আমার স্বরচিত অনুভূতির কবিতা -- ☘️🌱 " প্রকৃতিকে ভালোবাসা "
শুভ সকাল বন্ধুরা।সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।
আমার স্বরচিত কবিতাঃ
বন্ধুরা,আজ স্বরচিত একটি কবিতা শেয়ার করছি আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আমি প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি।বিশেষ করে বড় দাদার অনুকবিতা দিয়ে আমার কবিতা লেখার আগ্রহ তৈরি হয়।অনুকবিতা লিখতে লিখতেই আজ কবিতা লেখার চেষ্টা করা।এরপরে ছোট দাদা ও হাফিজ ভাইয়ার কবিতা আমার মধ্যে কবিতা লেখার প্রতি আগ্রহ দিনে দিনে বাড়িয়ে তোলে।আমি চেষ্টা করে চলেছি সপ্তাহে একটি কবিতা পোস্ট শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আমার আজকের এই কবিতাটি প্রকৃতিকে ভালোবাসা।
কবিতা লেখা সহজ কাজ নয়।কবিতা লেখার জন্য স্থির মন থাকা জরুরী।কবিতায় ছন্দ না হলে কবিতা কেমন যেনো পানসে লাগে আমার কাছে।তাইতো কবিতা লিখতে বসলেই আমার মাথায় ছন্দ অটোমেটিক চলে আসে।কখনো কবিতা লিখবো ভাবিনি।ভাবনাতে কখনো একটি লাইন ও মাথা থেকে বের হয়নি।কিন্তু আজ এখানে এসে বড় দাদা আর ছোট দাদা,হাফিজ ভাইয়ার কবিতা পড়ে পড়ে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে কবিতা লিখে শেয়ার করে যাচ্ছি।আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সপ্তাহে একটি কবিতা আমি পোস্ট করে থাকি।
আমার আজকের কবিতাটি আমি আমার অনুভূতি দিয়ে লেখার চেষ্টা করেছি।সবার অনুভূতি কিন্তু একরকম নয়।মানুষ ভিন্ন তো তার অনুভূতি ও ভিন্ন। আপনারা আমার মতো বেশ কিছুদিন গরম তাপদাহ অনুভব করেছেন আশাকরি।সেই গরম আমাদেরকে বার বার জানিয়ে দিয়ে গিয়েছে প্রকৃতিকে ভালোবাসার কথা।গরম কিন্তু বাইরে আরও বেশি গরম।রোদের তাপ প্রচন্ড।গাছ নেই তাই গাছের ছায়া, বাতাস কোনটাই নেই।আজ যতই গরম পরুক না কেন আপনার চারিপাশে যদি সবুজ প্রকৃতি থাকে সেই প্রকৃতি আপনাকে সুশীতল বাতাস ঠিক ই দিয়ে আপনাকে,আমাকে শীতল করে দিতো।কিন্তু আমরা তো প্রকৃতিকে ভালোবাসি না।তাইতো আমাদের আশেপাশে কোন সবুজ প্রকৃতি আমরা আমাদের পাশে রাখি না।প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি ও আমাদেরকে ভালোবেসে ভালো রাখার চেষ্টা করতো।
দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে।তাই প্রকৃতি আমাদের শীতল করে দিয়েছে।বৃষ্টির এই রিমঝিম শব্দে মনে চঞ্চলতা অনুভূত হচ্ছে।মনের মাঝে সুন্দর অনুভূতি গুলো কবিতার ছন্দ যেনো খুঁজে পেয়েছে।সেই সুন্দর অনুভূতি গুলো নিয়েই আমার আজকের এই কবিতার সূচনা।অনুভব করা অনুভূতি দিয়ে কবিতাটি লিখলাম।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার আজকের কবিতাটি চলুন পড়ে আসি--
প্রকৃতিকে ভালোবাসা
বৃষ্টি পরে টাপুর-টুপুর
মনটা তাই হলো ব্যাকুল
ভাবনাগুলো সব হিমেল হাওয়ায়
ডানা মেলেছে নীল নীলিমায়।
মেঘে মেঘে মিলন হলে
বৃষ্টির ধারা নামে ধরায়
বৃষ্টির এই রিমঝিম সুরে
মন যে হারায় দূর সীমানায়।
টিপটিপ এই বৃষ্টির ধারা
মাটির বুকে পরে যখন
প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি
বেঁচে থাকার নতুন আশায়।
সবুজ প্রকৃতি সতেজ হলো
মনে তাই আনন্দ এলো
প্রকৃতিকে ভালোবেসে
জীবন আমার ধন্য হলো।
প্রকৃতির প্রতি এই ভালোবাসা
উঠুক জেগে সবার মনে
ভালোবেসে এই প্রকৃতিকে
