জেনারেল রাইটিং// পুরুষ পরাজিত টাকার কাছে//

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

Yellow Orange Modern Minimalist Webinar Marketing Banner_20240318_175906_0000.png
Source

টাকাই কী সব কিছুর মূল?

বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমন কোন মানুষ বলতে পারবে না যে তার টাকার প্রয়োজন নেই তার টাকার চাহিদা নেই। মানুষ বলতে আমরা যাকে চিনি তাদের সবাইরে অবশ্যই টাকার প্রয়োজন আছে। মাঝে মাঝে মনে হয় যেন টাকা ছাড়া মানুষের কোন মূল্য নেই। যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি সম্মানিত, যদিও বিষয়টি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় ।কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সম্মান বেশি তারাই পায় যাদের টাকা-পয়সার অভাব নেই। যদিও বা সব টাকা পয়সা ওলা মানুষকেই মানুষ সম্মান মন থেকে করেনা, কিন্তু বাহ্যিকভাবে ঠিকই করে। আর একজন পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলে সে পুরুষ সর্বক্ষেত্রে সর্ব জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হয়। টাকা হীন পুরুষকে নিয়ে কিছু বাস্তবিক কথা আজকে আপনাদের সাথে তুলে ধরব। দেখা যাক আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়।

প্রথমেই শুরু করি পরিবার দিয়ে। আমাদের প্রত্যেকের পরিবারেই মা-বাবা বাদে একজন করে বড় সন্তান থেকে থাকে। যদি সেই বড় সন্তানটি ছেলে হয় তাহলে সে যখন ২০ বছর বয়সে পৌঁছে যায় তখন প্রায় পরিবারের সব দায়িত্ব তার উপরেই পড়ে যায়। এই পারিবারিক দায়িত্বটি যদিও বা সব পরিবারের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কেননা যারা উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান তারা অধিকাংশ সময় উচ্চশিক্ষার জন্য নিজেকে শিক্ষিত করার লক্ষ্যে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করে থাকে এবং তার পিছনে সমস্ত সাপোর্ট তার ফ্যামিলি দিয়ে থাকে। কিন্তু সেখানে যদি হালকা মধ্যবিত্ত কিংবা নিম্ন শ্রেণীর সন্তান হয় তাহলে তার জন্য পরিবারের ঘানি টানা টা অত্যাবশ্যকীয়। বর্তমান সময়ে ২০ বছর বয়সে পৌঁছানোর আগেই আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করে ফেলছে। আর এখান থেকেই শুরু হয় তাদের জীবনের নতুন যাত্রা। উচ্চবিত্ত ব্যতিরেকে যে দুই ফ্যামিলির কথা বললাম তাদের বড় সন্তানদের তৈরি হতে হয় ইনকাম করার লক্ষ্যে। এই ইনকাম করার মধ্য দিয়েই সে পরিবারের সবার কাছে হয়ে ওঠে প্রিয় মানুষ। কেননা বাবার পরপরই পরিবারের সবার সমস্ত চাহিদা পূরণ করেছে বড় ছেলেটি।

আর যখন সেই বড় ছেলেটি গ্রাজুয়েট কমপ্লিট করার পরেও কোন চাকরি পায় না বা কোন ইনকাম সোর্স খুঁজে পায় না। ঠিক তখনই বুঝতে পারে পরিবারের বড় সন্তান হয়েও কতটা লাঞ্ছনার শিকার হতে হয়। ঠিক সে জায়গাতেই বড় ছেলের জায়গায় যদি মেজো ছেলেটি ইনকাম সোর্স খুঁজে পেয়ে যায় এবং তার কাছে যদি অ্যাভেলেবল টাকা থাকে তাহলে সে বড় ছেলে অপেক্ষা সর্বাধিক সময় সবার কাছেই প্রিয় হয়। আমি বলতে চাচ্ছি না তাই বলে বড় ছেলেটি সব অধিকার থেকে বঞ্চিত হয়। এবার আসি পরিবারের বড় কর্তা তথা বাবা নামক বট গাছটির কথায়। যখন আমাদের পরিবারের কর্তা তথা বাবা অসুস্থ হয়ে পড়েন সে সময়টা ইনকামের যদি কোন সোর্স না থাকে। তখন পরিবারের সবাই বাবা নামক বটগাছটিকেও বিভিন্ন কথা শোনায়। সব ফ্যামিলিতেও যদিও বা এরকম ঘটনা না ঘটে কিন্তু কিছু পরিবারে এরকমটা লক্ষণীয়।

একটি বাস্তব ঘটনা বলি, আমার এলাকার এক ভাই তার পরিবারের জন্য লেখাপড়া ঠিকমতো না করে নিজের সব পরিশ্রম দিয়ে সর্বদা উপার্জন করেই চলেছে, কিন্তু হঠাৎ করেই সে একটি চাকরির জন্য এখানে কিছু টাকা দিয়ে ফেলে, কিন্তু সেই টাকাটি সঠিক জায়গায় পড়েনি তথা দালাল প্রকৃতির লোকেদের হাতে পড়েছে। সে কারণেই সে কঠিন ভাবে মর্মাহত হয়ে পড়ে, সাথে পরিবারের লোকরাও তাকে বিভিন্নভাবে বঞ্চনামূলক কথা শোনায়। কিন্তু কেউ এটা ভাবলো না যে সে টাকাটা দিয়েছে মূলত একটা কাজের জন্যই, হয়তো তার এটা ভুল, সঠিক জায়গায় না দিতে পারা। কিন্তু তার উদ্দেশ্য তো সঠিক ছিল। তাই আমি মনে করি তার ফ্যামিলির তার পাশে থাকা উচিত ছিল। আমার এলাকার সেই ভাইটি বলে যে একটা সময় ছিল এক চাচা নাকি তাকে কিছু কিছু করে টাকা নিজের জন্য ব্যাংকে রাখতে বলেছিল, কিন্তু সে সেটা না করে পরিবারের জন্য নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছে, এখন বলতেছে আসলে আমার ওই ব্যক্তির কথাটি শুনে ব্যাংকে কিছু করে টাকা মজুদ রাখা উচিত ছিল। তাহলে হয়তো আজ আমিও কিছু মোটা অংকের টাকার মালিক হতে পারতাম।

