💜💙 অনুভূতির কবিতা || স্বরচিত একগুচ্ছ অনুকবিতা || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।

writing-933262_1280 (1).jpg

সোর্স

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

সত্যি কথা বলতে কবিতা বলেন আর অনুকবিতাই বলেন ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে।আমি আবার ছন্দ ছাড়া কবিতা একদমই লিখতে পারিনা। কবিতায় ছন্দ না হলে কেমন যেনো মনে হয়।আর সব সময় আমি চেষ্টা করি সহজ সাবলীল ভাষায় কবিতা লেখার।কঠিন কোন ভাষা লেখার মাঝে আমার একদম ই আসে না।আজকের অনুকবিতা গুলো ও ঠিক সহজ ভাবেই লিখেছি।

বেশ কিছুদিন থেকেই দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনু কবিতা লিখে শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদাকে ও প্রতিনিয়ত দেখছি বেশ কিছুদিন আগে থেকেই অনু কবিতা শেয়ার করে আসছেন।দাদার লেখা অনুকবিতাগুলো সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আমি খুবই অনুপ্রাণিত হই।

আর তাই আজ এক গুচ্ছ অনুকবিতা এই কমিউনিটিতে আমি শেয়ার করতে চলে এলাম।আর আপনাদের অনেকের অনুপ্রেরণা পাই।যা কিনা আমাকে আজ আবার অনুকবিতা শেয়ার করার উৎসাহ জুগিয়েছে। তাইতো আজ নতুন অনুকবিতা নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতাগুলো ভালো লাগবে।আশাকরি আমার লেখা অনুকবিতাগুলো পড়ে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।আপনাদের অনুপ্রেরণায় বড় কোন কবি হতে না পারলেও সুন্দর সুন্দর কবিতা আরো লিখে শেয়ার করার অনুপ্রেরণা পাবো।

আমার আজকের অনুকবিতা গুলো ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা।জীবনে সংগ্রাম করে পথ চলা,কষ্টের দিনগুলো একাকী কাটানো,ভালোবাসার মানুষটির জন্য মিষ্টি অপেক্ষায় বসে থাকা এমন কিছু অনুভূতি নিয়ে আজ অনুকবিতা গুলো লিখে শেয়ার করেছি।সত্যি কথা বলতে অনুভূতি না থাকলে আসলে কবিতা লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতি প্রখর থাকা চাই।আমি আজ চেষ্টা করেছি বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন।আসলে মনের মাঝে ভালোবাসা,আবেগ না থাকলে কোন একটা কবিতার লাইন ও লেখা সম্ভব নয়।চেষ্টা করলাম লেখার আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতা গুলো ভালো লাগবে।তবে চলুন অনুকবিতা গুলো পড়ে আসি--

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu (1).gif

একগুচ্ছ অনুকবিতাঃ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm (1).gif

অনুকবিতা -১


কল্পনাতে আছো যে তুমি
তুমি আছো হৃদয় জুড়ে
ভালোবাসার ভেলায় ভেসে
দুজন যাবো অজানাতে।

দূর অজানায় হারিয়ে যেতে
নেই বাঁধা নেই দুজনাতে
দুজন হবো শুধু দুজনার
হাতে রেখে হাত থাকবো পাশে।

অনুকবিতা -২



আকাশে অনেক মেঘ জমেছে
এখনই বুঝি নামবে বৃষ্টি
আঁধার কালো আকাশ যেমন
অমানিশা নেমেছে মনের কোনে।

ভাবনারা আজ নিয়েছে ছুটি
মন ভিজেছে কালো আঁধারে
আশেপাশে নেই তো কেউ
আপন মানুষ হয়ে কাছে।

অনুকবিতা -৩



কষ্টের রাত হয় না যে ভোর
আর কতো রাত আছে যে বাকি
দিনের আলো জ্বলবে জানি
কষ্টের রাত হবে যে ভোর।

তিমির রাত্রি কেটে গেলে
শুভদিন জানি আসবে আবার
কষ্টের দিনে থাকবে যে পাশে
প্রিয়জন সে জানবে এবার।

