ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " হঠাৎ আকাশের মন খারাপ হলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
হঠাৎ আকাশের মন খারাপ হলোঃ
বন্ধুরা,মনটা ভীষণ খারাপ হয়ে থাকে।দেশের অবস্থা ভালো না।মানুষের মূল্য নেই বলতে গেলে।আমি মনের মধ্যে চাপ একদম নিতে পারিনা। তাই ফেসবুকে দেখিনা কিছু।মনের মধ্যে খুব চাপ হয়।এসব ভাবনা মনে কষ্ট বাড়ায়।তবে কিছু না দেখেও কোন ভাবনা যে মনে আসে না তেমন কিন্তু নয়।যতটুকু দেখেছি ও শুনি তাতেই কষ্টে বুক ভার হয়ে যায়।আবার এদিকে বাবার অসুস্থতা অনেকটা ই ব্যাকুল হয়ে থাকি আমি।সবকিছু ই করছি কিন্তু মনটা স্থির নয়।আল্লাহর অশেষ রহমতে আব্বু ভালোই আছে।তবে আমার মধ্যে দুঃখ বিলাশ বলে একটা ব্যাপার আছে।সেই দুঃখ বিলাশে অনেক ভাবনা ভেবেই কষ্ট পাই।আমি জানি না ঠিক কখন থেকে এই দুঃখ বিলাশ আমার মাঝে ভর করেছে।আপনাদের মাঝে কি এমন কিছু হয়??
এইতো সেদিন বাবার বাসায় গিয়েছিলাম।আব্বুর সাথে যদিও আমার এখন প্রায় ই দেখা হয় হাসপাতালে।আমার বাসার কাছেই হাসপাতালে আব্বুকে নিয়ে আম্মু আসে ডায়ালাসিস দেয়ার জন্য।তখন আমি গিয়ে দেখা করে আসি।সেদিন আব্বুকে দেখতেই মূলত বাসায় যাওয়া।বেশ কিছু সময় গল্প করলাম সবার সাথে।এরপর ছাদে গেলাম।বাসায় গেলে ছাদে আমি যাব ই।না গেলে যেনো ভালো লাগে না।আর হাতে যদি মোবাইল থাকে তবে ছবি তোলা হয়েই যায়।
আমি যখন ছাদে যাই তখন আকাশ ভীষন পরিষ্কার ছিল।ফটোগ্রাফি করেছিলাম।আশাকরি বুঝতে পারছেন আকাশ কতোটা পরিষ্কার ছিল।এরপর কিছু সময় যাওয়ার পর দেখি আকাশের মন খারাপ হতে শুরু করেছে।আমার ও ভীষণ ভালো লাগা কাজ করছিল।কারন বৃষ্টি আসার আগ মূহুর্তে আকাশের এই মন খারাপ আমার অসাধারণ লাগে।আমার কতটা ভালো লাগে বোঝাতে পারব না।অনেকের কাছে বৃষ্টি ভালো লাগে।অথচ আমার কাছে কালো মেঘে ঢাকা আকাশ ভীষন ভালো লাগে।
আর তাই আমি অপেক্ষা করতে থাকি আকাশের মন খারাপ দেখার জন্য। আমার শেয়ার করা ফটোগ্রাফিতে দেখতে পারছেন কিভাবে ধীরে ধীরে আকাশ কালো হতে শুরু করেছে।কি যে ভালো লাগছিলো তা লিখে বোঝান আমার পক্ষে সম্ভব নয়।
আমি এ সময়টাতে অনেক গুলো ফটোগ্রাফি করে নিয়ে ছিলাম।সেখান থেকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার মতো আপনাদের কাছে ও কালো মেঘে ঢাকা আকাশ ভালো লাগে।
দেখলেন তো,আকাশ ধীরে ধীরে কতোটা মন খারাপ করেছিলো।এরপর কিছু সময় পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল।তাই আমি তখন নীচে নেমে আসি।এভাবে ই সেদিন আকাশের মন খারাপ আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্যটা হয়েছিল।আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।মন্তব্য করে জানাতে ভুলবেন না আশাকরি।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | OPPO Reno 4Z 5G |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ওয়ারী, ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনি আজ আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। গত দিন বিকেলে আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম গোধূলি আকাশের ফটোগ্রাফি করব কিছুদিন পরে আর আপনার আকাশের মেঘ যুক্ত ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। ভীষণ ভালো লেগেছে আপু আমার কাছ থেকে আপনার ফটোগ্রাফি গুলো ধন্যবাদ শুভকামনা রইল।
এই সময় হঠাৎ করে আকাশের মন খারাপ হয়ে যায়। কখনো রোদ ঝলমলে আকাশ দেখা যায় কখনো মেঘলা আকাশ। তবে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অসাধারণ সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার আব্বু এখন কেমন আছে আপু?? সুস্থ আছে আশা করি। আপনি আপনার বাবার বাসায় গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলেই পরিষ্কার আকাশটা আস্তে আস্তে কালো মেঘে পরিপূর্ণ হয়ে গেল। চমৎকার ফটোগ্রাফি করেছেন আপু। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বাহ্ আপু টাইটেল টা জাস্ট অসাধারণ ছিল।আকাশের মন খারাপ হয় যখন মেঘলা হয় আকাশ।আপনার লেখনী সাথে ফটোগ্রাফি পোস্ট টা সত্যিই অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।
হি হি হি। আরে হঠাৎ নাতো। এখন তো আকাশ বেচারা প্রায় সময়ই মন খারাপ করে। আর করবেই না কেন। মানুষের অত্যাচরে সেও অতিষ্ঠ। বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে তো মনটাই ভরে গেল । অনেক ভালো লাগলো আজকে আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপু এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
দেশের খবর দেখে আমারও মন বেশ খারাপ। কি হচ্ছে? মানুষের কোন মূল্য যেন নেই। আপনার মতো আমিও ফেসবুক দেখা কমিয়ে দিয়েছি। সবকিছু আবার স্বাভাবিক হবে এই আশাকরি। তবে আপনার আকাশের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।
আকাশের মন খারাপ হলে ধীরে ধীরে আকাশ কালো হয়ে যায়, এটা কিন্তু বেশ সুন্দর বলেছেন আপু। আপনার আজকের শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আমি। আকাশের কয়েকটি ভিন্ন রূপ দেখার সুযোগ হলো আপনার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, এই ফটোগ্রাফি মূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।