জীবন বাঁচাই সবাই তবে।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | Samsung A20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনাদের ওদিকে দুদিন যাবত বৃষ্টি হলেও আমাদের এদিকে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। শুধুমাত্র মেঘলা আবহাওয়া চলছে তবে আশা করি খুব শীঘ্রই বৃষ্টি হবে। প্রকৃতি আমাদের নিজেদের সম্পদ আর এটার প্রতি ভালোবাসা মানে সেটা দারুন একটা বিষয়। আপনার কবিতাটা পড়ে মনটা ফুরফুরে হয়ে গেল ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রকৃতিকে ভালবাসি, প্রকৃতির সৌন্দর্যময় মহূর্তগুলো নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। প্রকৃতির ভালোবাসা যেন আপনার এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলো আমরা সকলেই ভালবাসি। আর এই প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে। তাই আপনার কবিতাটি আমার অনেক ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
প্রকৃতির প্রতি ভালোবাসা কম বেশি সকলেরই রয়েছে।সেই ভালোবাসা থেকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।আপু আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুবই চমৎকারভাবে কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
কবিতাটির বিষয়বস্তু যেমন সরল তার ভাববিন্যাসও প্রাঞ্জল আর অল্প কথায় অনেককিছু বুঝিয়ে দেয়।
মানুষ যখন প্রকৃতিকে নিয়ে ভাবতে পারে তখন তার মধ্যে থেকে নিত্যনতুন কবিতা সৃষ্টি হয়।
যা আরো গভীর অনুভূতির দিকে নিয়ে যেতে মানুষকে সহায়তা করে।
আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইলো। 💐
আপনাকেও অনেক ধন্যবাদ।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। প্রকৃতির এই পরিবর্তন মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ আজকে সেই অনুভূতি থেকে প্রকৃতি নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। আসলে কবিতাটি নিজের অনুভূতি থেকে লেখা হয় । যেটা সুন্দরভাবে প্রকাশ পায়। অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতাটি।
সুন্দর মন্তব্য পেয়ে আমার ও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আসলে আমরা প্রাকৃতিক অনেক বেশি ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আপনি তো দেখি সেই প্রকৃতিকে নিয়েই খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। সবার মনে এই প্রকৃতির ভালোবাসাটা আজ থেকে হয়ে আসতেছে। এজন্যই তো আমি সব সময় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই। খুব ভালো লাগলো আপনার কবিতার লাইনগুলো। ছন্দ গুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তীব্র গরমের পর প্রকৃতি আমাদের কে আবার ও শীতলতা করে দিলো। আসলে প্রকৃতি আমাদের কে সব সময় ভালো রাখতে চায়। আমরা যদি আমাদের আশেপাশের সবুজ শ্যামল প্রকৃতি কে ধরে রাখতে চাই তাহলে প্রকৃতি আমাদের কে সব সময় ভালো রাখার চেষ্টা করবে। দীর্ঘ দিন তীব্র গরমের পর আবার আমাদের মাঝে বৃষ্টি দান করে দেওয়ার জন্য প্রকৃতির প্রতি আমার অসীম ভালোবাসা।
সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
প্রকৃতিকে নিয়ে লেখা আপনার কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো। গত কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছিল। যেন বাতাস এবং ঠান্ডা সবকিছু হারিয়ে গেলো। তবে এখন কিছুটা বৃষ্টির দেখা পেয়ে অনেক বেশি শীতলতা অনুভব করছি। এই বিষয়গুলো নিয়ে আপনার আজকের কবিতার লাইন গুলো কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে কবিতাটি খুব সুন্দর ছন্দ মিলিয়ে লিখেছেন।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Twitter link