☆꧁:স্বরচিত কবিতা :꧂☆꧁✍"বয়স" ꧂

in আমার বাংলা ব্লগ7 months ago


আসসালামু আলাইকুম/আদাব



☆꧁:স্বরচিত কবিতা :꧂☆

꧁✍"বয়স" ꧂


❤️✍️❤️

IMG20240211165732.jpg

বন্ধুরা সুন্দর, সতেজ, স্নিগ্ধ লাল গোলাপের শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা -আজ আবারো আরেকটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্যতিক্রমধর্মী কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।। বন্ধুরা আমরা হয়তো সকলেই এই প্রশ্নটি সম্মুখীন হয়েছে কিংবা হতে দেখেছি। পরিবারের কিংবা সমাজের কিছু লোকজনের মুখে। আর সেটা হচ্ছে বয়স নিয়ে কথা বলা।
এই বয়সে তোমার এটা করা যাবে না। ওই বয়সে ওটা করা যাবে না। এটা খাওয়া যাবে না। এটা পড়া যাবে না। এভাবে চলা যাবে না। এরকম নানার রকমের কথা আমাদের শুনতে হয় প্রতিনিয়ত। কিংবা আমরা নিজেরাও বলে থাকি অনেকেই।
আমরা সকলেই জানি মনের বয়স কখনোই বাড়ে না। কাজেই বয়স হওয়ার সাথে সাথে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাও ঠিক না। এমনকি তাদের স্বাধীনতা হরণ করাও আমাদের ঠিক না।
জীবন একটাই আর সেই জীবনকে যদি আমরা উপভোগ করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। তাই আসুন সকলকে বাঁচার মতো বাঁচতে দেয়ার সুযোগ করে দেই আমরাই।

অপূর্ণতা আর পরাধীনতার গ্লানি নিয়ে, "কবরে" যাওয়াটা কতটা প্রশান্তির প্রশ্ন রেখে গেলাম।

বন্ধুরা আমার আজকের স্বরচিত কবিতার শিরোনাম বয়স। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং এতোটুকু হলেও উপলব্ধি কাজ করবে মনের গভীর গোপন কোণে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কবিতাটি পড়ে আসি।

"বয়স"


🥀সেলিনা সাথী🥀

এই বয়সে এটা নয় যে,
ওই বয়সে ওটা,
এমন করে কিছু মানুষ
দেয় যে শুধু খোটা।


কাউকে আবার বলতে শুনি
বয়স মানে না মন,
সব বয়সে মেটাতে পারে
তাদের প্রয়োজন।

বয়স সে তো কমে বাড়ে
কি'ইবা আসে তাতে-?
বাঁচার মতো বাঁচতে হবে
প্রশান্তি পাও যাতে।

ইচ্ছে করে আমারও যে
থাকবো কচি-কাঁচা,
পরিবারের বোঝা না হয়ে
ইচ্ছেমতো বাঁচা।

দাদি নানি হয়েও আমি
বন্ধু হব সবার,,
দুষ্টুমিতে বয়সটাকে
করে নেব কভার।

মনটা চিরসবুজ থাকে
ভালোবাসায় ভরা,
ভালোবাসায় অটুট থাক
এই সুন্দর ধরা।

বয়স নিয়ে মাতামাতি
কেউ করোনা ভাই,
বাঁচার মতো বেঁচে থাকো
এটাই বলে যাই।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৯ এপ্রিল ২০২৪
সময় বিকেল-৪:৪৬
কবিতা কুটির -নীলফামারীর।

DSC_0306(1)~2.jpg

আশা করছি আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার পরম পাওয়া।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সব সময়।

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: (কবিতা )

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আপু আপনার লেখা সমস্ত কবিতাগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা বয়স শিরোনামের কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার লেখা এই কবিতার ছন্দ গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

কোন পাঠক যখন এভাবে মন্তব্য করে তখন আসলে ভালোলাগাটা অনেকখানি বেড়ে যায়। সেই সাথে উৎসাহটাও বাড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

মাঝে মাঝে আমার কিছু ছেলেমানুষীর জন্য আমাকেও শুনতে হয় এমন কথা। বলে তুই এখনও বাচ্চা আছিস যে এই কাজ করলি হা হা। তবে অনেকের ক্ষেএে এইটা একটু অতিরিক্ত হয়ে যায়। যখন কারো সবকিছুতে বয়সের বাঁধা দিতে শুরু করে অন‍্যরা তখন একটা বিরক্তি চলে আসে। কবিতা টা দারুণ লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 7 months ago 

আসলে মাঝে মাঝে এরকমটা সবার সাথেই হয়ে ওঠে। হঠাৎ এই বিষয়টি মনের মাঝে দোলা দিল জন্যই বয়স শিরোনামে কবিতাটি লিখলাম।

 7 months ago 

আজকে আপনি বয়স নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দেখছি। আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। তবে আজকের এই কবিতাটা একটু ভিন্ন ধরনের হয়ে তো দেখি আরো ভালো লাগলো।

 7 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে কবিতার লেখা উৎসাহ যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76443.53
ETH 2985.60
USDT 1.00
SBD 2.65