এখন আসি সমাজের কোথায়, সমাজের কথা আর কি বলব? আপনারা তো সবকিছুই জানেন, আমাদের সমাজে বর্তমান যাদের ক্ষমতা ,টাকা-পয়সা এবং ভোগ বিলাসিতা উচ্চ পর্যায়ের তাদের সর্বদা সবাই সম্মান করেই চলে। অপরদিকে এলাকার একজন ইমাম সাহেব যদি কোন অফিস দপ্তরে যায় তাহলে তার কথার তেমন কোন ভ্যালু থাকে না। কিন্তু সেখানে যদি একজন চরিত্রহীন ক্ষমতাবান লোক যায় তাহলে তাকে স্যার বলে সম্বোধন করে দাঁড়াতে বাধ্য থাকে কর্মরত লোকজন। কি আজব দুনিয়া তাই না? টাকা থাকলেই মূলত পুরুষের কাছে সমস্ত কিছু নত হয় ,কেবল স্রষ্টা বাদে। সুখ নামে জিনিসটাকেও পাওয়া যায় সাময়িক সময়ের জন্য।

আপনাদের কাছে প্রশ্ন থেকেই গেল, টাকায় কী তাহলে সব কিছুর মূল?


বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

received_1423949511668636.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

খুবই চমৎকার একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে আপনার এই পোষ্টের মাধ্যমে যে ছোট ছোট উদাহরণ গুলো দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেছেন সে উদাহরণগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলতে টাকা না থাকলে বর্তমান সমাজে পরিবার হোক বা অন্য কোন জায়গায় কোথাও কোন দাম থাকে না। বর্তমান মানুষের সম্মান নির্ভর করে টাকার উপর, আমিও এটাই মনে করি পুরুষ জাতি টাকার কাছে পরাজিত সবসময়ই। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

সময়উপযোগী একটা পোস্ট করেছেন ভাইয়া। বর্তমান সমাজে টাকা না থাকলে মূল্যায়ন করতে চায় না কেউ। এ টাকার জন্য মানুষ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়ে থাকে। আর আপনার গল্পটি পড়ে বুঝতে পারলাম বড় ছেলে হওয়া সমাজের জন্য কতটা কঠিন। উপার্জন না থাকলে পরিবারের কাছেও মূল্য পাওয়া যায় না। উচ্চবৃত্তের কথা আলাদা তাদের টাকা-পয়সার অভাব নেই। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য করে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

এভাবেই চলছে জগৎ ভাই,পুরুষ মানুষ টাকা বানানোর মেশিন। যতদিন দিতে পারবে ততদিন ভাল।দেওয়া বন্ধ হলেই সবার মুখ কালো। আমিও এমন পরিস্থতি দেখেছি ভাই।।যাই হোক হতাশ হবেন না। শীঘ্রই ভালো কিছু হবে। ধন্যবাদ বাস্তবতা তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

ঠিক বলেছেন পুরুষ পরাজিত হয় টাকার কাছে। আসলে প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন হয়। আর টাকা থাকলে দুনিয়াতে সব কিছু পাওয়া যায়। তবে অনেক ফ্যামিলিতে বড় ছেলেটি হচ্ছে বট গাছের মতো। টাকা দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে কারো কাছে ভালো নেই। যেমন আপনাদের এলাকার এক ভাই কাজের জন্য টাকা দিয়ে মাইর খেয়েছে। অথচ সবার কাছে সে খারাপ বনে গেল। আসলে টাকার উপর কোন ভালবাসা নেই। সত্যি খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া।একটা অর্থহীন পুরুষ বুজে টাকার কদর কতটুকু।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্যে।

 5 months ago 

খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আসলে টাকার কাছে সব মানুষ হেরে যায়। আর বর্তমানে টাকা হচ্ছে মানুষের বড়ই শক্তি। টাকা থাকলে ভালোবাসা আছে টাকা না থাকলে কিছু নেই। পরিবারের টাকা থাকলে আপনার মূল্যবান মূল্য আছে। তবে আমাদের এদিকেও অনেক ঘটনা আছে টাকা থাকলে সবাই তাকে ইজ্জত করে। খুব মূল্যবান একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানানোর জন্যে।

 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে পুরুষরা হেরে যায় টাকার কাছে৷ টাকা থাকলে পুরুষের মূল্য রয়েছে৷ টাকা না থাকলে তার কোন মূল্য নেই৷ যদি সে টাকা দিয়ে সকলকে হাসিখুশি রাখতে পারে তাহলে তাকে সকলে ভালবাসবে এবং তাকে মূল্য দিবে৷ যদি তার কাছে টাকা পয়সা না থাকে এবং সে যদি সকলকে খুশি করতে না পারে তাহলে তাকে কেউ ভালোবাসে না৷ তাকে কেউ কোন মূল্যও দেয় না৷ টাকা থাকলেই সকলের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এবং টাকা থাকলেই সকলে গুরুত্ব দিবে। টাকা না থাকলে কেউ কোন ভালোবাসা দিবে না আর গুরুত্ব তো অনেক দূরের কথা৷
ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 5 months ago 

আমাদের পুরুষদের জন্য টাকাই হচ্ছে সবকিছু। কমেন্ট করে আপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41