতে মেয়েদের গহনার কোন অভাব নেই।কতো কি যে গহনা আজ দেখতে পাওয়া যায় তা আর কি বলবো। তবে যতো গহনা ই থাক না কেন আমার কাছে আংটি ভীষণ পছন্দ।আংটি সব সময় আমি পরতে পছন্দ করি।আর তাই আমার কাছে গহনার মধ্যে আংটি ও কিন্তু কম নেই।আমি সব সময় আংটি চেঞ্জ করে করে পরতে পছন্দ করি।আপনাদের কার কি গহনা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন।চলুন দেখে নেই এই আংটি তৈরি করতে আমার কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি

20240429_214249.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240429_214253.jpg

20240429_214322.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে ও আড়াআড়ি ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-২


20240429_214354.jpg

20240429_214438.jpg

এবার কাগজের টুকরোটিকে দুই পাশে ভাজ করে নিলাম। এরপর উল্টো পাশে ভাজ করে ভেঙ্গে নিলাম।

ধাপ-৩


20240429_214514.jpg

20240429_214627.jpg

এবার কাগজটিকে উল্টো করে ভাজ করে নিয়ে আবার দুপাশে ভেঙে নিলাম।

ধাপ-৪


20240429_214741.jpg

20240429_214831.jpg

এরপর ছবির মতো করে কাগজের উভয় পাশে লম্বা করে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20240429_214854.jpg

20240429_215028.jpg

20240429_215229.jpg

20240429_215715.jpg

এরপর ভাজ হয়ে যাওয়ার পর লম্বা অংশটির নীচের দিকে কোনাকুনি করে কিছু কেটে নিলাম।কোনাকুনি অংশ একটির আর একটির ভেতরে ভাজ করে দিয়ে দিলাম।

উপস্থাপনা


20240429_225808.jpg

20240429_220907.jpg

20240429_220314.jpg

20240429_220423.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা, বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটির অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 months ago 

বাহ! সুন্দর হয়েছে তো আপু আপনার আংটি। কাগজের আংটি হলেও আপনার আঙুলে মানিয়েছে। আঙটি মেয়েরা পরে থাকে বেশি। আমি কখনো এসব পরেনি। যাইহোক, কাগজের আংটিটি ভালো ছিল আপু

 2 months ago 

আংটি পরতে আমার ভীষণ ভালো লাগে। তাই পরে নিলাম।😊ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 
 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুবই সুন্দর একটি আংটির অরিগামি তৈরি করেছেন। বিশেষ করে প্রজাপতির শেপের দৃশ্য ফুটিয়ে তোলায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। নিজের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে যেকোনো কিছু তৈরি করার মধ্যে আলাদা মজা রয়েছে। ভালো লাগলো আপনার তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

এটা দারুন ব্যাপার যে, প্রতিনিয়ত পোষ্টের ভিন্নতার জন্য বিভিন্ন রকমের পোস্ট করেন। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটি তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে আপু। আপু আপনার হাতে আংটিটি মানিয়েছে কিন্তু দারুন। অনেক সুন্দর একটি অরিগামি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সুন্দর একটি মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটির অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আংটি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে কোন কিছু নিজে হাতে তৈরি করলে যদি নিজের ব্যবহার করা যায় তাহলে বেশ ভালো লাগে। আপনার হাতে আংটিটি বেশ অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বাহ দারুন আংটি বানিয়েছেন।এখন সোনার যে দাম এগুলোই বানিয়ে পড়তে হবে দেখছি ।হা হা মজা করলাম আপু।যাইহোক রঙিন কাগজের আংটি টি কিন্তু খুবই চমৎকার হয়েছে।ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে ।

 2 months ago 

আমিও মজা পেয়েছি,হিহিহি।ধন্যবাদ আপু।

 2 months ago 

অরিগামি গুলোর মধ্যে সৃজনশীল জিনিষ দেখা যায়। এই যে আপনি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি শেপের আংটি তৈরী করলেন। বিষয়টা ছোট হলেও এটা দামি একটি জিনিষ। বাস্তবে এমন সিস্টেমের আংটি বানালে অনেক ‍সুন্দর লাগবে। ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপু।

 2 months ago 

বাহ্ আপু আপনি বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আংটি তৈরি করেছেন। আপু আপনার হাতে বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 months ago 

আমি আংটি খুব পছন্দ করি আপু।তাইতো নিজে বানিয়ে নিজেই পরে নিয়েছি।😃ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

 2 months ago 

দারুণ চমৎকার প্রজাপতি আংটি বানিয়েছেন আপু।আপনার আঙ্গুলে আংটিটি ভীষণ মানিয়েছ দেখছি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রজাপতির আংটি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61577.64
ETH 3448.57
USDT 1.00
SBD 2.53