স্বরচিত কবিতা:-)সময়
১৭মে ২০২৪ রোজ: শুক্রবার
আমি @shahid540 বাংলাদেশ থেকে।
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে স্বরচিত কবিতা। কবিতার নাম হচ্ছে "সময় " ।চলুন দেখে নেওয়া যাক আমার আজকের কবিতার লাইন গুলি।
সময় হচ্ছে সবথেকে যোগ্য এবং ন্যায় বিচারক। কেউ যদি কারোর প্রতি কোন অনাচার করে বা নিজের দাপট খাটিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করে , হয়তো বা যার উপর ক্ষতি করেছে সে লোকটি দুর্বল কিন্তু এমনও সময় আসতে পারে ঐ দুর্বল লোকটি হতে পারে ভীষণ শক্তিধর তখন সেও পাল্টা প্রতিশোধ নিতে পারে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের মানুষদের জীবনের ও অনেক বেশি পরিবর্তন সাধিত হয়। আমরা যদি সময়কে মূল্য দেই তাহলে সেই সময় আমাদের জীবন পরিবর্তন করে দিতে সক্ষম। আমাদের জীবনে সবথেকে বড় সাফল্য পেতে গেলে অবশ্যই আমাদের সময় অনুযায়ী কাজ করা উচিত। যেকোনো কাজের মধ্যে সময় এবং একনিষ্ঠ ভাবে যদি আমরা সেই কাজের প্রতি দৃঢ় সংকল্প গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাই তাহলে সাফল্য আসতে বাধ্য। সময়কে মূল্য দিতে শিখুন তাহলে একটা সময় আসবে যখন সময় থেকে আপনি আপনার জীবনের সর্ববৃহৎ পাওয়াটা পেতে পারেন। তাই সময়ের প্রতি যত্নশীল হন। গুণীজন বলে গেছেন সময়ের মূল্য বুঝে করে যে জন কাজ সেই জন আজ স্মরণীয় জগতের মাঝ।
সময়
ই টি শাহিদ ইসলাম
সময়, সেও এক মহা বিচারক
প্রত্যেকের জীবনের তরে,
জীবন ইতিহাস গড়তে সবাই কারিগর
এ ভবে, সবাই সমান সময়ের দৃষ্টিতে।
পেতে চাও কি জীবনে সাফল্য ?
তবে সময়কে দাও মূল্য,
জীবন করো পরিশ্রমী মন করো একনিষ্ঠ
তাহলেই জীবনে তুমিও হবে প্রতিষ্ঠিত।
কাল কাল করো নাকো লেগে পড় আজি
সময় সে তো স্রোতের মতো বহমান,
যে মুহূর্ত যাচ্ছে চলে তা ফিরে পাবে কি ?
দৃঢ় সংকল্প নিয়ে লেগে থাকো পাবে তুমি সবি।
মধুর এক বাক্য আছে গুণীজনে কয়
সময় ও নদীর স্রোত কারো তরে,
কভূও অপেক্ষায় থাকিবার নয়।
কারো সাথে করো নাকো অবিচার,
নচেৎ সময় করবে তোমার সুবিচার।
সময়কে দাও তুমি মূল্য
সেও করিবে না তোমায় পরিত্যাজ্য
ললাটে থাকিলে সেতো,
তুমিও পাবে সর্ববৃহৎ সাফল্য।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
ওয়াও ভাই আপনার স্বরচিত কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলেছেন ভাই জীবনের সাফল্য আনতে হলে অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সত্যি বলতে এটাই ঠিক যে পরিশ্রম এবং সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে সাফল্যের অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। আপনার মন্তব্যটি ও অনেক বেশি ভালো লাগলো আমার কাছে ধন্যবাদ।
সময়ের চেয়ে বড় সত্যিই বোধহয় এই দুনিয়াতে আর কিছু হয় না। কবিতা লেখার জন্য দারুন একটি বিষয় নির্বাচন করেছেন ভাইয়া। সময় নিয়ে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কিছু বাস্তব কথা কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
আসলেই সময় হচ্ছে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম। আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশ অনুপ্রাণিত হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও ভাইয়া একদম মুগ্ধ হয়ে গেলাম। আপনার এমন সুন্দর এবং বাস্তব কবিতা পড়ে তো বেশ ভালো লাগছে। আপনি কিন্তু পুরো কবিতা বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে নিজের লাইন গুলো আমার বেশ ভালো লেগেছে।
অনেক উৎসাহপূর্ণ মন্তব্য করেছেন আপু আপনি। আপনার মন্তব্য পড়ে কবিতা লেখার স্পৃহা আরো বেড়ে গেল আমার। উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু
ঠিক বলেছেন ভাইয়া জীবনের সফলতা পেতে হলে অবশ্যই আমাদের সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য দিতে না পারলে আমরা কোনদিনও কোন কাজে সফল হতে পারব না। আপনি দারুন একটি কবিতা লিখেছেন সময় নিয়ে। সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। আর আপনি এটা নিয়ে দুর্দান্তভাবে কবিতা উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সময় আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে মূল্য দিন সময় ও আপনার তার যথার্থ মূল্য ফিরিয়ে দিবে। পরিশ্রম সময়কে কাজে লাগাতে পারলে জীবনে সফলতা আসবেই।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু কবিতা তৈরি করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি কবিতা তৈরি করেছেন৷ আজকের এই কবিতাটি এতটাই অসাধারণ হয়েছে যে এই কবিতাটি আমি অনেকবার পড়ে নিলাম৷ একইসাথে আপনি এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
জি ভাই এই কবিতাটি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে দারুন ভাবে উৎসাহ দিয়েছেন। চেষ্টা করব পরবর্তীতে আরো নিত্য নতুন কবিতা গুলি লিখে আপনাদের মাঝে শেয়ার করার।