অনুকবিতা -৪


তুমি আসবে বলে বসন্ত আজ
এসেছে আমার দ্বারে
ফুল দিয়ে বিছিয়ে রেখেছি
তোমার পথ পানে।

গোলাপ রেখেছি গন্ধ বিলাবে
মুগ্ধ হবে তুমি
রজনীগন্ধার সুবাস পেয়ে
ভালোবাসা হবে জানি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

দূর অজানায় হারিয়ে যেতে
নেই বাঁধা নেই দুজনাতে
দুজন হবো শুধু দুজনার
হাতে রেখে হাত থাকবো পাশে।

এরকম কথা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আপু। সাথে আপনি সেগুলো আপনি ছন্দ আকারে মিলিয়ে মিলিয়ে লিখেছেন যেটা পড়তে আরও বেশি ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন কোন কবিতা হোক কিংবা কবিতা হোক যেটাই লিখিনা কেন তার জন্য হঠাৎ করেই লেখা সম্ভব নয়। কবিতা লেখার জন্য অবশ্যই একটা অনুভূতির প্রয়োজন হয়। যেটা আমাদের প্রতিষ্ঠাতা দাদা কবিতা গুলোয় দারুন ভাবে ফুটে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 4 months ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু,"ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে"। আসলেই মনের ভিতর থেকে না আসলে কবিতা কেন , কোন কিছুই হয়না। আপনি আজ যে চারটি অনুকবিতা শেয়ার করেছেন, অনেক ভালো হয়েছে কবিতা গুলো। মানুষের আবেগ অনুভূতি অল্প কথায় সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, আপনার কবিতায়। বেশ ভালো লেগেছে আমার। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আপনি দেখছি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। জীবন যেহেতু আছে জীবনে সংগ্রাম করে পথ চলতে হবে আমাদের সবাইকে। আর এই টপিকটা কে নিয়ে একটা অনু কবিতা লিখেছেন দেখে ভালো লেগেছে। কষ্টের দিনগুলো আসলেই একাকী কাটে আমাদের। এমনকি সবাই চায় একাকী কাটানোর জন্য। এই টপিকটা নিয়ে লিখেছেন দেখেও খুব ভালো লেগেছে। ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করাটা অনেক বেশি সুন্দর এবং মিষ্টি হয়ে থাকে। সেই মানুষটার জন্য যত বেশি অপেক্ষা করি আমরা ততই ভালো লাগে। আর সেই অপেক্ষার ফল যদি সুন্দর হয় তাহলে তো আরো ভালো লাগে। আপনার প্রত্যেকটা অনু কবিতা লেখার টপিক এবং প্রত্যেকটা অনু কবিতা সুন্দর ছিল।

 3 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

আপু আপনার কথার সাথে আমি একমত, কবিতা হোক বা অনু কবিতায় হোক ইচ্ছা করলেই কিন্তু লেখা যায় না। কবিতা লিখতে গেলে যথেষ্ট আপনাকে মেধা খাটাতে হবে। আর এরপরে একটি সৌন্দর্য গঠনমূলক কবিতা লেখা সম্ভব। আপনি আজকে একগুচ্ছ অনু কবিতা লিখেছেন আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 
 4 months ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। আজকেও আমাদের মাঝে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। পড়ে বেশ ভালো লাগলো। আপনার লেখা কবিতাগুলো অনেক সুন্দর ছিল। যেখানে প্রিয়জন আসবে বলে এসেছে বসন্ত, ঠিকই এমনই সুন্দর সব অনুভূতিতে গড়া আপনার লেখা কবিতা। পড়ে যেন মুগ্ধ হলাম।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা তৈরি করেছেন৷ আপনার অনু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে৷ অনু কবিতা পড়ার মধ্যে যেন কেন একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ এই অনু কবিতাগুলো লিখতে আমাদের অবশ্যই ঠান্ডা মাথায় লিখতে হবে এবং খুব ধৈর্য সহকারে এই অনু কবিতা তৈরি করতে হয়৷ আমিও যখন এই অনু কবিতাগুলো তৈরি করি তখন একেবারে মাথা ঠান্ডা করে ভালোভাবে কবিতাগুলো তৈরি করার চেষ্টা করে থাকি৷ আজকে আপনিও সেরকমভাবে খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷

 3 months ago 

ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 months ago 

খুব সুন্দর অনু কবিতা শেয়ার করেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45