Diy পোস্ট --❣️ " রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি "

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়।রঙিন কাগজ দিয়ে আজ একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করে থাকি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরিঃ

CollageMaker_20245220712200.jpg

CollageMaker_202452119318699.jpg

20240521_101203.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।এই কমিউনিটিতে এসে নিজেকে নতুন নতুন রুপে দেখতে পেয়ে আমি অনেক বেশী আনন্দিত।সব সময় চেষ্টা করি নিজের ভেতরে থাকা সৃজনশীলতাকে বের করে আনতে।কিন্তু সময় সুযোগ যেনো কিছুতেই হয়ে উঠে না।একটু সময় পেলেই রঙিন কাগজ নিয়ে বসে পরি কিছু তৈরি করতে।সকালে ছেলেকে স্কুলে দিয়ে এসে এই সময়টাকে কাজে লাগাই নিজেকে নতুন রুপে তুলে ধরার জন্য।আজ তারই ধারাবাহিকতায় রঙিন কাগজের একটি ওয়ালমেট নিয়ে হাজির হলাম।পরিবার,সন্তান সবকিছু সামলে সময় বের করা খুব বেশী কঠিন হয়ে যায়।তারপরেও ভালোবাসার জায়গা আমার এই কমিউনিটিতে নিজেকে প্রকাশ করার অদম্য ইচ্ছে থেকেই নতুন নতুন ভাবে ফিরে আসি।আমার ব্লগ যারা পছন্দ করেন তাদেরকে জানাই অভিনন্দন। আর যারা পছন্দ করেন না তাদেরকে ও জানাই শুভেচ্ছা।চলুন আজকের অয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরি ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.কম্পাস
৪.কার্ড বের্ড
৫.গ্লু
৬.পেন্সিল

20240521_084529.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240521_084906.jpg

20240521_085150.jpg

প্রথমে আমি কার্ড বোর্ডের উপর কালো কাগজ গ্লু দিয়ে আটকে নিয়েছি।

ধাপ-২


20240521_085311.jpg

20240521_085423.jpg

20240521_085850.jpg

এরপর আমি কম্পাস দিয়ে গোল গোল করে এঁকে কেটে নিলাম।

ধাপ-৩


20240521_085930.jpg

20240521_085952.jpg

20240521_090132.jpg

20240521_090250.jpg

এরপর একেকটি গোল কাগজের টুকরোটিকে চার বাজ করে এক পাশ কেটে গ্লু দিয়ে আটকে নিলাম। এরপর আঙুল দিয়ে মাঝ বরাবর চাপ দিয়ে কাগজের মাঝের অংশ ভেতরের দিকে দিয়ে রেখে দিলাম।

ধাপ-৪


20240521_090250.jpg

20240521_091225_1.jpg

20240521_091310.jpg

20240521_091504.jpg

20240521_093220.jpg

এরপর ছোট ওই ভাজ করা কাগজটিকে উল্টো করে একটি একটি গোল কাগজের টুকরো গ্লু দিয়ে পাপড়ির মতো আটকে নিলাম।এবার কালো কাগজের টুকরোটিকে লম্বা লম্বা করে কেটে ভাজ করে নিয়ে কেটে নিলাম।এরপর গ্লু দিয়ে মাঝে আটকে নিলাম।

ধাপ-৫


20240521_093432.jpg

20240521_093715.jpg

20240521_093903.jpg

এরপর সবুজ কাগজের টুকরোটিকে পাতা কেটে নিলাম।

ধাপ-৬


20240521_094743.jpg

20240521_095032.jpg

সবুজ কাগজের টুকরো কেটে ডাল করে নিলাম। এবার সবকিছু আমার রেডি।এখন শুধু গ্লু দিয়ে আটকে নেয়ার পালা।

ধাপ-৭


20240521_095957.jpg

20240521_095818.jpg

20240521_102609.jpg

গ্লু দিয়ে সবকিছু ঠিকঠাক মতো আটকে নেয়া হলে আমি টিভির পাশে দেয়ালে ওয়ালমেটটি টানিয়ে দিলাম।
কেমন হলো বন্ধুরা আমার তৈরি করা ওয়ালমেটটি ? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


20240521_102557.jpg

20240521_102337.jpg

20240521_101209.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের ওয়ালমেটটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়



আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে ও আমার ব্লগটি দেখে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ব্লগ পছন্দ না করার কি আছে আপু? আপনার ব্লগ গুলি এতটাই সুন্দর হয় টাইটেল দেখেই পড়ার ইচ্ছা করে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম ক্রিয়েটিভিটি জিনিসগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য কেননা আপনার ক্রিয়েটিভিটি থেকে আমরা নতুন কিছু শিখতে পারি। আজকে যেমন একটি সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে বর্ণনা করেছেন। এখন চাইলে আমিও এরকম একটি ওয়ালমেট তৈরি করতে পারব আপনার দেওয়া পোস্ট দেখে দেখে। আবারো ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ওয়ালমেট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 last month 
 last month 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট এর ভিতরে ফুল গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে আপু। সবসময় আপনার পোস্টগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। শুরু থেকে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর। দেয়ালে লাগিয়ে রাখলে আরো বেশি সুন্দর লাগবে।

 last month 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last month 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এই জাতীয় ফুলের ওয়ালমেট গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে আপু আপনার এই সুন্দর দক্ষতা সম্পন্ন একটি ডাই পোস্ট।

 last month 

ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last month 

বাহ্ দারুন তো । অনেক সুন্দর একটি ওয়ালমেট বানিয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নিজের মধ্যে ক্রেয়েটিভিটি না থাকলে কি আর এমন ‍সুন্দর করে ওয়ালমেট বানানো যায়? বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

আপু, আপনার শেয়ার করা ফুলের এই ওয়ালমেটটি সত্যিই বেশ দারুন হয়েছে। আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফুলের ওয়ালমেট তৈরি করি। এই কাজগুলো করতে আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। যাইহোক, আপনি ফুলের এই ওয়ালমেটটি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে এখানে উপস্থাপনও করেছেন, যার ফলে যে কেউ এই ধাপগুলো দেখে এটি তৈরির পদ্ধতি সম্পর্কে শিখতে পারবে।

 last month 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last month 

রঙিন কাগজ দিয়ে দারুন ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এধরনের ওয়ালমেট ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে। তাছাড়া রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last month 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last month 

কাগজ দিয়ে কোন ওয়ালমেট তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে আপনি ফুলগুলো তৈরি করেছেন আর ওয়ালমেট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন দেখে ভালো লাগলো আপু। দেখতে খুবই ভালো লেগেছে আমার।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61888.55
ETH 3400.93
USDT 1.00
SBD 2.50